A smooth, dry surface helps the tiles adhere ____ the wall.
A
by
B
to
C
in
D
at
উত্তরের বিবরণ
বাক্য ও শব্দের ব্যাখ্যা অনুযায়ী:
-
Complete sentence: A smooth, dry surface helps the tiles adhere to the wall.
-
Adhere to
-
English meaning: to stick firmly
-
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা
-
-
Preposition ব্যাখ্যা:
-
Adhere এর সাথে ‘দৃঢ়ভাবে লেগে থাকা’ অর্থ প্রকাশ করতে to ব্যবহার করা হয়।
-
এই বাক্যে to ব্যবহার করলে অর্থ সম্পূর্ণ হয়: টাইলসগুলো দেয়ালের সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকে।
-
তাই preposition হিসেবে to বসানো প্রয়োজন।
-
0
Updated: 1 month ago
Find the error: The teacher makes the students completing their homework every day.
Created: 1 month ago
A
makes
B
completing
C
everyday
D
none of these.
Correct Answer: The teacher makes the students complete their homework every day.
Explanation:
-
"Make" is a causative verb, which is used when the subject causes someone else to perform an action. In this case, the teacher (subject) causes the students (object) to complete their homework (action).
-
Structure of causative verb with "make":
-
Make + object + base form of verb
-
Example: She makes her kids brush their teeth before bed.
-
Example: My boss makes me stay late at work sometimes.
-
-
Important Note: Unlike other verbs, after "make," the verb following the object is always in its base form, not infinitive or gerund.
-
This sentence is an independent clause because it expresses a complete thought and can stand alone.
More Examples:
-
Parents make their children do household chores.
-
The coach makes the players run extra laps for practice.
-
Teachers make students revise their lessons regularly.
0
Updated: 1 month ago
Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of -
Created: 1 month ago
A
Participle
B
Gerund
C
Finite verb
D
Modal verb
Swimming শব্দটি বাক্যে subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি Gerund। Gerund হলো এমন একটি verb-এর -ing ফর্ম যা noun-এর মতো কাজ করে।
-
Complete sentence: Swimming regularly improves overall fitness.
-
Gerund-এর ব্যাখ্যা:
-
Verb এর সাথে -ing যুক্ত হয়ে যদি noun-এর কাজ করে, অর্থাৎ verb এবং noun-এর কাজ একসাথে করে, তাকে Gerund বলা হয়।
-
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun
-
Gerund কোনো action describe করে না, বরং noun-এর মতো আচরণ করে।
-
-
উদাহরণ:
-
Swimming is good for health.
-
She enjoys reading books.
-
We discussed going on a trip.
-
0
Updated: 1 month ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 2 months ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica
0
Updated: 2 months ago