"Water, water everywhere,
Not any drop to drink."
is a line from which classic poem by Samuel Taylor Coleridge?
A
Christabel
B
Ozymandias
C
Dejection: An Ode
D
The Rime of the Ancient Mariner
উত্তরের বিবরণ
The Rime of the Ancient Mariner
-
কবি: Samuel Taylor Coleridge, British Romantic poet, critic, এবং philosopher।
-
প্রকাশ: প্রথমবার ১৭৯৮ সালে, Lyrical Ballads-এর অন্তর্ভুক্ত।
-
কবিতার ধরন: রহস্যময় ও দীর্ঘ কবিতা (7 পার্টে বিভক্ত)।
-
প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
-
-
সারসংক্ষেপ:
-
একটি প্রাচীন নাবিক তরুণদের তার অভিজ্ঞতা শোনায়।
-
নাবিক একটি Albatross হত্যা করে, যার কারণে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
সহযাত্রীদের মৃত্যু ঘটে এবং একা বেঁচে থাকার পর নাবিক প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও তার ভুল বুঝতে পারে।
-
শেষ পর্যন্ত তাকে পৃথিবী ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হবে।
-
-
বিখ্যাত উদ্ধৃতি:
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
-
-
Samuel Taylor Coleridge-এর উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria, Christabel, Dejection: An Ode, Frost at Midnight, Kubla Khan, Lyrical Ballads, On the Constitution of the Church and State, The Rime of the Ancient Mariner.
-

0
Updated: 1 day ago
What power moves the ship after the sailors’ death?
Created: 4 weeks ago
A
The Mariner’s prayers
B
The wind
C
Spirits or supernatural forces
D
The Wedding Guest
নাবিকদের মৃত্যুর পর জাহাজ চলতে থাকে কোনো বাতাস ছাড়াই। আসলে আধ্যাত্মিক আত্মারা জাহাজ চালাচ্ছিল। এটি কোলরিজের অলৌকিক কল্পনার শক্তিশালী উদাহরণ এবং দেখায় যে প্রকৃতি ও আত্মার অদৃশ্য শক্তি মানব জীবনের নিয়ন্ত্রণ করে।

0
Updated: 4 weeks ago
The poem's setting, Xanadu, is depicted as a place of:
Created: 2 weeks ago
A
Stark desolation and poverty.
B
Intense natural beauty and artificial grandeur.
C
A bustling trade city.
D
A battlefield.
Contrast Between Man-Made and Natural in Kubla Khan
-
Man-Made Grandeur:
-
Kubla Khan’s “stately pleasure-dome” represents human power, order, and artificial beauty.
-
It symbolizes control and civilization, carefully constructed.
-
-
Natural Elements:
-
Surrounding nature includes “gardens bright with sinuous rills” and the chasm where the river Alph erupts.
-
These depict wild, untamed, and sublime beauty, full of energy and unpredictability.
-
-
Thematic Significance:
-
The tension between human creation and nature emphasizes the limits of human power.
-
It reflects the Romantic fascination with the sublime, where nature’s majesty inspires awe beyond human control.
-

0
Updated: 2 weeks ago
Which contrasting elements are united in the image of the pleasure-dome?
Created: 4 weeks ago
A
Love and hatred
B
Light and darkness
C
Heat and cold
D
Music and silence
Pleasure-dome–এ paradoxical imagery দেখা যায়—“sunny dome with caves of ice।” এখানে একদিকে সূর্যের উষ্ণতা, অন্যদিকে বরফের ঠাণ্ডা। দুটি বিপরীত উপাদান একসাথে থেকে কল্পনার রহস্যকে বাড়িয়েছে। Romanticism–এ প্রকৃতি ও মানুষের কল্পনা প্রায়ই বৈপরীত্যের সমন্বয় করে এক অলৌকিক অভিজ্ঞতা দেয়। এ কারণেই গম্বুজটি এত শক্তিশালী প্রতীক।

2
Updated: 4 weeks ago