The manager dealt with his employees with a high hand, ignoring their complaints.
Here, "with a high hand" means -
A
Harshly
B
Sympathetically
C
Oppressively
D
Courageously
উত্তরের বিবরণ
"With a high hand" অর্থ উদ্ধত বা অত্যাচারমূলকভাবে আচরণ করা। এটি সাধারণত নিয়ন্ত্রণমূলক বা কর্তৃত্বপরায়ণ ভঙ্গি বোঝায়।
-
English অর্থ: an oppressive or dictatorial manner।
-
Bangla অর্থ: উদ্ধতভাবে।
উল্লিখিত অপশনগুলো:
-
Harshly – রূঢ়ভাবে, কঠোরভাবে বা দমনমূলকভাবে আচরণ করা।
-
Sympathetically – সহানুভূতির সঙ্গে; সহানুভূতিপূর্ণভাবে।
-
Oppressively – অন্যায়ভাবে বা নিষ্ঠুরভাবে শাসন করা; অন্যায় বা নিষ্ঠুর শাসন দ্বারা দমিয়ে রাখা।
-
Courageously – সাহসে; নির্ভীকভাবে; সাহসীভাবে।
0
Updated: 1 month ago
The word ‘imbibe’ means :
Created: 5 months ago
A
to learn
B
To tinge
C
To drink
D
To acquire
Imbibe (verb)
English Meaning: To drink, especially alcoholic beverages; also to absorb or take in ideas, knowledge, or information.
Bangla Meaning: পান করা, হজম করা; শুষে নেওয়া; জ্ঞানে আত্মস্থ করা।
উদাহরণ:
-
তুমি কি আবার পান করেছো?
-
লোকটি যা বলছে তা মন দিয়ে শুনো এবং নিজের মধ্যে গ্রহণ করো।
অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দের অর্থ:
ক) To learn – শেখা বা জানা।
খ) To tinge – (রঙ দিয়ে) হালকা রঞ্জিত করা; সামান্য মিশ্রণ বা আভাস সৃষ্টি করা।
ঘ) To acquire – অর্জন করা; বিশেষ করে জ্ঞান বা দক্ষতা অর্জন।
তথ্যসূত্র:
-
ক্যামব্রিজ ডিকশনারি
-
কলিন্স ডিকশনারি
-
অ্যাকসেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)
0
Updated: 5 months ago
What is the English meaning of the noun "itinerary"?
Created: 2 months ago
A
A disorganized travel experience
B
A speech given to a large audience
C
A detailed plan or route of a journey
D
A sudden and unplanned decision
Word: Itinerary
-
English Meaning: A detailed plan or route of a journey.
-
Bangla Meaning: ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ
Synonyms:
-
Schedule – বিশেষত বিভিন্ন কাজের বিস্তারিত সময়সূচি; সময়তালিকা; তফসিল; অনুসূচি
-
Agenda – আলোচ্যসূচি
-
Route – পথ; যাত্রাপথ
Antonyms:
-
Spontaneity – স্বতঃস্ফূর্ত; আকস্মিকতা
-
Improvisation – প্রত্যুৎপন্নমতিত্ব; উদ্ভাবনা
-
Disorganization – অগ্রগতি বিঘ্নিত হওয়া; বিশৃঙ্খলা
Other Options:
-
ক) A disorganized travel experience – বিশৃঙ্খল ভ্রমণ অভিজ্ঞতা
-
খ) A speech given to a large audience – বড় দর্শকের সামনে ভাষণ
-
ঘ) A sudden and unplanned decision – আকস্মিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত
Example Sentences:
-
Before leaving for Europe, she shared her travel itinerary with her friends.
-
The tour guide handed out printed itineraries to all the tourists.
Correct Answer: A detailed plan or route of a journey
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
"Turn a deaf ear" means-
Created: 1 month ago
A
To give advice
B
To listen carefully
C
Having hearing problems
D
To refuse to listen
"Turn a deaf ear" means 'To refuse to listen'
Turn a deaf ear (idiom)
-
English Meaning: To ignore someone when they complain or ask for something; to refuse to listen.
-
Bangla Meaning: কর্ণপাত না করা / অগ্রাহ্য করা।
Example Sentences:
-
She kept turning a deaf ear to his parents' advice.
-
You can’t just turn a deaf ear when someone is in trouble.
0
Updated: 1 month ago