Which poem concludes with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Ode on a Grecian Urn
উত্তরের বিবরণ
Ode on a Grecian Urn ও John Keats
-
Ode on a Grecian Urn হলো John Keats-এর লেখা একটি কবিতা।
-
এটি Romantic Period-এর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে একটি।
-
কবিতাটি 5 স্তরের (stanza) বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের বর্ণনা তুলে ধরা হয়েছে।
-
কবি এর মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক অন্বেষণ করেছেন।
কবিতার বিখ্যাত উক্তি:
-
"Beauty is truth, truth beauty,—that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821):
-
একজন British Romantic Lyric Poet।
-
তার কবিতায় চিত্রনির্ভর (vivid imagery), সংবেদনশীলতা (sensuous appeal) এবং দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে।
-
উপাধি ও পেশা: Poet of Beauty, Poet of Sensuousness; পাশাপাশি Physician ও Surgeon ছিলেন।
প্রসিদ্ধ কবিতাসমূহ:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Ode to a Nightingale।
অন্যান্য তুলনামূলক তথ্য:
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats

0
Updated: 1 day ago
Why does Keats call the nightingale’s song immortal?
Created: 3 weeks ago
A
Because it never changes its tune
B
Because it has been heard by all ages
C
Because gods gave it eternal life
D
Because it is written in books
কিটস বলেন, প্রাচীন সম্রাট, সাধারণ মানুষ, এমনকি বাইবেলের চরিত্রও এই গান শুনেছে। হাজার বছর ধরে নাইটিঙ্গেলের গান একইভাবে বেজে চলেছে। তাই তিনি একে অমরতা ও চিরন্তন সৌন্দর্যের প্রতীক মনে করেন।

0
Updated: 3 weeks ago
Who is Psyche in Greek mythology, addressed in Keats’s ode?
Created: 3 weeks ago
A
Goddess of Love
B
Goddess of Soul
C
Goddess of Wisdom
D
Goddess of War
গ্রিক পুরাণে সাইকি হলো মানব আত্মার দেবী “The goddess of the soul or mind”। তাঁর প্রেমিক কিউপিড তাঁকে অমরত্ব দেন “The god of love”। কিটস তাঁকে “latest-born and loveliest vision” বলে উল্লেখ করেন। তিনি সাইকিকে রোমান্টিক কল্পনায় মানব আত্মার সৌন্দর্য ও প্রেমের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।

1
Updated: 3 weeks ago
At the beginning of the ode “Ode on Melancholy”, Keats feels—
Created: 3 weeks ago
A
Drowsy and numb with pain
B
Excited and cheerful
C
Strong and energetic
D
Fearless and hopeful
কবিতার শুরুতেই কিটস বলেন তাঁর হৃদয় ব্যথায় ভরে গেছে এবং তিনি যেন হেমলক খেয়েছেন বা আফিম খেয়ে অসাড় হয়ে আছেন। নাইটিঙ্গেলের গান তাঁকে এক ধরনের অচেতনতার দিকে নিয়ে যাচ্ছে।

0
Updated: 3 weeks ago