Childe Harold's Pilgrimage was written by -
A
William Blake
B
John Keats
C
Jane Austen
D
Lord Byron
উত্তরের বিবরণ
Childe Harold’s Pilgrimage ও Lord Byron
-
Childe Harold's Pilgrimage হলো Lord Byron-এর autobiographical poem।
-
এটি একটি দীর্ঘ narrative poem, যা মোট চারটি Canto-তে প্রকাশিত হয়।
-
Harold-এর চরিত্রে মূলত Lord Byron-এর নিজের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
-
এই কবিতার মাধ্যমে Lord Byron-এর কবি খ্যাতি ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে।
Lord Byron (1788–1824):
-
British Romantic Poet এবং Satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপের সাহিত্য জগৎকে প্রভাবিত করেছে।
-
বিতর্কিত ব্যক্তিত্বের জন্য পরিচিত, বিশেষ করে illegal love affairs-এর কারণে।
-
প্রধান সৃষ্টিঃ Don Juan (1824), যা একটি Epic Satire।
-
উপাধিঃ Rebel Poet।
-
মৃত্যুস্থানঃ Greece।
Lord Byron-এর উল্লেখযোগ্য রচনা:
-
Poems: The Vision of Judgment (1822), Childe Harold’s Pilgrimage, Hours of Idleness, Lara, English Bards and Scotch Reviewers, Giaour, Manfred, Sardanapalus, The Bride of Abydos, The Two Foscari, The Corsair, Robert Southee.
0
Updated: 1 month ago
Don Juan was composed by—
Created: 1 month ago
A
W.B. Yeats
B
E.B. Browning
C
George Gordon Byron
D
Alexander Pope
Don Juan কবিতাটি মূলত একটি satire যা picaresque verse tale আকারে লেখা হয়েছে এবং এর রচয়িতা হলেন George Gordon Byron। কবিতার মূল কাহিনী Don Juan চরিত্রকে ঘিরে আবর্তিত এবং তার নামেই কবিতার শিরোনামকরণ করা হয়েছে।
-
প্রধান চরিত্রসমূহ:
-
Don Juan
-
Donna Inez
-
Donna Julia
-
Don Alfonso
-
Lord Byron ছিলেন একজন British poet যার পুরো নাম George Gordon Byron। তিনি একজন Romantic poet এবং satirist, এবং তার poetry ও personality পুরো Europe-এর সংস্কৃতি ও মানসিকতা প্রতিফলিত করে।
-
উল্লেখযোগ্য কিছু কাজ:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred
-
0
Updated: 1 month ago
The Vision of Judgement is written by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Samuel Taylor Coleridge
C
Percy Bysshe Shelley
D
William Wordsworth
The Vision of Judgement হলো Lord Byron-এর রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যা মূলত Poet Laureate Robert Southey-এর A Vision of Judgement-এর জবাবে লেখা। কবিতায় irony, hyperbole, এবং sarcasm ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র ও সমাজব্যবস্থার ব্যঙ্গ করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron), একজন British Romantic Poet এবং Satirist।
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
উল্লেখযোগ্য কবিতা:
-
She walks in Beauty
-
The Vision of Judgement
উৎস:
0
Updated: 1 month ago
The character "Don Juan" was created by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Samuel Taylor Coleridge
C
John Keats
D
William Shakespeare
Don Juan ও Lord Byron
-
Don Juan চরিত্রটি তৈরি করেছেন Lord Byron, এবং এটি তার একই নামের কবিতা Don Juan থেকে নেওয়া হয়েছে।
-
কবিতাটি Romantic period-এর এক গুরুত্বপূর্ণ satire।
-
কেন্দ্রীয় চরিত্র Don Juan, যিনি libertinism-এর প্রতীক হিসেবে উপস্থাপিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Don Juan
-
Donna Inez
-
Donna Julia
-
Don Alfonso
কাহিনী সংক্ষেপ:
-
কৈশোরে Don Juan একটি বিবাহিত মহিলার সাথে সম্পর্ক গড়ে তোলে।
-
পরে তিনি স্পেন ত্যাগ করেন এবং জাহাজের ঝড়ে জীবিত বেঁচে যান।
-
একজন জলদস্যু তাকে দাস হিসেবে বিক্রি করে। পরে একজন তুর্কি সম্ভ্রান্ত মহিলার হাতে আসে, যিনি তাকে যৌন দাস হিসেবে ব্যবহার করতে চায়।
-
Don Juan পালিয়ে গিয়ে রাশিয়ানদের পক্ষে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন।
-
এরপর আরেকজন সম্ভ্রান্ত মহিলার সাথে ব্যভিচারে জড়িত হন।
Lord Byron (1788–1824):
-
একজন British Romantic Poet এবং Satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপের কল্পনাকে আন্দোলিত করেছিল।
-
বহু বিতর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে illegal love affairs।
-
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি: Don Juan (1824), যা একটি Epic Satire।
-
তাকে বলা হতো "Rebel Poet"।
-
মৃত্যু: Greece।
প্রখ্যাত কাজসমূহ:
-
The Vision of Judgment (1822)
-
Childe Harold’s Pilgrimage (Autobiographical poem)
-
Hours of Idleness
-
Lara
-
English Bards and Scotch Reviewers
-
Giaour
-
Manfred
-
Sardanapalus
-
The Bride of Abydos
-
The Two Foscari
-
The Corsair
-
Robert Southee
0
Updated: 1 month ago