A good title for the passage will be_____.
A
Telescope and exploration of the universe.
B
Digital telescope and exploration of the universe.
C
Astronomers and exploration of the universe.
D
Space exploration in the new millennium.
উত্তরের বিবরণ
The correct answer is - option খ) Digital telescope and exploration of the universe.
• The passage tells us about how modern digital telescopes have become and how they help astronomers to explore the world easily and efficiently.
- so "Digital telescope and exploration of the universe." is a suitable title for the passage.
• Option Explanation:
- সাধারণত, passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, - passage -এর মূল theme টি যেন focus করা হয়।
- অর্থাৎ, passage -এর প্রতিটি para ভালো করে পড়ে দেখতে হবে যে, passage টিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় বলা হয়েছে।
- অর্থাৎ, আবিষ্কারের ক্ষেত্রে digital telescope -এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
• সুতরাং, passage -এর বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় option (খ) ই সঠিক উত্তর।
0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
If I was you, I would not do this.
B
If I were you, I would not do this.
C
If I would be you, I will not do this.
D
If I was you, I will not do this.
সঠিক উত্তর হলো খ) If I were you, I would not do this। এটি একটি Second Conditional বাক্য, যা বর্তমানের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। "If I..." এর পরে যখন অবাস্তব কিছু বোঝানো হয়, তখন "was" নয়, "were" ব্যবহার করতে হয়; এটিকে subjunctive mood বলা হয়। এই ধরনের বাক্যে মূল clause-এ "would" ব্যবহার করা হয়, will নয়। "If I were you" বাক্যাংশটি পরামর্শ বা কল্পনাপ্রসূত বক্তব্য প্রকাশে প্রচলিত এবং সঠিক।
-
ক) If I was you, I would not do this
-
ভুল, কারণ "I" এর সঙ্গে অবাস্তব অবস্থা বোঝাতে were ব্যবহার করতে হয়।
-
-
গ) If I would be you, I will not do this
-
ভুল, কারণ "if"-clause এ কখনও would ব্যবহার হয় না এবং will এখানে অনুপযুক্ত।
-
-
ঘ) If I was you, I will not do this
-
ভুল, কারণ এখানে was ও will—উভয়ই Second Conditional-এর নিয়ম ভঙ্গ করছে।
-
0
Updated: 1 month ago
Choose the correctly spelt word:-
Created: 2 months ago
A
Superceed
B
Superseed
C
Supercede
D
Supersede
Supersede (verb-transitive)
English Meaning: To replace something older, less effective, or less important or official.
Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা: Buses have superseded carriages for long-distance travel.
Synonyms: Replace (প্রতিস্থাপন করা), Supplant (স্থান দখল করা), Override (পদদলিত করা বা অগ্রাহ্য করা), Displant (স্থানান্তর), Replace, (প্রতিস্থাপন)।
Antonyms: Keep (রাখা), Retain (অব্যাহত রাখা), Stay (থাকা), Retain (ধরে রাখা), Stay (থাকা), Submit (জমা দেয়া)।
Other Forms: Supersession [সূপাসেশ্ন্] (noun) নির্বতন; অপসারণ; নিরাকরণ; অপরের স্থানগ্রহণ।
Example Sentence:
1. Wireless broadband could supersede satellite radio one day.
2. This edition of the book supersedes the previous one.
Source: Live MCQ Lecture.
0
Updated: 2 months ago
Which one is the correct sentence?
Created: 1 month ago
A
You, he and me are good friends.
B
You, him and I are good friends.
C
He, you and I are good friends.
D
You, he and I are good friends.
সঠিক উত্তর হলো You, he and I are good friends. এখানে pronoun ব্যবহারের নিয়ম অনুসরণ করা হয়েছে। বিস্তারিতভাবে ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
I, You এবং He হলো Personal Pronoun এর উদাহরণ।
-
যখন First person, Second person এবং Third person একই বাক্যে ব্যবহৃত হয়, তখন সেগুলো বসানোর নির্দিষ্ট ক্রম থাকে।
-
নিয়ম অনুযায়ী, প্রথমে Second person, তারপর Third person এবং শেষে First person বসে।
-
এই নিয়মকে সংক্ষেপে 231-order বলা হয়।
-
উল্লিখিত অন্যান্য অপশনে (ক) ও (খ)-এ ভুল ছিল। Verb এর আগে সবসময় Pronoun এর Subjective form ব্যবহার করতে হয়। তাই Me এর পরিবর্তে I এবং Him এর পরিবর্তে He ব্যবহার করতে হবে।
-
(গ) অপশনে সঠিকভাবে Pronoun এর ক্রম মেনে লেখা হয়েছে। তাই সঠিক উত্তর হলো You, he and I are good friends.
0
Updated: 1 month ago