Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of -
A
Participle
B
Gerund
C
Finite verb
D
Modal verb
উত্তরের বিবরণ
Swimming শব্দটি বাক্যে subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি Gerund। Gerund হলো এমন একটি verb-এর -ing ফর্ম যা noun-এর মতো কাজ করে।
-
Complete sentence: Swimming regularly improves overall fitness.
-
Gerund-এর ব্যাখ্যা:
-
Verb এর সাথে -ing যুক্ত হয়ে যদি noun-এর কাজ করে, অর্থাৎ verb এবং noun-এর কাজ একসাথে করে, তাকে Gerund বলা হয়।
-
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun
-
Gerund কোনো action describe করে না, বরং noun-এর মতো আচরণ করে।
-
-
উদাহরণ:
-
Swimming is good for health.
-
She enjoys reading books.
-
We discussed going on a trip.
-
0
Updated: 1 month ago
Which of the following words can be used as a verb?
Created: 2 months ago
A
Mister
B
Master
C
Mistress
D
Mastery
Word: Master
কিছু ইংরেজি শব্দ noun এবং verb উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এ ক্ষেত্রে “Master” হলো এমন একটি শব্দ।
Noun হিসেবে Master
-
English Meaning: A man who has people working for him, especially servants or slaves.
-
Bangla Meaning: নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু।
-
Example Sentence: He acceded to his master's wishes.
-
উদ্দেশ্য: এখানে Master হলো একজন ব্যক্তি যিনি অন্যদের উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রাখেন।
Verb হিসেবে Master
-
English Meaning: Gain control of; overcome.
-
Bangla Meaning: আয়ত্ত করা, কোনোকিছুর প্রভু বা মালিক হওয়া; নিয়ন্ত্রণে আনা।
-
Example Sentence: I managed to master my fears.
-
উদ্দেশ্য: এখানে Master হলো কোনো দক্ষতা বা বিষয়কে পুরোপুরি আয়ত্ত করার ক্রিয়া।
অন্যান্য সংশ্লিষ্ট শব্দ
-
Mistress (noun): গৃহকর্ত্রী বা কোনো নারীর নিয়ন্ত্রণকারী।
-
Mister (noun): জনাব; কোনো পুরুষের সম্মানসূচক খেতাব।
-
Mastery (noun): সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা দক্ষতা; ওস্তাদি।
Sources: Accessible Dictionary by Bangla Academy, Oxford Learner's Dictionary, Collins Dictionary, Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
The girl _____ be innocent.
Created: 2 months ago
A
appeared into
B
appeared to
C
accused to
D
appeared in
• Correct answer: The girl appeared to be innocent.
• Appeared to (Appropiate Preposition):
- Meaning: মনে হওয়া/ মনে পড়া/ দেখাতে লাগা।
- কারো সম্পর্কে কোনো ধারণা দেয়া বোঝাতে ব্যবহৃত হয়।
উল্লিখিত বাকি অপশনগুলো,
Appeared into:
- appear into এই শব্দজোড়াটি সাধারণত ব্যবহারযোগ্য নয়।
- "Appear" (প্রকাশ পাওয়া/ দেখা যাওয়া) এর সঙ্গে "into" বসে না, To বসে।
Accused to:
- "Accused" এর সঙ্গে to বসে না।
- সঠিক Preposition ব্যবহার হলো of.
- Accuse of - কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা।
Appeared in: "Appeared in" is used when talking about someone showing up in a place or publication (like "appeared in court" or "appeared in a movie"), but it doesn’t fit here.
0
Updated: 2 months ago
The word 'ecological' is related to -
Created: 3 months ago
A
Demography
B
Pollution
C
Atmosphere
D
Environment
‘Ecological’ শব্দের অর্থ
‘Ecological’ শব্দের অর্থ হলো বাস্তুসংস্থান বা পরিবেশ সম্পর্কিত।
‘Environment’ শব্দের অর্থ
‘Environment’ মানে পরিবেশ।
প্রশ্নে দেওয়া অন্যান্য শব্দের অর্থ:
-
Demography: জনসংখ্যা সংক্রান্ত তথ্য বা জনসংখ্যাতত্ত্ব।
-
Pollution: দূষণ।
-
Atmosphere: বায়ুমন্ডল।
সূত্র: Accessible Dictionary, বাংলা একাডেমি।
0
Updated: 3 months ago