He need not ____ the work today.
A
to finish
B
finished
C
finish
D
finishes
উত্তরের বিবরণ
Complete sentence: He need not finish the work today.
-
ব্যাখ্যা:
-
Negative sentence-এ যখন need modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়, তখন need এর পরে not আসে এবং to infinitive ব্যবহার করা হয় না।
-
অর্থাৎ, need not + base verb structure ব্যবহৃত হয়।
-
এই ক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
-
-
Need-এর ব্যবহার:
-
Need বাক্যে মূল verb হিসেবেও ব্যবহার হয় এবং modal হিসেবেও, তাই এর সাধারণ নাম semi-modal।
-
Negative বা অবশ্যমূলক না বোঝাতে mostly need not ব্যবহার করা হয়।
-
-
উদাহরণ:
-
You needn’t take off your shoes.
-
You need not spend a lot of money on presents.
-
-
ভুল অপশনগুলো:
-
to finish — modal “need” হলে “to” লাগে না
-
finished — past participle, এখানে ভুল
-
finishes — need এর সাথে কখনো s/es যুক্ত হয় না
-
0
Updated: 1 month ago
The word 'permissive' implies-
Created: 2 months ago
A
humble
B
law-abiding
C
liberal
D
submissive
শব্দ: Permissive
ইংরেজি অর্থ: একজন ব্যক্তি বা সমাজ যারা এমন আচরণকে অনুমতি দেয় যা অন্যরা নাপছন্দ করতে পারে; বিশেষ করে যৌন বা সামাজিক বিষয়ে স্বাধীনতা দেখানো।
বাংলা অর্থ: অনুমতিদায়ক; এমন ব্যক্তি যিনি কাউকে কিছু করার অনুমতি দেন, কিন্তু তা করতে আদেশ দেন না।
বিকল্প শব্দসমূহ:
ক) humble – বিনয়ী, নম্র।
খ) law-abiding – আইন মান্যকারী।
গ) liberal – উদার, মুক্তহস্ত, সদাশয়।
ঘ) submissive – অনুগত, বাধ্য।
উত্তর: liberal ✅
বুঝার সহজ উপায়: 'Permissive' হলো এমন একজন ব্যক্তি বা মনোভাব যিনি অন্যদের অনেক কিছু করার অনুমতি দেন বা সহজভাবে মেনে নেন। এটি মূলত উদার বা মুক্তচিন্তার সমার্থক।
সূত্র: Cambridge Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
G. B. Shaw is a/an -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
British author
D
Scottish author
G. B. Shaw
-
পুরো নাম: George Bernard Shaw
-
তিনি Modern Period এর নাট্যকার।
-
একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
১৯২৫ সালে তিনি Nobel Prize পান।
G. B. Shaw-এর বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession (Play)
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc
উৎস:
0
Updated: 1 month ago
Which is the antonym of “skeptical”?
Created: 1 month ago
A
Cautious
B
Emission
C
Credulous
D
Torison
• সঠিক উত্তর: গ) credulous.
• Skeptical
- Bangla Meaning: সন্দেহপ্রবণ।
- English Meaning: as in suspicious.
গ) Credulous
- Bangla Meaning: সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ।
- English Meaning: ready to believe especially on slight or uncertain evidence.
Other options:
ক) Cautious
- Bangla Meaning: সতর্ক।
- English Meaning: careful about avoiding danger or risk.
খ) Emission
- Bangla Meaning: প্রেরণ; নিক্ষেপ; নির্গতকরণ।
- English Meaning: an act or instance of emitting : emanation.
ঘ) Torsion
- Bangla Meaning: পাকানো অথবা পাকানোর প্রক্রিয়া।
- English Meaning: the twisting of a bodily organ or part on its own axis.
0
Updated: 1 month ago