Birds of ___ feather flock together.
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
• Article:
- A, An & The কে article বলে। এরা
noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন:
1. Indefinite: A, An 2. Definite: The
• Article এর নিয়মানুযায়ী,
সমজাতীয় কিছু(the
same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে
a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.

0
Updated: 1 day ago
To doctor an animal means-
Created: 1 week ago
A
To treat it
B
To sterilize it
C
To poison it
D
To cure it
Doctor শব্দের অর্থ ও ব্যবহার নিয়ে Cambridge Dictionary এবং বাংলা একাডেমি উভয়ই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। Cambridge Dictionary অনুসারে doctor (verb) প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হলে এর অর্থ হলো প্রাণীর প্রজনন অঙ্গ সরিয়ে দেওয়া,
যাতে সেটি আর বংশবিস্তার করতে না পারে। বাংলা একাডেমির Accessible Dictionary-তে doctor শব্দটি ক্রিয়া হিসেবে কয়েকটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে।
তথ্যগুলো হলো–
-
Cambridge Dictionary অনুযায়ী:
-
Doctor (verb) প্রাণীর ক্ষেত্রে অর্থ দাঁড়ায় প্রাণীর যৌন অঙ্গ অপসারণ করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
বাংলা অর্থ: (কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগলকে খাসি করা: to doctor a tomcat।
-
-
বাংলা একাডেমির Accessible Dictionary অনুযায়ী:
-
(কথ্য) চিকিৎসা করা; বিড়াল বা ছাগল ইত্যাদিকে খাসি করা: to doctor a tomcat।
-
ভেজাল মেশানো।
-
(লাক্ষণিক) হিসাবপত্র জাল করা।
-
-
Options এর অর্থ:
-
ক) treat: ওষুধ, ব্যায়াম ইত্যাদির মাধ্যমে কারও রোগ সারানো বা আঘাত নিরাময় করা।
-
খ) sterilize: কারও উপর চিকিৎসা-সংক্রান্ত অপারেশন করা, যাতে সে সন্তান জন্ম দিতে না পারে।
-
গ) poison: বিষ প্রয়োগের মাধ্যমে মানুষ বা প্রাণীকে হত্যা করা বা অসুস্থ করা।
-
ঘ) cure: অসুস্থ মানুষকে আবার সুস্থ করে তোলা।
-
অতএব, doctor an animal বললে মূলত to sterilize it বোঝানো হয়।

0
Updated: 1 week ago
Oh no! We are hit.
Underlined part is-
Created: 1 month ago
A
Adverbial Phrase
B
Interjectional phrase
C
Prepositional phrase
D
Exclamatory phrase

0
Updated: 1 month ago
Transform it into passive voice:
They are watching a movie.
Created: 4 days ago
A
A movie watched by them.
B
A movie is watched by them.
C
A movie was being watched by them.
D
A movie is being watched by them.
এই প্রশ্নে Active থেকে Passive Voice-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— A movie is being watched by them.
-
Active voice: They are watching a movie.
-
এটি Present Continuous Tense, কারণ এখানে “are watching” ব্যবহৃত হয়েছে।
-
Passive voice-এ Present Continuous রূপ হয়: am/is/are + being + past participle (V3)।
-
তাই বাক্যটির passive হবে: A movie is being watched by them.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) A movie watched by them → এখানে auxiliary verb (is/being) অনুপস্থিত, তাই ভুল।
-
খ) A movie is watched by them → এটি Present Simple tense হয়ে গেছে, Present Continuous নয়।
-
গ) A movie was being watched by them → এটি Past Continuous tense বোঝাচ্ছে, যা মূল বাক্যের সাথে মেলে না।

0
Updated: 4 days ago