Birds of ___ feather flock together.
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
Article হলো এমন শব্দ যা noun কে qualify করে এবং ইংরেজিতে এটি তিনটি: A, An ও The। Article দুই প্রকারে বিভক্ত:
-
Indefinite article: A, An
-
Definite article: The
Article-এর ব্যবহার অনুযায়ী নিয়ম:
-
সমজাতীয় কিছু বোঝাতে যেমন the same, the certain অর্থ প্রকাশ করার জন্য singular common noun-এর পূর্বে a/an ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
Birds of a feather flock together.
-
Criminals are of a (the same) character.
-
There lived a farmer.
0
Updated: 1 month ago
The word 'Shrug' indicating doubt or indifference is associated with-
Created: 2 months ago
A
shoulders
B
head
C
forehead
D
eyebrows
Shrug (verb-transitive)
English Meaning:
To lift your shoulders slightly for a moment to show that you don’t know something, don’t care, or feel unsure.
Bangla Meaning:
কাউকে কিছু না বলতে বা বুঝাতে কাঁধ সামান্য তুলা বা না বোঝার ভঙ্গিতে কাঁধ ঝাঁকানো।
• Example Sentences:
-
আমি ওকে জিজ্ঞেস করলাম ফাহিম কোথায়, কিন্তু সে শুধু কাঁধ ঝাঁকালো (মানে সে কিছুই জানে না বা বলতে চায় না) আর কিছু বলল না।
-
জিমি প্রশ্নভরা চোখে পিটের দিকে তাকালো, কিন্তু পিট কাঁধ ঝাঁকাল মাত্র।
Source: Oxford Learner's Dictionary এবং বাংলা একাডেমির সহজপাঠ অভিধান
0
Updated: 2 months ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 2 months ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.
0
Updated: 2 months ago
What is the meaning of “Lethargic”?
Created: 2 months ago
A
Energetic
B
Drowsy
C
Active
D
Brave
Correct Answer
খ) Drowsy ✅
Explanation:
-
Lethargic (Adj)
-
Bangla Meaning: অস্বাভাবিকভাবে নিদ্রালু, জড়িমাগ্রস্ত, অলস, নিশ্চেষ্ট।
-
English Meaning: characterized by laziness or lack of energy; sluggish.
-
-
Drowsy (Adj)
-
Bangla Meaning: তন্দ্রালু, অলস, নিষ্ক্রিয়; নিদ্রা উদ্রেক করে এমন।
-
English Meaning: ready to fall asleep.
-
Other Options
ক) Energetic → অনলস, প্রচুর শক্তি থাকা।
গ) Active → সক্রিয়, কর্মিষ্ঠ, ক্রিয়াশীল।
ঘ) Brave → সাহসী, নির্ভীক।
0
Updated: 2 months ago