Birds of ___ feather flock together.
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
Article হলো এমন শব্দ যা noun কে qualify করে এবং ইংরেজিতে এটি তিনটি: A, An ও The। Article দুই প্রকারে বিভক্ত:
-
Indefinite article: A, An
-
Definite article: The
Article-এর ব্যবহার অনুযায়ী নিয়ম:
-
সমজাতীয় কিছু বোঝাতে যেমন the same, the certain অর্থ প্রকাশ করার জন্য singular common noun-এর পূর্বে a/an ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
Birds of a feather flock together.
-
Criminals are of a (the same) character.
-
There lived a farmer.
0
Updated: 1 month ago
She seems to work harder when she's in ____ bad temper.
Created: 1 month ago
A
a
B
an
C
the
D
No article
বাক্য "She seems to work harder when she's in a bad temper" এর অর্থ হলো যখন তার মেজাজ খারাপ থাকে, তখন সে আরও বেশি পরিশ্রম করে বলে মনে হয়।
-
be in a bad, foul, etc. temper: ইংরেজিতে অর্থ হলো to be feeling angry। বাংলায় অর্থ রাগ অনুভব করা বা মেজাজ খারাপ থাকা।
-
কিছু কিছু phrase-এ article হিসেবে a/an ব্যবহার করা হয়, যেমন: in a hurry, in a nutshell, in a fix, in a bad temper ইত্যাদি।
0
Updated: 1 month ago
Who of the following is an American writer?
Created: 1 month ago
A
Oscar Wilde
B
D. H. Lawrence
C
William Sydney Porter
D
W. Somerset Maugham
William Sydney Porter, যিনি O. Henry নামে খ্যাত, একজন বিখ্যাত আমেরিকান ছোটগল্পকার ছিলেন, যিনি ১৯ শতকের শেষ ভাগ ও ২০ শতকের শুরুর দিকে সাহিত্যজগতে তার চমকপ্রদ ও মানবিক গল্পগুলোর জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন।
-
O. Henry (1862-1910): তাঁর প্রকৃত নাম William Sydney Porter।
-
তিনি লেখালেখি শুরু করেছিলেন জেলখানায় থাকার সময়, যেখানে তিনি ব্যাংকে হিসাবরক্ষণের ভুলের কারণে ছিলেন।
-
"O. Henry" নামটি তার ছদ্মনাম (pen name)।
-
তিনি প্রধানত নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন নিয়ে গল্প লিখতেন।
-
তার গল্পগুলোতে হাস্যরস, কাকতালীয়তা এবং চমকপ্রদ উপসংহার দেখা যায়।
-
বিশিষ্ট ছোটগল্পসমূহ:
-
Heart of the West
-
The Gift of the Magi
-
The Last Leaf
-
The Ransom of Red Chief
-
The Furnished Room
-
The Trimmed Lamp
-
The Four Million
-
Whirligigs
-
The Voice of the City
-
Source:
0
Updated: 1 month ago
“The jury delivered its verdict after hours of discussion.” Here the "jury" is a/an
Created: 2 months ago
A
Collective noun
B
Common noun
C
Proper noun
D
Countable noun
সঠিক উত্তর: ক) Collective noun
Collective Noun:
-
যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বোঝায়, তাকে collective noun বলা হয়।
উদাহরণসমূহ:
-
flock – ঝাঁক
-
band – দল
-
cavalry – অশ্বারোহী সৈন্যদল
-
herd – পাল
-
jury – বিচারসভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ
-
crowd – জনতা
-
gang – দল
-
team – দল
-
party – দল
-
infantry – পদাতিক সৈন্যদল
-
fleet – রণতরীর বহর
-
navy – নৌসেনাদল
-
audience – শ্রোতৃবর্গ
-
committee – সভাসদবর্গ
-
group – দল
অন্যান্য বিকল্প:
1. Common Noun:
-
যে সব noun দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বোঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝানো হয়।
-
উদাহরণ: village, city, sheep, children, infant, river, book, boy, girl ইত্যাদি।
2. Proper Noun:
-
যে noun দ্বারা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান বা পদবী বোঝানো হয়।
-
উদাহরণ: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
3. Countable Noun:
-
যে noun গুলোকে সংখ্যায় গণনা করা যায়।
-
উদাহরণ: pen, book, table, newspaper ইত্যাদি।
উৎস: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago