He need not ____ the work today.
A
to finish
B
finished
C
finish
D
finishes
উত্তরের বিবরণ
Complete sentence: He need not finish the work today.
-
ব্যাখ্যা:
-
Negative sentence-এ যখন need modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়, তখন need এর পরে not আসে এবং to infinitive ব্যবহার করা হয় না।
-
অর্থাৎ, need not + base verb structure ব্যবহৃত হয়।
-
এই ক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
-
-
Need-এর ব্যবহার:
-
Need বাক্যে মূল verb হিসেবেও ব্যবহার হয় এবং modal হিসেবেও, তাই এর সাধারণ নাম semi-modal।
-
Negative বা অবশ্যমূলক না বোঝাতে mostly need not ব্যবহার করা হয়।
-
-
উদাহরণ:
-
You needn’t take off your shoes.
-
You need not spend a lot of money on presents.
-
-
ভুল অপশনগুলো:
-
to finish — modal “need” হলে “to” লাগে না
-
finished — past participle, এখানে ভুল
-
finishes — need এর সাথে কখনো s/es যুক্ত হয় না
-
0
Updated: 1 month ago
Who wrote the novel 'The Rainbow'?
Created: 1 month ago
A
Joseph Conrad
B
H. G. Wells
C
James Joyce
D
D. H. Lawrence
The novel: The Rainbow
-
এটি D. H. Lawrence রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই যৌন উপাদানের কারণে এটি obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নিষিদ্ধও করা হয়।
-
উপন্যাসটি আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে দ্বন্দ্ব এবং মানব মননের উপর এর প্রভাবকে কেন্দ্র করে লেখা।
-
লেখক বিবাহের মতো প্রথাকে ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা করেছেন।
-
Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু।
D. H. Lawrence (1885–1930)
-
পুরো নাম: David Herbert Lawrence
-
তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
তার উল্লেখযোগ্য প্রভাবশালী উপন্যাসসমূহ তাকে ২০শ শতাব্দীর একজন প্রধান ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Famous Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
'After lunch we went for a leisurely stroll'. Here 'leisurely' is a /an-
Created: 3 weeks ago
A
adverb
B
adjective
C
noun
D
conjunction
বাক্যটি “After lunch we went for a leisurely stroll”–এ ‘leisurely’ শব্দটি এখানে adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি noun ‘stroll’-কে বর্ণনা করছে, অর্থাৎ হাঁটার ধরনটি কেমন ছিল তা বোঝাচ্ছে—একটি শান্ত, ধীর এবং নিরুদ্বেগ হাঁটা।
-
‘Leisurely’ শব্দটি noun ‘stroll’-এর আগে বসে সেটির গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে।
-
কোনো শব্দ যদি noun-কে modify করে, তবে সেটি adjective হিসেবে কাজ করে।
-
এখানে ‘leisurely’ বলতে বোঝানো হয়েছে “relaxed” বা “unhurried”, অর্থাৎ তাড়াহুড়া ছাড়া হাঁটা।
অর্থ ও প্রয়োগ:
-
Leisurely (Adjective): কাজ বা কাজের ধরন যখন ধীরগতির, নিশ্চিন্ত বা শান্তভাবে সম্পন্ন হয়।
-
English meaning: acting or done at leisure; unhurried or relaxed.
-
Bangla meaning: ব্যস্ততাহীন, নিশ্চিন্ত বা আরামদায়ক।
-
-
Leisurely (Adverb): কাজ করার ধরণ যখন ধীরে বা মন্থরভাবে হয়।
-
English meaning: without haste; deliberately.
-
Bangla meaning: ধীরে ধীরে; ব্যস্ততাহীনভাবে।
-
0
Updated: 3 weeks ago
I had written the book. (Passive Voice)
Created: 2 months ago
A
The book was written by me.
B
The book had been written by me.
C
The book is written by me.
D
The book has been written by me.
Correct Answer
The book had been written by me. ✅
Explanation:
-
Past Perfect Tense এর Active Voice কে Passive Voice এ পরিবর্তনের নিয়ম:
-
Object → Subject হয়
-
had been বসে
-
মূল verb এর Past Participle বসে
-
by বসে
-
Subject → Objective form এ রূপ নেয়
-
Structure:
👉 Subjective form of object + had been + Past Participle + by + Objective form of subject
Example:
-
Active: I had written the book.
-
Passive: The book had been written by me.
Other Options
ক) The book was written by me. → এটি Simple Past Passive। মূল বাক্য Past Perfect, তাই ভুল।
গ) The book is written by me. → এটি Simple Present Passive। ভিন্ন অর্থ প্রকাশ করে।
ঘ) The book has been written by me. → এটি Present Perfect Passive। মূল বাক্যের সাথে মেলে না।
0
Updated: 2 months ago