বর্তমানে পৃথিবীর কোন্ দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে?
A
সৌদি আরব
B
মালয়েশিয়া
C
সংযুক্ত আরব আমিরাত
D
ইতালি
উত্তরের বিবরণ
২০২৪ সালে বাংলাদেশের অভিবাসন পরিস্থিতি উল্লেখযোগ্য। মোট ১০ লাখ ১১,৮৬৯ জন কর্মী বিদেশে গিয়েছেন, যার মধ্যে ৯৫% শ্রমিকই পাঁচটি প্রধান দেশে প্রবেশ করেছেন।
প্রধান গন্তব্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত।
-
শীর্ষ গন্তব্য: সৌদি আরব
-
মোট অভিবাসনের ৬২.১৭% বা প্রায় ৬ লাখ ২৭ হাজার কর্মী সৌদি আরবে গেছেন।
-
দেশটিতে অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের চাহিদা অব্যাহত রয়েছে।
-
-
দ্বিতীয় বৃহত্তম গন্তব্য: মালয়েশিয়া
-
২০২৪ সালে মাত্র ৯৩ হাজার কর্মী মালয়েশিয়ায় গেছেন।
-
0
Updated: 1 month ago
ম্যানগ্রোভ কি?
Created: 2 months ago
A
কেওড়া বন
B
শালবন
C
উপকূলীয় বন
D
চিরহরিৎ বন
ম্যানগ্রোভ বন
ম্যানগ্রোভ বলতে সাধারণভাবে সেই বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায় যা জোয়ার-ভাটার সময় প্লাবিত হয়। অর্থাৎ, এটি এমন উপকূলীয় বন যেখানে জোয়ার-ভাটার কারণে জমি মাঝে মাঝে পানিতে ডুবে যায়। ম্যানগ্রোভ বন সাধারণত লবণাক্ত মাটিতে জন্মায়।
সুন্দরবন
-
সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন।
-
এর মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার।
-
বাংলাদেশের সুন্দরবন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার বিস্তৃত, যা মোট সুন্দরবনের প্রায় ৬২%।
-
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সঙ্গে সংলগ্ন।
-
প্রধান বৃক্ষ হলো সুন্দরী। এছাড়াও এখানে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি গাছ পাওয়া যায়।
-
১৮৭৮ সালে সুন্দরবনের পুরো এলাকা সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়।
-
৭ ডিসেম্বর, ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ৭৯৮তম ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হিসেবে ঘোষণা করে।
সূত্রঃ বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
Created: 2 months ago
A
১০০ : ১০৬
B
১০০ : ১০০.৬
C
১০০ : ১০০.৩
D
১০০ : ১০০
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন]
বাংলাদেশের সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী,
- নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন এবং পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন।
- নারী ও পুরুষের অনুপাত ১০০ : ১০০.৩।
--------------------
৬ষ্ঠ আদমশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশের:
মোট জনসংখ্যা (প্রাথমিক হিসাবে) : ১৬,৫১,৫৮,৬১৬
- পুরুষ জনসংখ্যা : ৮.১৭ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৩৩ কোটি।
চূড়ান্ত হিসাবে মোট জনসংখ্যা : ১৬,৯৮,২৮,৯১১)
- পুরুষ জনসংখ্যা : ৮.৪০ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৫৬ কোটি।
- পুরুষ-নারীর অনুপাত ৯৮ : ১০০।
তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
0
Updated: 2 months ago
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
Created: 2 months ago
A
ফরিদপুর
B
রংপুর
C
জামালপুর
D
শেরপুর
কৃষি পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী শীর্ষ উৎপাদনকারক অঞ্চলসমূহ
কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২৩ অনুযায়ী, পাট উৎপাদনের ক্ষেত্রে বিভাগ ও জেলা অনুসারে শীর্ষ স্থানগুলো হলো:
-
বিভাগ হিসেবে: ঢাকা বিভাগ সর্বোচ্চ পাট উৎপাদন করে, মোট ২৯,৪৬,৪৮৬ বেলস।
-
জেলা হিসেবে: ফরিদপুর জেলা সর্বোচ্চ পাট উৎপাদন করে, মোট ৯,৯১,৮৭৫ বেলস।
ধান, গম, ভূট্টা, তুলা, চা, তামাক এবং আলুর ক্ষেত্রে শীর্ষ জেলা সমূহ:
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
ভূট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর
উৎস: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২৩
0
Updated: 2 months ago