Which poem concludes with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Ode on a Grecian Urn
উত্তরের বিবরণ
Ode on a Grecian Urn ও John Keats
-
Ode on a Grecian Urn হলো John Keats-এর লেখা একটি কবিতা।
-
এটি Romantic Period-এর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে একটি।
-
কবিতাটি 5 স্তরের (stanza) বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের বর্ণনা তুলে ধরা হয়েছে।
-
কবি এর মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক অন্বেষণ করেছেন।
কবিতার বিখ্যাত উক্তি:
-
"Beauty is truth, truth beauty,—that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821):
-
একজন British Romantic Lyric Poet।
-
তার কবিতায় চিত্রনির্ভর (vivid imagery), সংবেদনশীলতা (sensuous appeal) এবং দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে।
-
উপাধি ও পেশা: Poet of Beauty, Poet of Sensuousness; পাশাপাশি Physician ও Surgeon ছিলেন।
প্রসিদ্ধ কবিতাসমূহ:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Ode to a Nightingale।
অন্যান্য তুলনামূলক তথ্য:
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats
0
Updated: 1 month ago
"Where are the songs of Spring? Aye, where are they? Think not of them; thou has thy music too." - Who quoted it?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
"Where are the songs of Spring? Aye, where are they? Think not of them; thou has thy music too."
এটি John Keats-এর কবিতা "To Autumn" থেকে নেওয়া।
To Autumn:
এটি তার অন্যতম বিখ্যাত কবিতা, যা ১৮১৯ সালে লেখা হয়, যখন তিনি তার কাব্যিক সৃষ্টির শীর্ষ পর্যায়ে ছিলেন।
এটি John Keats-এর "last major poem" যা ১৮২০ সালে প্রকাশিত "Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems" সংকলনে অন্তর্ভুক্ত হয়।
মৃত্যুর কয়েকদিন পূর্বে এই কবিতাটি রচনা করেন।
শরতের উদযাপন সেই সাথে গ্রীষ্মের বিদায় ও ক্ষণস্থায়ী জীবন এই কবিতার মূল বিষয়।
John Keats:
John Keats, একজন English Romantic lyric poet ছিলেন।
Keats-কে কয়েকটি নামের মাধ্যমে পরিচিত করা হয়: "Poet of Beauty" / "Poet of Sensuousness"।
এছাড়া তাঁকে "A death-haunted poet" ও বলা হয়।
John Keats-এর 유명 কবিতা (Some):
Ode to Psyche
Ode on Melancholy
Ode To Autumn
On First Looking into Chapman's Homer
Lamia
Hyperion
La Belle Dame Sans Merci
ইত্যাদি।
0
Updated: 1 month ago
What is the central theme of “To Autumn”?
Created: 2 months ago
A
The glory of war
B
The fear of winter
C
The celebration of harvest and maturity
D
The struggle of human life
এই কবিতা প্রাচুর্য, পূর্ণতা এবং জীবনের প্রাকৃতিক চক্রের উদযাপন। এখানে মৃত্যু বা ক্ষয় সরাসরি নয়, বরং ফসল তোলা, পরিপক্ব ফল, আর শেষের পাখির গান দিয়ে জীবনের পরিণতির সৌন্দর্য প্রকাশ করা হয়েছে। এটি এক প্রশান্ত, শান্ত উদযাপন।
0
Updated: 2 months ago
Keats's choice to abandon a secure, practical career for the uncertain and impoverished life of a poet is a classic example of:
Created: 1 month ago
A
A cynical worldview
B
A commitment to Enlightenment rationalism
C
The Romantic ideal of prioritising individual passion and imagination over societal convention
D
A desire for social and political advancement
Keats তার মেডিকেল ট্রেনিং Guy's Hospital-এ সম্পন্ন করেছিলেন এবং Society of Apothecaries-এর পরীক্ষায় পাস করে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করেছিলেন। এই যোগ্যতা তাকে general practitioner হিসেবে কাজ করার, রোগ নির্ণয় এবং ওষুধ প্রেস্ক্রাইব করার সুযোগ দিত।
কিন্তু তিনি একজন romantic ছিলেন এবং Romantic movement-এর মূলমন্ত্র ছিল individual feeling-এর গুরুত্ব, imagination-এর শক্তি এবং শিল্পের মাধ্যমে higher truth-এর সন্ধান।
Keats-এর জীবন পরিবর্তনকারী সিদ্ধান্তটি এই ধারণাকে পুরোপুরি প্রতিফলিত করে, কারণ তিনি practical এবং financial risk থাকা সত্ত্বেও তার অন্তরের শিল্পী কলাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন।
-
Keats completed medical training at Guy's Hospital.
-
He qualified as a licentiate of the Society of Apothecaries, enabling him to practice medicine.
-
Despite having a secure career path, he chose the life of a poet.
-
This choice reflects the Romantic ideal of prioritizing passion and imagination over societal convention.
-
His decision illustrates commitment to art and inner calling despite practical risks.
0
Updated: 1 month ago