Dare he speak the truth openly? Here 'dare' is used as -
A
Modal verb
B
Infinitive
C
Linking verb
D
Finite verb
উত্তরের বিবরণ
বাক্য Dare he speak the truth openly?-এ dare হলো Modal verb।
-
ব্যাখ্যা:
-
Need এবং Dare মূল verb হিসেবেও ব্যবহৃত হয়, আবার modal verb হিসেবেও। তাই এদের সাধারণ নাম semi-modals।
-
এই বাক্যে dare মূল verb নয়, বরং modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
Modal verb হিসেবে এটি subject (he) এবং base form of verb (speak) এর সাথে ব্যবহার হয়।
-
0
Updated: 1 month ago
Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentence : Travellers ____ their reservation well in advance if they want to visit the St. Martin's island.
Created: 2 months ago
A
had better to get
B
had to better get
C
had better get
D
had better got
সঠিক উত্তর: had better get
পূর্ণ বাক্য:
Travellers had better get their reservation well in advance if they want to visit the St. Martin's island.
বাংলা অর্থ:
যাত্রীদের উচিত আগে থেকেই রিজার্ভেশন নিশ্চিত করা, যদি তারা সেন্ট মার্টিন দ্বীপে যেতে চান।
Had better এর ব্যবহার
-
Had better এর পরে সবসময় verb-এর base form (মূল রূপ) ব্যবহৃত হয়।
-
এখানে had শব্দটি অতীতকালের মতো দেখালেও, এটি আসলে unreal past (অবাস্তব অতীত), যার দ্বারা বোঝানো হয় present বা future সময়ের উপদেশ/সতর্কতা।
-
অর্থ হয় "তবুও ভালো", "উচিত", বা "বরং করা ভালো"।
-
তাই, had better যুক্ত বাক্য অতীত নয়, বরং বর্তমান বা ভবিষ্যতের জন্য পরামর্শ বা সতর্কবার্তা প্রকাশ করে।
-
Had better এর পরে কখনোই to-infinitive বসে না।
বাক্যের গঠন (Structure)
Subject + had better / would better / had rather + verb-এর base form
উদাহরণ:
-
I had better meet him now.
(আমার এখনই তার সঙ্গে দেখা করা ভালো হবে।) -
You had better stay today.
(তোমার আজ থাকাই ভালো হবে।)
উৎস: Swan, Michael. Practical English Usage. Oxford University Press.
0
Updated: 2 months ago
'He contemplated marrying his cousin.' Here 'marrying' is a/an-
Created: 1 month ago
A
present participle
B
gerund
C
verb
D
infinitive
বাক্য ‘He contemplated marrying his cousin.’-এ marrying হলো একটি Gerund। কারণ এখানে contemplate একটি verb, আর marrying verb-এর object হিসেবে ব্যবহৃত হয়েছে। object সবসময় noun হয়, তাই verb+ing যখন noun-এর কাজ করে তখন সেটি gerund হয়।
Gerund:
-
Verb-এর সাথে ing যোগ হয়ে যদি noun-এর কাজ করে অর্থাৎ verb ও noun—উভয়ের বৈশিষ্ট্য বহন করে, তবে সেটিকে gerund বলে।
-
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun
-
এটি এমন একটি শব্দ যা verb থেকে তৈরি হয় কিন্তু noun-এর মতো কাজ করে।
-
Gerund কোনো action বর্ণনা করে না, বরং noun-এর ভূমিকা পালন করে।
Functions of the Gerund:
Gerund বিভিন্নভাবে বাক্যে ব্যবহৃত হয়, যেমন:
-
As subject: Rising early is a good habit.
-
As object: I like playing Badminton.
-
As an object of a preposition: The old woman is tired of walking.
-
As a complement of a verb: Working is earning.
0
Updated: 1 month ago
In which sentence 'like' is used as a preposition?
Created: 1 month ago
A
He likes to eat fish.
B
He laughs like his father does.
C
He climbed the tree like a cat.
D
Like minded people are necessary to start a business.
“He climbed the tree like a cat” বাক্যে “like”-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Preposition হিসেবে like:
-
এখানে like বোঝাচ্ছে “মত, রকম”, অর্থাৎ in the manner of, similarly to, having the characteristics of।
-
বাক্যের অর্থ: সে একটি বিড়ালের মতো গাছে উঠেছিল।
-
Like এখানে a cat (noun)-এর আগে অবস্থান করছে এবং বাক্যের অন্যান্য word-এর সাথে noun-এর সম্পর্ক স্থাপন করছে, তাই এটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
অন্য উদাহরণগুলোতে like-এর ব্যবহার:
-
He likes to eat fish.
-
এখানে like একটি verb, অর্থাৎ “পছন্দ করা”।
-
অনুবাদ: সে মাছ খেতে পছন্দ করে।
-
-
He laughs like his father does.
-
এখানে like conjunction হিসেবে ব্যবহার হয়েছে।
-
অর্থ: in the same way that; এই ক্ষেত্রে like একটি clause-এর সাথে আরেকটি clause সংযুক্ত করছে।
-
-
Like-minded people are necessary to start a business.
-
এখানে like একটি adjective হিসেবে compound adjective like-minded-এ ব্যবহৃত হয়েছে।
-
অর্থ: similar; এটি preposition নয়।
-
Source:
0
Updated: 1 month ago