The feminine form of 'Stag' is -
A
Hind
B
Sow
C
Ewe
D
Ram
উত্তরের বিবরণ
শব্দ ও লিঙ্গ ব্যাখ্যা অনুযায়ী:
-
Stag (Masculine gender) – পুরুষ হরিণ
-
Feminine gender: Hind
-
-
Ewe (Feminine gender) – স্ত্রী ভেড়া / ভেড়ী
-
Masculine gender: Ram
-
-
Sow (Feminine gender) – পূর্ণবয়স্ক শূকরী
-
Masculine gender: Boar (বন্য মর্দা শূকর)
-
0
Updated: 1 month ago
In life, one should always adhere ___ one's plan.
Created: 1 month ago
A
with
B
of
C
to
D
in
• Correct Answer: গ) to
Analysis of the sentence:
-
Complete sentence: In life, one should always adhere to one's plan.
-
Explanation:
-
"Adhere" means to stick firmly to or follow something.
-
This verb is always followed by the preposition "to".
-
Incorrect options like "adhere with," "adhere of," or "adhere in" are grammatically wrong.
-
Correct usage: adhere to one's plan → মানে “পরিকল্পনায় দৃঢ় থাকা”।
-
0
Updated: 1 month ago
Choose the pair of words that expresses a relationship similar to that of "Harm: Damage"-
Created: 2 months ago
A
Sweet: Sour
B
Injure: Incapacitate
C
Stout: Weak
D
Hook: Crook
প্রশ্নের বিষয়: শব্দজোড়ার সম্পর্ক (Analogy)
প্রশ্নে দেওয়া শব্দজোড়ার অর্থ:
-
Harm – ক্ষতি বা আঘাত।
-
Damage – ক্ষতি, অনিষ্ট বা লোকসান।
দেখা যাচ্ছে, এই দুটি শব্দের অর্থ একে অপরের সমার্থক।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
ক)
-
Sweet – মধুর, মিষ্ট বা আনন্দদায়ক।
-
Sour – টক বা তিক্ত স্বাদযুক্ত।
খ)
-
Injure – আঘাত করা, আহত করা বা ক্ষতি করা।
-
Incapacitate – অক্ষম বা অযোগ্য করা, শক্তি হরণ করা।
গ)
-
Stout – শক্তিশালী, দৃঢ়, সহজে ভাঙে না এমন।
-
Weak – দুর্বল, ভঙ্গুর বা প্রতিরোধে অক্ষম।
ঘ)
-
Hook – ঝোলানোর বা ধরার জন্য বাঁকা যন্ত্রাংশ; আকর্ষক বা গ্রহণি।
-
Crook – রাখালের ব্যবহৃত বাঁকা ছড়ি।
উপসংহার:
Harm : Damage সম্পর্কের মতো Injure : Incapacitate ও সমার্থক অর্থ প্রকাশ করে। অর্থাৎ, প্রথম জোড়ার মতো দ্বিতীয় জোড়ার শব্দগুলোর মধ্যে সমান বা অনুরূপ সম্পর্ক রয়েছে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy
0
Updated: 2 months ago
First impressions are important because how you ______ initially can be as important as what you say.
Created: 3 days ago
A
come by
B
come back
C
come out
D
come across
Come across অর্থ to make a particular impression, অর্থাৎ কোনো ব্যক্তি বা বিষয়ের মাধ্যমে নির্দিষ্ট ধরনের প্রভাব ফেলা। আবার এর আরেকটি অর্থ হলো হঠাৎ দেখা হয়ে যাওয়া বা সহসা সাক্ষাৎ হওয়া।
Come by অর্থ পাওয়া বা অর্জন করা।
Come back অর্থ ফিরে আসা বা পুনরাগমন করা।
Come out অর্থ প্রকাশিত হওয়া, যেমন— কোনো বই, সংবাদ বা তথ্যের প্রকাশ।
0
Updated: 3 days ago