Which poem concludes with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Ode on a Grecian Urn
উত্তরের বিবরণ
Ode on a Grecian Urn ও John Keats
-
Ode on a Grecian Urn হলো John Keats-এর লেখা একটি কবিতা।
-
এটি Romantic Period-এর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে একটি।
-
কবিতাটি 5 স্তরের (stanza) বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের বর্ণনা তুলে ধরা হয়েছে।
-
কবি এর মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক অন্বেষণ করেছেন।
কবিতার বিখ্যাত উক্তি:
-
"Beauty is truth, truth beauty,—that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821):
-
একজন British Romantic Lyric Poet।
-
তার কবিতায় চিত্রনির্ভর (vivid imagery), সংবেদনশীলতা (sensuous appeal) এবং দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে।
-
উপাধি ও পেশা: Poet of Beauty, Poet of Sensuousness; পাশাপাশি Physician ও Surgeon ছিলেন।
প্রসিদ্ধ কবিতাসমূহ:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Ode to a Nightingale।
অন্যান্য তুলনামূলক তথ্য:
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats
0
Updated: 1 month ago
"Adonais" is —
Created: 1 month ago
A
An elegy written by P.B. Shelley in memory of John Keats
B
A sonnet written by John Keats in memory of Lord Byron
C
A pastoral poem by William Wordsworth on nature
D
An elegy written by John Keats in memory of P.B. Shelley
Adonais হলো P.B. Shelley রচিত একটি pastoral elegy, যা তিনি তার বন্ধু John Keats-এর মৃত্যুতে শোক প্রকাশের জন্য রচনা করেছিলেন। কবিতায় মৃত্যু এবং গ্রামীণ পরিবেশের চিত্রায়ন করা হয়েছে এবং প্রাকৃতিক উপাদান ও দেবতাদের মাধ্যমে Keats-এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। গ্রিক পুরাণ অনুসারে, Adonais একজন তরুণ বীরের নাম এবং কবিতাটি John Milton-এর Lycidas কবিতার সঙ্গে তুলনা করা হয়।
-
লেখক: Percy Bysshe Shelley (P.B. Shelley)
-
ধরণ: Pastoral Elegy
-
প্রসঙ্গ: John Keats-এর মৃত্যু, শোক এবং প্রাকৃতিক পরিবেশ
P.B. Shelley-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Peter Bell the Third
-
Prometheus Unbound
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci
-
The Cloud
-
The Masque of Anarchy
0
Updated: 1 month ago
In the final stanza, the poem states that Melancholy "dwells with" whom?
Created: 1 month ago
A
Death and Despair
B
Beauty—Beauty that must die
C
Night and Oblivion
D
The Fates in the underworld
Keats এর "Ode on Melancholy" কবিতার শেষ স্তবক মূলত তার যুক্তির কেন্দ্রবিন্দু প্রকাশ করে। এখানে তিনি স্পষ্টভাবে দেখিয়েছেন কিভাবে melancholy (বিষণ্ণতা) সৌন্দর্য, আনন্দ এবং সুখের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
-
কবিতার এই অংশ শুরু হয় লাইন দিয়ে:
"She dwells with Beauty—Beauty that must die;
And Joy, whose hand is ever at his lips
Bidding adieu; and aching Pleasure nigh,
Turning to poison while the bee-mouth sips:" -
এখানে বোঝানো হয়েছে যে সত্যিকারের melancholy কেবল death বা despair এর মতো অন্ধকার বিষয় থেকে আসে না। বরং এটি সবচেয়ে intense human experiences—Beauty, Joy, এবং Pleasure—এর সঙ্গেই জড়িয়ে আছে।
-
এর কারণ হলো, এই perfect moments গুলো fleeting (ক্ষণস্থায়ী)।
-
Beauty অবশ্যম্ভাবীভাবে fade হয়ে যায়।
-
Joy সবসময় চলে যাওয়ার মুহূর্তে থাকে।
-
Pleasure উপভোগ করার মাঝেই poison এ রূপ নিতে পারে।
-
-
তাই Melancholy dwells within Beauty itself, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী এই উপলব্ধিই মানুষের মধ্যে গভীর বিষণ্ণতার জন্ম দেয়।
0
Updated: 1 month ago
The Grecian Urn is called—
Created: 2 months ago
A
“The voice of gods”
B
“Thou still unravish’d bride of quietness”
C
“The destroyer of time”
D
“The queen of art”
কবিতার শুরুতেই কিটস আর্নকে “still unravish’d bride of quietness” বলে উল্লেখ করেন। এখানে আর্নকে এক চিরকুমারী কনের মতো কল্পনা করা হয়েছে, যে সময় ও পরিবর্তনের ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে। এটি শিল্পের অমরত্বের প্রতীক।
0
Updated: 2 months ago