Who wrote "Mansfield Park"?
A
Jane Austen
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
উত্তরের বিবরণ
Mansfield Park ও Jane Austen
-
Mansfield Park হলো Jane Austen-এর লেখা একটি উপন্যাস।
-
প্রকাশিত হয় 1814 সালে।
-
এটি Jane Austen-এর সবচেয়ে গুরুগম্ভীর ও সিরিয়াস উপন্যাস হিসেবে বিবেচিত।
সার-সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Fanny Price, এক তরুণী যিনি কিছুটা অন্তর্মুখী স্বভাবের।
-
Fanny-কে তার পরিবার ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠায়।
-
কিশোরী Fanny-এর প্রতি পরিবারের কিছু সদস্যের আচরণ প্রাথমিকভাবে রুঢ়।
-
শেষপর্যন্ত তার অবিচল ব্যক্তিত্ব ও নৈতিকতা সকলকে মুগ্ধ করে, এবং পরিবার তাকে সমাদরে গ্রহণ করে।
-
Fanny Price-এর বিয়ে হয় Edmund Bertram-এর সাথে।
Jane Austen (1775–1817):
-
একজন English novelist, যিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে চমৎকারভাবে উপস্থাপন করেছিলেন।
-
তার উপন্যাসগুলো “Novel of Manners” ধারার অন্যতম নির্ধারক।
-
মৃত্যুর পরও তার রচনা দুই শতাব্দীর বেশি সময় ধরে সমালোচক ও পাঠকের প্রশংসা কুড়াচ্ছে।
উল্লেখযোগ্য রচনা:
-
Sense and Sensibility, Pride and Prejudice, Mansfield Park, Emma, Persuasion, Northanger Abbey ইত্যাদি।

0
Updated: 1 day ago
Which Bennet sister is the most serious and bookish?
Created: 3 weeks ago
A
Lydia
B
Kitty
C
Mary
D
Jane
Mary Bennet পরিবারে সবচেয়ে পড়াশোনায় আগ্রহী ও নীতিকথা বলতে ভালোবাসে। কিন্তু Austen তাকে প্রায়ই হাস্যকরভাবে উপস্থাপন করেন। সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তেমন দক্ষ নয়। Mary-র চরিত্র দেখায়—বুদ্ধি বা বই পড়া থাকলেই চরিত্র গভীর হয় না, তার সঙ্গে সামাজিক দক্ষতা ও সংবেদনশীলতাও জরুরি।

0
Updated: 3 weeks ago
Which theme is reinforced through Darcy’s transformation?
Created: 3 weeks ago
A
Wealth as ultimate power
B
True love requires humility
C
Marriage is a duty
D
Women must obey men
Darcy প্রথমে অহংকারী ছিল। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে নিজেকে বদলায়। Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করা, Lydia–Wickham-এর বিয়ে ঠিক করা—এসব Darcy-র পরিবর্তনের প্রমাণ। Austen দেখান—প্রকৃত ভালোবাসা পাওয়া যায় যখন অহংকার ভেঙে বিনয় শেখা যায়। Darcy-র এই উন্নতিই কাহিনির মূল বার্তা।

0
Updated: 3 weeks ago
What was the first working title of Pride and Prejudice?
Created: 3 weeks ago
A
The Bennet Sisters
B
First Impressions
C
Marriage and Morality
D
Pride Before Love
Jane Austen প্রথমে উপন্যাসটির নাম রেখেছিলেন First Impressions (১৭৯৬ সালে লেখা শুরু হয়)। নামটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ উপন্যাসে প্রায় সব চরিত্রই প্রথম ধারণার উপর ভিত্তি করে অন্যদের বিচার করে।
Elizabeth Darcy-কে অহংকারী ভাবে, আর Darcy Elizabeth-কে “not handsome enough” মনে করে। এই ভুল ধারণাই গল্পের মূল দ্বন্দ্ব সৃষ্টি করে। পরে প্রকাশক নাম পরিবর্তন করে Pride and Prejudice রাখেন। নতুন নামও উপন্যাসের কেন্দ্রীয় দ্বন্দ্বকে প্রতিফলিত করে—Darcy’র Pride আর Elizabeth-এর Prejudice।

0
Updated: 3 weeks ago