কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহিদ হন?
A
১৮ জানুয়ারি ১৯৬৯
B
২০ জানুয়ারি ১৯৬৯
C
২২ জানুয়ারি ১৯৬৯
D
২৪ জানুয়ারি ১৯৬৯
উত্তরের বিবরণ
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র আন্দোলন একটি ঐতিহাসিক রূপ নেয়, যেখানে শহীদ আসাদসহ অনেকের আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে তোলে।
-
১৯৬৯-এর গণঅভ্যুত্থান
-
আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন ১৯৬৮ সালের অক্টোবর মাসে শুরু হলেও ১৯৬৯ সালের জানুয়ারিতে তা তুঙ্গে ওঠে এবং মধ্য জানুয়ারিতে পূর্ণ গণআন্দোলনের রূপ নেয়।
-
ছাত্রসংগ্রাম পরিষদ দেশের সকল মৌলিক গণতন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানালে অনেকে সে আহ্বানে সাড়া দেন।
-
ছাত্র ও শিক্ষক সমাজ ছাত্রসংগ্রাম পরিষদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।
-
আইয়ুব খান পুলিশ, ইপিআর ও সেনাবাহিনী দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা চালান।
-
১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ)-এর নেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে শহীদ হলে আন্দোলন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
-
আন্দোলন আরও চরম আকার ধারণ করে যখন ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনের সময় পুলিশের গুলি ও বেয়নেট চার্জে মৃত্যুবরণ করেন।
-
-
উল্লেখযোগ্য তথ্য
-
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘এগারো দফা’ প্রণীত হয়।
-
এই আন্দোলনের মাধ্যমেই আইয়ুব খানের পতন ঘটে।
-
0
Updated: 1 month ago
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন] ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
Created: 2 months ago
A
১০০ : ১০৬
B
১০০ : ১০০.৬
C
১০০ : ১০০.৩
D
১০০ : ১০০
[তৎকালীন গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুগ্রহ করে বর্তমান তথ্য দেখে নিন]
বাংলাদেশের সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী,
- নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন এবং পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন।
- নারী ও পুরুষের অনুপাত ১০০ : ১০০.৩।
--------------------
৬ষ্ঠ আদমশুমারির তথ্যানুযায়ী বাংলাদেশের:
মোট জনসংখ্যা (প্রাথমিক হিসাবে) : ১৬,৫১,৫৮,৬১৬
- পুরুষ জনসংখ্যা : ৮.১৭ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৩৩ কোটি।
চূড়ান্ত হিসাবে মোট জনসংখ্যা : ১৬,৯৮,২৮,৯১১)
- পুরুষ জনসংখ্যা : ৮.৪০ কোটি
- নারী জনসংখ্যা : ৮.৫৬ কোটি।
- পুরুষ-নারীর অনুপাত ৯৮ : ১০০।
তথ্যসূত্র: ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
0
Updated: 2 months ago
‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
Created: 1 month ago
A
শ্রম বাজার
B
চাকুরি বাজার
C
স্টক মার্কেট
D
কৃষি বাজার
পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সাধারণত সেকেন্ডারি মার্কেট হিসাবে বিবেচনা করা হয়, যেখানে কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করা হয়। বাংলাদেশে এই বাজার পরিচালনার জন্য দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে।
-
ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE), প্রতিষ্ঠিত ১৯৫৪ সালে, কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে নারায়ণগঞ্জে। পরবর্তীতে ১৯৫৮ সালে ঢাকার মতিঝিলে স্থানান্তরিত হয়।
-
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE), প্রতিষ্ঠিত ১৯৯৫ সালে।
-
বাংলাদেশের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ ও তদারকি করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (BSEC), যা ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
-
এই কমিশনের মূল উদ্দেশ্য হলো গ্রাহকের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা এবং পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা।
0
Updated: 1 month ago
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন?
Created: 3 weeks ago
A
হাকিম আজমল খান
B
শেরে বাংলা এ, কে. ফজলুল হক
C
স্যার সলিমুল্লাহ
D
স্যার আব্দুর রহিম
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে নওয়াব স্যার সলিমুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ব্রিটিশ সরকারের কাছে এ বিষয়ে দেনদরবার করেন।
-
নওয়াব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।
-
তিনি রমনা এলাকায় নিজের জমি দান করে বিশ্ববিদ্যালয় স্থাপনের জায়গা নিশ্চিত করেন।
-
বঙ্গভঙ্গের পর ঢাকায় ‘সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ এবং ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক শিক্ষা সমিতির’ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখে।
-
তিনি ১৯০৫ সাল থেকেই সরকারের ওপর বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য চাপ প্রয়োগ করছিলেন।
-
১৯১২ সালের ২৯ জানুয়ারি লর্ড হার্ডিঞ্জ ঢাকায় এসে তিন দিন অবস্থান করেন।
-
৩১ জানুয়ারি নবাব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে একটি মানপত্র ও প্রস্তাব পেশ করে, যাতে পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়।
-
এর পরদিন, ২ ফেব্রুয়ারি ১৯১২ সালে, ভারত সরকার এক ইশতেহারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করে।
-
অবশেষে ১৯২১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়।
0
Updated: 3 weeks ago