Wizard শব্দটি পুরুষের জাদুকরের জন্য ব্যবহৃত হয়, এবং এর নারী রূপ হিসেবে Witch শব্দটি ব্যবহৃত হয়, যা ডাইনি বা মোহিনী নারীর অর্থ প্রকাশ করে।
-
Wizard (Masculine gender) – জাদুকর
-
Feminine form: Witch – ডাইনি / মোহিনী নারী
Wizard is a ______ gender.
A
masculine
B
feminine
C
neuter
D
common
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 2 months ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
• Complete Sentence:
English: They finally agreed to join the project.
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
Subject হিসেবে
Object of a verb হিসেবে
Object of a preposition হিসেবে
Subject complement হিসেবে
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
She had to make the long trek ____ foot.
Created: 1 month ago
A
on
B
by
C
in
D
with
Complete Sentence:
She had to make the long trek on foot.
On foot (Phrase):
Meaning: Walking rather than traveling by car or using other transport.
If you go somewhere on foot, you walk there.
অর্থাৎ, যানবাহন ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়।
Example:
It takes about 30 minutes on foot, or 10 minutes by car.
0
Updated: 1 month ago
Which part of a letter contains the sender’s address and the date?
Created: 2 months ago
A
Salutation
B
Heading
C
Body
D
Closing
খ) Heading ✅
Explanation:
চিঠির উপরের অংশে যেখানে প্রেরকের ঠিকানা ও তারিখ লেখা থাকে, সেটাকে Heading বলা হয়।
ক) Salutation → চিঠির অভিবাদন, যেমন: Dear Sir.
গ) Body → চিঠির মূল অংশ, যেখানে বার্তার বিস্তারিত লেখা হয়।
ঘ) Closing → চিঠির শেষের অংশ, যেখানে বিদায়মূলক শব্দ যেমন: Yours sincerely লেখা হয়।
0
Updated: 2 months ago