শূন্যস্থানে সঠিক preposition হলো since, যা নির্দিষ্ট সময়কাল বা মুহূর্ত নির্দেশ করতে ব্যবহার হয়। এটি মূলত সেই সময়ের সূচক হিসেবে কাজ করে যেটি থেকে কোনো ঘটনা শুরু হয়েছে।
-
Complete Sentence: She has been ill since last Monday.
-
Since এর ব্যবহার:
-
নির্দিষ্ট point of time এর পূর্বে since বসে।
-
Point of time হলো সেই সময়কাল যা এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা মাপা যায় এবং কোনো মুহূর্ত বা নির্দিষ্ট সময়কে নির্দেশ করে।
-
উদাহরণ: গত সোমবার, গত সপ্তাহ, মাস, বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
-
-
Example sentences:
-
Mr. Rahim has been absent from the office since Friday last.
-
I have been living in Comilla since 2019.
-
-
For vs Since:
-
For ব্যবহৃত হয় period of time, অর্থাৎ অনির্দিষ্ট সময় বা সময়সীমা বোঝাতে।
-
উদাহরণ: I have been waiting for two hours.
-