-
Form and Tone: কবিতাটি একটি Ode, অর্থাৎ এমন এক ধরনের lyrical form যা সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা প্রাকৃতিক সত্ত্বাকে praise বা glorify করার জন্য লেখা হয়। প্রথম লাইন "Hail to thee, blithe Spirit!" থেকেই tone একেবারে awe এবং adoration-এ ভরা।
-
Dominant Emotion: পুরো কবিতায় speaker একেবারে মোহিত হয়ে গেছে skylark-এর pure এবং unadulterated joy-তে। বেশিরভাগ stanza-ই এই happiness-কে rapturous terms-এ বর্ণনা করেছে।
-
The Role of Melancholy: এখানে মানুষের দুঃখ বা melancholy-র অংশ ("We look before and after, / And pine for what is not... Our sweetest songs are those that tell of saddest thought") মূলত contrast তৈরি করেছে। অর্থাৎ human sadness-কে dark background হিসেবে ব্যবহার করা হয়েছে যাতে skylark-এর joy আরও বেশি উজ্জ্বল ও unique হয়ে ওঠে।
-
Final Understanding: melancholy যদিও crucial theme, তবে recurring mood হচ্ছে skylark-এর আনন্দময়, perfect existence-কে speaker-এর joyful celebration।
What is the full title of Percy Bysshe Shelley’s poem "Queen Mab"?
A
Queen Mab
B
Queen Mab, the Fairy Tale
C
Queen Mab, a Philosophical Poem: With Notes
D
Queen Mab and Other Poems
উত্তরের বিবরণ
Queen Mab
-
পূর্ণ শিরোনাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"।
-
এটি Romantic কবি Percy Bysshe Shelley-এর লেখা।
-
১৮১৩ সালে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়।
-
Shelley-এর প্রথম গুরুত্বপূর্ণ কবিতা। পরে ১৮১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ রচিত।
-
কাহিনী সংক্ষেপ: Queen Mab, fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে সময় ও স্থান জুড়ে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন ভুল ও দোষ প্রদর্শন করে।
উক্তি:
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley (1792–1822):
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড; পড়াশোনা: Oxford University।
-
১৮১১ সালে "The necessity of Atheism" পুস্তিকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
-
গণ্য হন Revolutionary poet এবং poet of Hope and Regeneration হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
নাটক: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago
What does “Winter” symbolize in the poem?
Created: 2 months ago
A
Happiness
B
Death and Despair
C
Beauty
D
Joy
Winter বা শীত এখানে মৃত্যু, ক্ষয় ও হতাশার প্রতীক। কিন্তু শীতের পরই বসন্ত আসে, যা পুনর্জন্মের প্রতীক। তাই শীত নেতিবাচক হলেও তার ভেতরেই ইতিবাচক সম্ভাবনা লুকিয়ে আছে।
1
Updated: 2 months ago
What does “trumpet of prophecy” mean in the poem?
Created: 2 months ago
A
Song of joy
B
Message of revolution
C
Music of nature
D
Silence of death
“Trumpet of prophecy” মানে হলো ভবিষ্যদ্বাণীর তূর্য। Shelley চান পশ্চিম বাতাস তার কণ্ঠকে ব্যবহার করে মানবজাতির কাছে নতুন যুগের বার্তা পৌঁছে দিক। এটি কেবল কবিতা নয়, বরং বিপ্লবী ভাবনার প্রতীক। কবির কণ্ঠ তখন মানুষের মুক্তির ডাক হয়ে উঠবে।
0
Updated: 2 months ago
The recurring mood of the poem can best be described as:
Created: 1 month ago
A
Melancholy and despairing
B
Joyful and celebratory
C
Bitter and regretful
D
Calm and indifferent
To a Skylark কবিতাটি মানুষের দুঃখ–কষ্ট নিয়ে কথা বললেও তার আসল বিষয়বস্তু হচ্ছে skylark-এর আনন্দময় গান ও অস্তিত্বকে উদযাপন করা। বিষয়গুলোকে পরিষ্কারভাবে সাজালে দাঁড়ায়:
0
Updated: 1 month ago