The plural form of 'Tableau' -
A
Tableaus
B
Tableauax
C
Tableauxe
D
Both A & C
উত্তরের বিবরণ
Tableau হলো singular noun।
-
English Meaning: an arrangement of people who do not move or speak, especially on a stage, representing a scene, event, or view of life
-
Bangla Meaning: বিশেষত মঞ্চে জীবন্ত ব্যক্তি কর্তৃক নির্বাক বা নিষ্ক্রিয়ভাবে কোনো চিত্র বা দৃশ্যের রূপায়ণ; আকস্মিকভাবে উদ্ভূত নাটকীয় পরিস্থিতি; জীবন্ত চিত্রপট
-
Plural forms: tableaux, tableaus
0
Updated: 1 month ago
The number of trees planted in the park _____.
Created: 1 month ago
A
were Increased
B
Increase rapidly
C
have Increased
D
has Increased
Complete Sentence:
The number of trees planted in the park has increased.
বিশ্লেষণ:
-
এখানে বাক্যের subject হলো "The number of trees planted in the park"।
-
যদিও "trees planted in the park" plural, কিন্তু মূল subject হলো "The number", যা singular।
-
তাই verb হবে singular form (has increased)।
Grammar Rule:
-
The number of + plural noun → verb singular
-
A number of + plural noun → verb plural
উদাহরণ:
-
The number of students in the class has increased.
-
A number of students in the class have increased their efforts.
0
Updated: 1 month ago
In the sense of dead body, we may use the word-
Created: 1 week ago
A
Corps
B
Corpse
C
Crops
D
Cropse
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ‘Corpse’ শব্দটি মৃতদেহ বা মৃত ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো খ) Corpse।
‘Corpse’ একটি noun, যা সাধারণত মানবদেহের ক্ষেত্রে ব্যবহৃত হয় যখন ব্যক্তি মারা গেছে। উদাহরণস্বরূপ—The police found a corpse in the abandoned house. এখানে বোঝানো হচ্ছে যে পরিত্যক্ত ঘরে একটি মৃতদেহ পাওয়া গেছে।
অন্য বিকল্পগুলো ভুল বা অপ্রাসঙ্গিক:
-
‘Corps’ শব্দটি সাধারণত সামরিক বা বিশেষ দল বোঝাতে ব্যবহৃত হয়, যেমন Marine Corps। এটি মৃতদেহের অর্থে ব্যবহার হয় না।
-
‘Crops’ হলো ফসল বা চাষাবাদের ফলন, যেমন The farmer harvested the crops.
-
‘Cropse’ বানানভুল এবং কোনো ইংরেজি শব্দ হিসেবে স্বীকৃত নয়।
সুতরাং, অর্থ, বানান এবং প্রাসঙ্গিকতা অনুযায়ী মৃতদেহ বোঝাতে সঠিক শব্দ হলো ‘Corpse’।
0
Updated: 1 week ago
They prepared ___ lovely dinner for the guests.
Created: 2 months ago
A
a
B
an
C
the
D
Zero article
নিয়ম:
-
Meals-এর আগে সাধারণত a/an ব্যবহার করা হয় না।
-
উদাহরণ: I have breakfast at 8 a.m.
-
এখানে breakfast noun, কিন্তু সাধারণ নামের meal, তাই article লাগে না।
-
-
Meals-এর আগে যদি adjective থাকে, তাহলে a/an ব্যবহার করা হয়।
-
উদাহরণ: We had a good breakfast yesterday.
-
এখানে good adjective, তাই a লাগে।
-
Complete sentence:
-
They prepared a lovely dinner for the guests.
-
এখানে lovely adjective, তাই a বসানো হয়েছে।
Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
0
Updated: 2 months ago