What is the full title of Percy Bysshe Shelley’s poem "Queen Mab"?
A
Queen Mab
B
Queen Mab, the Fairy Tale
C
Queen Mab, a Philosophical Poem: With Notes
D
Queen Mab and Other Poems
উত্তরের বিবরণ
Queen Mab
-
পূর্ণ শিরোনাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"।
-
এটি Romantic কবি Percy Bysshe Shelley-এর লেখা।
-
১৮১৩ সালে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়।
-
Shelley-এর প্রথম গুরুত্বপূর্ণ কবিতা। পরে ১৮১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ রচিত।
-
কাহিনী সংক্ষেপ: Queen Mab, fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে সময় ও স্থান জুড়ে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন ভুল ও দোষ প্রদর্শন করে।
উক্তি:
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley (1792–1822):
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড; পড়াশোনা: Oxford University।
-
১৮১১ সালে "The necessity of Atheism" পুস্তিকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
-
গণ্য হন Revolutionary poet এবং poet of Hope and Regeneration হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
নাটক: Prometheus Unbound, The Cenci

0
Updated: 1 day ago
What figure of speech is in “Destroyer and Preserver”?
Created: 3 weeks ago
A
Simile
B
Oxymoron
C
Alliteration
D
Personification
“Destroyer and Preserver” হলো একটি Oxymoron। এখানে দুটি বিপরীতার্থক ধারণা পাশাপাশি রাখা হয়েছে। পশ্চিম বাতাস একদিকে মৃত পাতাকে ধ্বংস করে, অন্যদিকে বীজকে সংরক্ষণ করে রাখে। এই দ্বৈত ভূমিকা প্রকৃতির শাশ্বত নিয়মকে তুলে ধরে—ধ্বংস ছাড়া সৃষ্টি নেই।

2
Updated: 3 weeks ago
Who wrote Ode to the West Wind?
Created: 1 month ago
A
Samuel Taylor Coleridge
B
John Keats
C
William Wordsworth
D
Percy Bysshe Shelley

0
Updated: 1 month ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 4 weeks ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 4 weeks ago