The club caters ____ children between the ages of four and twelve.
A
for
B
of
C
with
D
in
উত্তরের বিবরণ
Complete sentence:
The club caters for children between
the ages of four and twelve.
• Cater এর পর for/to দুটি
preposition এ বসতে পারে, অপশনে
for থাকায় এক্ষেত্রে সঠিক উত্তর
for.
• Cater for/to someone/something:
English meaning: to provide what
someone or something wants or needs.
Bangla meaning: খাদ্যাদি সরবরাহ করা; আকাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় বস্তুর চাহিদা পূরণ করা; মনোরঞ্জন করা।
Example:
- Why should you cater to his every whim?
- This legislation simply caters to racism.
- Our magazines cater to professionals such as lawyers and physicians.
- While they have previously catered mainly to Japanese tourists, luxury stores
in Paris now employ Mandarin-speaking assistants.
- Schools often fail to cater for
the needs of gifted children.
- It is a resort that clearly caters for the well-off.

0
Updated: 1 day ago
Gulliver's Travels is written by -
Created: 6 days ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 6 days ago
What is the correct term for the greeting in a letter?
Created: 1 month ago
A
Signature
B
Salutation
C
Heading
D
Body
Correct Answer
খ) Salutation ✅
Explanation:
-
চিঠির শুরুতে যে অভিবাদনমূলক বাক্য থাকে, সেটাকেই Salutation বলে।
-
উদাহরণ: Dear Madam, বা Respected Sir, ইত্যাদি।
Other Options
ক) Signature → চিঠির শেষে লেখকের নাম বা স্বাক্ষর থাকে, অভিবাদন নয়।
গ) Heading → চিঠির শিরোনাম, ঠিকানা বা তারিখের অংশ, যা উপরে থাকে।
ঘ) Body → চিঠির মূল অংশ, যেখানে বিস্তারিত বার্তা লেখা হয়।

0
Updated: 1 month ago
Which of the following best replaces the word 'Colossus'?
Created: 2 weeks ago
A
Diminutive
B
Implicit
C
Mammoth
D
Pygmy
• The required answer is — গ) Mammoth
• Colossus (Noun)
-
English Meaning: a person or thing of great size, influence, or ability; a statue of gigantic size and proportions
-
Bangla Meaning: অতিকায় মূর্তি (বিশেষত কোনো মানুষের বাস্তব আকার অপেক্ষা অনেক বড়)
• Given options:
-
ক) Diminutive — হ্রাসপ্রাপ্ত আকারসম্পন্ন; অতি ক্ষুদ্র
-
খ) Implicit — ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা
-
গ) Mammoth — অধুনালুপ্ত লোমশ হাতিবিশেষ; (attributive(ly)) প্রকাণ্ড; বিশাল
-
ঘ) Pygmy — (১) বিষুবীয় আফ্রিকার খর্বাকৃতি জনগোষ্ঠীর একজন; (২) বামন; বেঁটে; (৩) খুব ছোট আকারের
• সুতরাং, Mammoth শব্দটি 'Colossus' শব্দের প্রতিস্থাপন।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago