Who wrote "Mansfield Park"?
A
Jane Austen
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
উত্তরের বিবরণ
Mansfield Park ও Jane Austen
-
Mansfield Park হলো Jane Austen-এর লেখা একটি উপন্যাস।
-
প্রকাশিত হয় 1814 সালে।
-
এটি Jane Austen-এর সবচেয়ে গুরুগম্ভীর ও সিরিয়াস উপন্যাস হিসেবে বিবেচিত।
সার-সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Fanny Price, এক তরুণী যিনি কিছুটা অন্তর্মুখী স্বভাবের।
-
Fanny-কে তার পরিবার ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠায়।
-
কিশোরী Fanny-এর প্রতি পরিবারের কিছু সদস্যের আচরণ প্রাথমিকভাবে রুঢ়।
-
শেষপর্যন্ত তার অবিচল ব্যক্তিত্ব ও নৈতিকতা সকলকে মুগ্ধ করে, এবং পরিবার তাকে সমাদরে গ্রহণ করে।
-
Fanny Price-এর বিয়ে হয় Edmund Bertram-এর সাথে।
Jane Austen (1775–1817):
-
একজন English novelist, যিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে চমৎকারভাবে উপস্থাপন করেছিলেন।
-
তার উপন্যাসগুলো “Novel of Manners” ধারার অন্যতম নির্ধারক।
-
মৃত্যুর পরও তার রচনা দুই শতাব্দীর বেশি সময় ধরে সমালোচক ও পাঠকের প্রশংসা কুড়াচ্ছে।
উল্লেখযোগ্য রচনা:
-
Sense and Sensibility, Pride and Prejudice, Mansfield Park, Emma, Persuasion, Northanger Abbey ইত্যাদি।
0
Updated: 1 month ago
What does Lady Catherine symbolize in the novel?
Created: 2 months ago
A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।
0
Updated: 2 months ago
Who tries to stop Elizabeth’s marriage with Darcy?
Created: 2 months ago
A
Caroline Bingley
B
Lady Catherine de Bourgh
C
Mr. Collins
D
Lydia Bennet
Lady Catherine Darcy-র ধনী ফুফু। তিনি চান Darcy তার মেয়ে Anne-এর সঙ্গে বিয়ে করুক। তাই Elizabeth-কে ভয় দেখাতে আসেন এবং বলেন, “তুমি Darcy-এর যোগ্য নও।” কিন্তু Elizabeth নির্ভীকভাবে উত্তর দেয় যে নিজের সুখ সে নিজেই বেছে নেবে। Austen দেখান—Elizabeth সমাজের চাপ অস্বীকার করে নিজের স্বাধীনতাকে রক্ষা করে। এটাই তাকে Austen-এর সবচেয়ে শক্তিশালী নায়িকা করে।
0
Updated: 2 months ago
Who is Elizabeth Bennet’s father in Pride and Prejudice?
Created: 3 months ago
A
Mr. Bennet
B
Mr. Darcy
C
Mr. Collins
D
Mr. Wickham
0
Updated: 3 months ago