MALINGER: AILMENT::
A
Qualify: Achieve
B
Clash: Resolve
C
Flatter: Appreciate
D
Study: Learn
উত্তরের বিবরণ
প্রদত্ত Analogy-র ক্ষেত্রে, মূল শব্দজোড়ের অর্থ হলো Malinger: Ailment, যেখানে malinger মানে হলো কর্তব্য এড়াতে অসুস্থতার ভান করা, আর ailment হলো অসুস্থতা। অর্থাৎ, এখানে একটি সম্পর্ক রয়েছে যেখানে প্রথম শব্দটি দ্বিতীয়টির ভান বা অনুরূপ অবস্থা বোঝায়, কিন্তু তা আসল নয়।
অনুরূপভাবে, সঠিক Analogy হলো Flatter: Appreciate, যেখানে:
-
Flatter – ভণ্ডামি বা অতিরঞ্জিতভাবে প্রশংসা করা।
-
Appreciate – আন্তরিকভাবে মূল্যায়ন বা কৃতজ্ঞতা প্রকাশ করা।
অর্থাৎ, Flatter হলো Appreciate না করে অতিরঞ্জিত বা ভণ্ডভাবে প্রশংসা করা, যা Malinger: Ailment সম্পর্কের মতোই ভান করা সম্পর্ক প্রকাশ করে।
উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
-
Qualify : Achieve – Qualify মানে যোগ্যতা অর্জন করা, Achieve মানে অর্জন করা। এটি কারণ = ফলাফল সম্পর্ক, ভান সম্পর্ক নয়।
-
Clash : Resolve – Clash মানে সংঘর্ষ, Resolve মানে সমস্যা সমাধান করা। এটি সমস্যা = সমাধান সম্পর্ক, ভান সম্পর্ক নয়।
-
Study : Learn – Study মানে অধ্যয়ন করা, Learn মানে শেখা। এটি ও কারণ = ফলাফল সম্পর্ক, ভান সম্পর্ক নয়।
সুতরাং, সঠিক Analogy হলো Flatter: Appreciate।
0
Updated: 1 month ago
Frightened : Scream : : Angry : ?
Created: 3 months ago
A
Cry
B
Shiver
C
Shout
D
Sneer
Frightened : Scream : : Angry : Shout
-
Frightened মানে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া।
-
Scream মানে খুব জোরে চিৎকার করা বা আর্তনাদ করা।
-
Angry মানে রুষ্ট বা ক্রুদ্ধ হওয়া।
বোঝার সহজ উপায়:
যখন আমরা ভয় পাই, তখন চিৎকার করি। আর যখন রেগে যাই, তখন জোরে চেঁচিয়ে কথা বলি বা ডাকি।
বিকল্প শব্দগুলো:
-
Cry: কাঁদা বা আর্তনাদ করা।
-
Shiver: ঠান্ডা বা ভয় পেয়ে থরথর করা।
-
Sneer: বিদ্রূপের হাসি দেওয়া বা অবজ্ঞা করা।
-
Shout: জোরে চিৎকার বা চেঁচামেচি করা।
উৎসঃ Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
Tiger : Zoology : : Mars : ____.
Created: 3 months ago
A
Astrology
B
Cryptology
C
Astronomy
D
Telescope
Tiger : Zoology :: Mars : ?
শব্দগুলোর অর্থ:
-
Tiger মানে বাঘ (একটি প্রাণী)।
-
Zoology মানে প্রাণিবিজ্ঞান – এটি এমন একটি বিজ্ঞান, যেখানে প্রাণী ও তাদের জীবনধারা নিয়ে পড়াশোনা করা হয়।
-
Mars মানে মঙ্গলগ্রহ – এটি সৌরজগতের একটি গ্রহ।
তুলনামূলক সম্পর্ক (Analogical relationship):
→ Tiger একটি প্রাণী, আর Zoology হচ্ছে প্রাণী নিয়ে পড়াশোনা করার একটি শাখা।
→ একইভাবে, Mars একটি গ্রহ, আর Astronomy হচ্ছে গ্রহ-নক্ষত্র, চাঁদ, সূর্য এবং মহাকাশ বিষয়ক বিজ্ঞান।
অর্থাৎ:
যেমন বাঘ প্রাণিবিজ্ঞানের অধীনে পড়ে, তেমনই মঙ্গলগ্রহ জ্যোতির্বিজ্ঞানের অধীনে পড়ে।
অপশনগুলো বিশ্লেষণ করে দেখা যায়
-
Astrology মানে জ্যোতিষশাস্ত্র – এটি গ্রহ-নক্ষত্র দেখে ভবিষ্যৎ বলার বিদ্যা, বিজ্ঞান নয়।
-
Telescope মানে দুরবিন – এটি একটি যন্ত্র, কোনো বিদ্যা নয়।
-
Cryptology মানে গোপন কোড ও বার্তা পড়ার বা লেখার বিদ্যা – এটি মঙ্গলগ্রহের সঙ্গে সম্পর্কিত নয়।
-
Astronomy মানে জ্যোতির্বিজ্ঞান – এটি গ্রহ-নক্ষত্র নিয়ে বৈজ্ঞানিক গবেষণার শাখা।
তাই সঠিক উত্তর: Astronomy
Tiger : Zoology ঠিক যেভাবে সম্পর্কযুক্ত,
Mars : Astronomy তেমনি সম্পর্কযুক্ত।
Source: merriam-webster.
0
Updated: 3 months ago
OUTSKIRTS: TOWN::
Created: 2 months ago
A
rung: ladder
B
trunk: goblet
C
margin: page
D
hanger: airplane
Correct Analogical Relation: outskirts : town :: margin : page
প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
-
Outskirts: প্রান্ত সীমানা / শহরতলি
-
Town: শহর
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
-
Rung: মইয়ের ধাপ, Ladder: মই
-
Trunk: গাছের গুঁড়ি, Goblet: এক ধরনের পাত্র
-
Margin: প্রান্তসীমা, Page: পৃষ্ঠা
-
Hanger: যাহার উপর কোন বস্তু ঝুলানো হয় / Airplane: বিমান
Explanation:
-
Outskirts (শহরতলি) হলো Town (শহর) এর প্রান্তদেশ;
-
Margin (প্রান্তসীমা) হলো Page (পৃষ্ঠা) এর প্রান্তদেশ।
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago