A smooth, dry surface helps the tiles adhere ____ the wall.
A
by
B
to
C
in
D
at
উত্তরের বিবরণ
• Complete sentence:
A smooth, dry surface helps the tiles adhere to the wall.
• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to
বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to
বসবে।

0
Updated: 1 day ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 1 month ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।

0
Updated: 1 month ago
A major stylistic feature of Paradise Lost is its use of:
Created: 2 days ago
A
Blank verse
B
Rhyming couplets
C
Free verse
D
Sonnet form
জন মিল্টনের Paradise Lost প্রায় সম্পূর্ণভাবে blank verse-এ রচিত, যা হলো unrhymed iambic pentameter—অর্থাৎ দশ মাত্রার একটি পঙ্ক্তি যেখানে হালকা ও জোর দেওয়া ধ্বনির পর্যায়ক্রমিক বিন্যাস থাকে।
-
মিল্টন ইচ্ছাকৃতভাবে এই ছন্দ ব্যবহার করেন, কারণ তিনি প্রাচীন মহাকাব্য যেমন The Iliad এবং The Aeneid-এর ছন্দহীন গদ্যকে অনুকরণ করতে চেয়েছিলেন।
-
তিনি মনে করতেন, rhyme কোনো মৌলিক কাব্যগুণ নয়, বরং এটি একটি সীমাবদ্ধতা।
-
নিজের Note on the Verse-এ তিনি rhyme-কে অবজ্ঞাভরে উল্লেখ করেন “the invention of a barbarous age” এবং একে “trivial constraint” বলে আখ্যা দেন।

0
Updated: 2 days ago
The antonym of the word 'Treacherous' is -
Created: 3 weeks ago
A
Faithful
B
Unreliable
C
Beginning
D
Gallant
Treacherous (Adjective)
সংজ্ঞা:
-
English: Behaving in an angry or sulky way, especially because you cannot do or have what you want
-
Bangla: যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর
সমার্থক (Synonyms):
-
Traitorous, Unreliable, False
বিপরীতার্থক (Antonyms):
-
Constant, Loyal, True, Faithful
উদাহরণ বাক্য:
-
The mountain road was narrow and treacherous during the storm.
-
He was betrayed by his treacherous friend.
গুরুত্বপূর্ণ সংজ্ঞা নোট:
-
Faithful = বিশ্বস্ত
-
Unreliable = অনির্ভরযোগ্য
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary

0
Updated: 3 weeks ago