Tourists were envious _____ the locals who lived by the beach all year.
A
to
B
on
C
of
D
with
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক preposition হলো of, যা কোনো বিষয়ে কারও প্রতি হিংসা বা ইর্ষা বোঝাতে ব্যবহার হয়।
-
Complete Sentence: Tourists were envious of the locals who lived by the beach all year.
-
Envious of
-
English Meaning: feeling jealous or resentful of someone or something
-
Bangla Meaning: হিংসুক; পরশ্রীকাতর
-
-
অর্থাৎ, কোনো বিষয়ে কারোর প্রতি হিংসা বা ইর্ষা প্রকাশ করতে envious এর পরে of বসানো হয়।
-
Example sentences:
-
I'm very envious of your new coat – it's beautiful.
-
We should not be envious of others' successes.
-
0
Updated: 1 month ago
There is no hard and fast rule in fight club.
The underlined phrase is-
Created: 2 months ago
A
Prepositional phrase
B
Adjective phrase
C
Verbal phrase
D
Adverbial phrase
- Hard and fast
- Bangla Meaning: বাঁধা-ধরা; অপরিবর্তনীয়ভাবে বিধিবদ্ধ; বাঁধাধরা।
- English Meaning: not to be modified or evaded : strict.
• Other options:
ক) Prepositional phrase:
- এতে সাধারণত একটি preposition (on, in, of) এবং একটি object থাকে।
- উদাহরণ: in fight club → এটি একটি prepositional phrase.
- কিন্তু hard and fast rule তেমন নয়।
গ) Verbal phrase:
- এতে verb বা verb-এর রূপ (e.g., going, to eat) থাকে।
- এখানে কোনও verb phrase নেই।
ঘ) Adverbial phrase:
- এটি verb বা adjective-কে modify করে।
- “Hard and fast rule” কোনো verb-কে modify করছে না, বরং noun “rule”-কে modify করছে।
0
Updated: 2 months ago
The ceiling was embellished ____ flowers and leaves.
Created: 2 months ago
A
of
B
in
C
on
D
with
Complete Sentence:
The ceiling was embellished with flowers and leaves.
Embellish
-
English Meaning: to make something more beautiful by adding something to it.
-
Bangla Meaning: সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।
Embellished [with]
-
"অলংকৃত করা" অর্থে Embellished এর সাথে সবসময় with preposition ব্যবহৃত হয়।
-
তাই শূন্যস্থানে with বসানোই সঠিক।
Source:
-
Accessible Dictionary
-
Cambridge Dictionary
0
Updated: 2 months ago
Exercise regularly in order to stay fit. (compound)
Created: 1 month ago
A
Exercise regularly and you will stay fit.
B
Exercise regularly or stay fit.
C
Exercise regularly but stay fit.
D
Regular exercise and should stay fit.
সঠিক উত্তর হলো – ক) Exercise regularly and you will stay fit.
Simple → Compound রূপান্তরের নিয়ম:
-
Simple sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win) কোনো উদ্দেশ্য প্রকাশ করে, অথবা in order to ব্যবহৃত হয়, তাহলে Compound sentence-এ রূপান্তরের সময়:
-
to + verb থাকলে "to" বাদ দিতে হবে এবং বাক্যের প্রথম অংশকে Imperative Sentence হিসেবে রূপান্তর করতে হবে।
-
এরপর and (you will) বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশ যুক্ত করতে হবে।
-
in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় and (you will) বসাতে হবে।
-
Examples:
-
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed. -
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money. -
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options ব্যাখ্যা:
-
খ) Exercise regularly or stay fit. → "or" ব্যবহারে অর্থ দাঁড়ায়: নিয়মিত ব্যায়াম করো নয়তো ফিট থাকো; মূল বাক্যের অর্থের সাথে মেলে না।
-
গ) Exercise regularly but stay fit. → "but" ব্যবহার অনর্থক; এখানে কোনো বিপরীত ভাব নেই।
-
ঘ) Regular exercise and should stay fit. → ব্যাকরণগতভাবে ভুল; “and should stay fit” অংশের আগে subject নেই।
0
Updated: 1 month ago