He feels happy today. Here 'feels' is -
A
Infinitive
B
Modal verb
C
Copulative verb
D
None of these
উত্তরের বিবরণ
বাক্য He feels happy today-এ ‘feels’ হলো Copulative verb বা Linking verb। এটি subject (He) এবং adjective (happy) কে সংযুক্ত করছে। Copulative verb সাধারণত subject-এর অবস্থা, গুণ বা পরিচয় নির্দেশ করে।
-
Linking verb / Copulative verb
-
Linking verb হলো সেই verb যা subject এবং subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে।
-
এরা নিজেরা কোনো action প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা, গুণ, পরিচয় বা পরিবর্তন বোঝায়।
-
Complement হিসেবে সাধারণত adjective বা noun বসে।
-
Linking/copulative verbs actionless।
-
-
Examples of Linking Verbs: be, become, look, seem, remain, appear, get, grow, feel
-
Examples:
-
The car looks fast.
-
My coffee remains hot.
-
He became a doctor.
-
He feels happy today.
-
-
Subjective Complement: Linking verb-এর পরে বসে subject-এর দোষ, গুণ, অবস্থা, পেশা বা পদবী প্রকাশ করে।
0
Updated: 1 month ago
Which of these can be used in both singular and plural contexts?
Created: 1 month ago
A
Genus
B
Species
C
Alumni
D
Parentheses
সঠিক উত্তর হলো Species।
-
Species
-
Bangla Meaning: প্রজাতি
-
ব্যবহার: একবচন ও বহুবচন উভয় ক্ষেত্রেই একই রূপ ব্যবহার হয়
-
উদাহরণ: Over a hundred species of insect are found in this area.
-
-
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Parentheses – plural; singular: Parenthesis (বন্ধনী)
-
Alumni – plural; singular: Alumnus (প্রাক্তন ছাত্র/ছাত্রী)
-
Genus – singular; plural: Genera (প্রকার/জাত/শ্রেণি)
-
0
Updated: 1 month ago
Choose the correct words to fill in the blank: Everybody hates a liar, _______ ?
Created: 1 week ago
A
doesn't he
B
don't he
C
don't they
D
isn't it
ব্যাখ্যা:
বাক্যটি হলো — “Everybody hates a liar, _______?”
এখানে “Everybody” হলো singular pronoun, কিন্তু ইংরেজিতে indefinite pronouns যেমন everybody, everyone, someone, nobody সাধারণত plural tag question ব্যবহার করে। তাই positive statement হলে negative tag হবে এবং verb হিসেবে plural form ব্যবহার করা হয়।
ব্যাকরণ বিশ্লেষণ:
-
Positive statement: Everybody hates a liar
-
Negative tag → don’t they?
-
Tag question গঠনের নিয়ম:
-
Positive sentence → negative tag
-
Negative sentence → positive tag
-
-
Indefinite pronouns (everybody, everyone) → plural pronoun in tag
ভুল বিকল্প বিশ্লেষণ:
-
(ক) doesn't he: ভুল, কারণ “he” singular pronoun, “everybody” এখানে plural sense-এ ব্যবহৃত হয়।
-
(খ) don't he: ভুল, singular subject-এ “do not” ব্যবহার হয় না।
-
(ঘ) isn't it: ভুল, কারণ এখানে “it” ব্যবহার করা যায় না; subject হল মানুষ।
উদাহরণ:
-
Everyone is happy, aren’t they? → সবাই খুশি, তাই না?
-
Somebody called you, didn’t they? → কেউ তোমাকে ফোন করেছে, তাই না?
বাংলা অনুবাদ:
“Everybody hates a liar, don’t they?” → সবার মিথ্যাবাদীকে ঘৃণা হয়, তাই না?
অতএব, অর্থ ও ব্যাকরণ অনুযায়ী সঠিক উত্তর হলো
0
Updated: 1 week ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 3 months ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 3 months ago