Wordsworth's "Lucy Poems" are a group of -
A
5 short poems
B
10 sonnets
C
3 dramatic monologues
D
7 narrative poems
উত্তরের বিবরণ
William Wordsworth-এর Lucy Poems ও জীবনী
-
Lucy Poems হলো William Wordsworth-এর লেখা পাঁচটি সংক্ষিপ্ত কবিতার সিরিজ।
-
এই পাঁচটি কবিতার মধ্যে চারটি Lyrical Ballads-এ প্রকাশিত হয়েছিল।
-
Lucy হল একজন ইংরেজ বালিকা, যিনি অল্প বয়সে মারা যান।
Lucy Poems-এর তালিকা:
-
"Strange fits of passion have I known"
-
"She dwelt among the untrodden ways"
-
"I travelled among unknown men"
-
"Three years she grew in sun and shower"
-
"A slumber did my spirit seal"
William Wordsworth (1770–1850):
-
জন্মঃ April 7, 1770, Cockermouth, Cumberland, England।
-
সাহিত্য জীবনের শুরুতে French Revolution দ্বারা অনুপ্রাণিত হন।
-
কবিতায় French Revolution-এর প্রভাব স্পষ্ট দেখা যায়, যেমন: London 1802, The Borderers।
-
উপাধিঃ The Father of the Romantic Age, Lake Poet, Poet of Nature, Poet of Childhood।
-
১৮৪৩ সালে Poet Laureate-এর পদ অলংকৃত হন।
উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey, Lyrical Ballads, Michael, Ode: Intimations of Immortality, Peter Bell, The Excursion, The Prelude, The Recluse, The Ruined Cottage, The Solitary Reaper, Rainbow, Lucy Poems ইত্যাদি।

0
Updated: 1 day ago
Who is the poet of Ode: Intimations of Immortality?
Created: 1 month ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Shelley
D
Samuel Taylor Coleridge

0
Updated: 1 month ago
How many years later did Wordsworth revisit Tintern Abbey before writing the poem?
Created: 1 month ago
A
Three years
B
Five years
C
Ten years
D
Seven years
Wordsworth প্রথমবার টিন্টার্ন অ্যাবে ভ্রমণ করেছিলেন ১৭৯৩ সালে এবং দ্বিতীয়বার যান ১৭৯৮ সালে। অর্থাৎ পাঁচ বছর পর তিনি আবার সেখানে ফিরে আসেন। কবিতায় তিনি উল্লেখ করেন, কিভাবে এই পাঁচ বছরের মধ্যে তাঁর দৃষ্টিভঙ্গি বদলেছে। তরুণ বয়সে প্রকৃতিকে তিনি আনন্দের উৎস মনে করলেও পরিণত বয়সে প্রকৃতিকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে শুরু করেন। এই পরিবর্তন কবিতার মূল থিম।

0
Updated: 1 month ago
“Like a roe / I bounded o’er the mountains” — the figure of speech is:
Created: 1 month ago
A
Personification
B
Simile
C
Allusion
D
Apostrophe
এই লাইনে Wordsworth নিজের শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, তিনি হরিণশাবকের (roe) মতো পর্বতচূড়ায় লাফাতেন। এখানে “like a roe” শব্দগুচ্ছ একটি সরাসরি উপমা (simile), যেখানে কবি তাঁর শৈশবের প্রাণোচ্ছলতা ও উদ্দীপনাকে বর্ণনা করেছেন। এই simile প্রকৃতির সাথে কবির শৈশবকালীন মিলন ও আনন্দকে জীবন্ত করে তুলেছে।

0
Updated: 1 month ago