She has been ill _____ last Monday.
A
for
B
from
C
since
D
None of the above
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -
since.
- Complete Sentence: She has been ill since last Monday.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
• Example sentences:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.
• অন্যদিকে,
- 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago
Choose the correct sentence:
Created: 2 weeks ago
A
We elected him the chairman.
B
We elected him chairman.
C
We elected him as chairman.
D
We elected him to be chairman.
সঠিক উত্তর: খ) We elected him chairman
Grammar Rule: Complement-এর আগে "the" ব্যবহার না করা
-
কিছু verbs যেমন select, elect, appoint, make, nominate, crown এর পর object-এর complement-এর আগে article "the" সাধারণত বসে না।
উদাহরণ:
-
Incorrect: We elected him the chairman.
-
Correct: We elected him chairman
-
Incorrect: They selected me the captain
-
Correct: They selected me captain
তবে নির্দিষ্ট অর্থে "the" ব্যবহার করা যায়:
We made him the chairman of the meeting
অন্যান্য বিকল্পের ব্যাখ্যা
-
ক) We elected him the chairman:
-
Grammar অনুযায়ী এখানে "the" অপ্রয়োজনীয়।
-
-
গ) We elected him as chairman:
-
"Elect + object + as + complement" গঠন standard ইংরেজিতে ভুল।
-
-
ঘ) We elected him to be chairman:
-
"To be" phrase ছাড়া বাক্যের অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা সম্ভব।
-
উৎস: A Passage to the English Language – S.M. Zakir Hussain

0
Updated: 2 weeks ago
Exercise regularly in order to stay fit. (compound)
Created: 4 days ago
A
Exercise regularly and you will stay fit.
B
Exercise regularly or stay fit.
C
Exercise regularly but stay fit.
D
Regular exercise and should stay fit.
সঠিক উত্তর হলো – ক) Exercise regularly and you will stay fit.
Simple → Compound রূপান্তরের নিয়ম:
-
Simple sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win) কোনো উদ্দেশ্য প্রকাশ করে, অথবা in order to ব্যবহৃত হয়, তাহলে Compound sentence-এ রূপান্তরের সময়:
-
to + verb থাকলে "to" বাদ দিতে হবে এবং বাক্যের প্রথম অংশকে Imperative Sentence হিসেবে রূপান্তর করতে হবে।
-
এরপর and (you will) বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশ যুক্ত করতে হবে।
-
in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় and (you will) বসাতে হবে।
-
Examples:
-
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed. -
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money. -
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options ব্যাখ্যা:
-
খ) Exercise regularly or stay fit. → "or" ব্যবহারে অর্থ দাঁড়ায়: নিয়মিত ব্যায়াম করো নয়তো ফিট থাকো; মূল বাক্যের অর্থের সাথে মেলে না।
-
গ) Exercise regularly but stay fit. → "but" ব্যবহার অনর্থক; এখানে কোনো বিপরীত ভাব নেই।
-
ঘ) Regular exercise and should stay fit. → ব্যাকরণগতভাবে ভুল; “and should stay fit” অংশের আগে subject নেই।

0
Updated: 4 days ago
Birds of ___ feather flock together.
Created: 1 day ago
A
a
B
an
C
the
D
No article
• Article:
- A, An & The কে article বলে। এরা
noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন:
1. Indefinite: A, An 2. Definite: The
• Article এর নিয়মানুযায়ী,
সমজাতীয় কিছু(the
same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে
a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.

0
Updated: 1 day ago