"Lamia" by John Keats is a -
A
Narrative poem
B
Satire
C
Short story
D
Novel
উত্তরের বিবরণ
“Lamia” ও John Keats
-
"Lamia" হলো একটি narrative poem, যা ১৮১৯ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতাটি প্রেরণা পেয়েছে Robert Burton-এর Anatomy of Melancholy থেকে।
সংক্ষিপ্ত গল্প:
-
Lamia ছিলেন এক সুন্দরী নারী, যিনি শাস্তির কারণে বিষাক্ত সাপে পরিণত হন।
-
দেবতা Hermes তার সাহায্য করলে Lamia আবার মানুষের রূপ ফিরে পান।
-
Lamia Corinth নগরীতে গিয়ে Lycius নামের এক তরুণের প্রতি প্রেম অনুভব করেন।
-
Lamia তার জাদু দিয়ে Lycius কে মুগ্ধ করেন এবং তারা একসাথে সুখী জীবন শুরু করেন।
-
Lycius তার দার্শনিক শিক্ষক Apollonius এর উপদেশ উপেক্ষা করে Lamia-এর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
-
বিয়ের অনুষ্ঠানে Apollonius Lamia-এর আসল পরিচয় প্রকাশ করেন এবং জানান যে তিনি এক সময় সাপ ছিলেন।
-
সত্য ফাঁস হবার সঙ্গে সঙ্গেই Lamia রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যান এবং Lycius শোকে মারা যান।
John Keats (1795–1821):
-
British Romantic Poet, যিনি ছোট জীবনকালেও কাব্যকলা ও চিত্রভাষায় অনন্য প্রতিভা প্রদর্শন করেন।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet।
বিশিষ্ট রচনা:
-
Poems: Ode to Psyche, Ode to a Nightingale, Ode on a Grecian Urn, To Autumn, Ode on Melancholy, Isabella, Lamia
0
Updated: 1 month ago
“No, no, go not to Lethe”—this is an example of—
Created: 2 months ago
A
Apostrophe
B
Alliteration
C
Hyperbole
D
Satire
কবি সরাসরি পাঠককে সম্বোধন করে বলেন “No, no, go not to Lethe।” এখানে তিনি উপস্থিত পাঠকের সঙ্গে কথা বলছেন। এই সরাসরি সম্বোধনকে apostrophe বলা হয়।
1
Updated: 2 months ago
What is the speaker's attitude towards death in the sixth stanza of "Ode to a Nightingale"?
Created: 1 month ago
A
He is terrified of it and begs the nightingale to save him
B
He sees it as an alluring and peaceful escape, calling it "easeful."
C
He is angry that death is inevitable
D
He sees death as a punishment for his sadness.
এই অংশে কবি মৃত্যুর প্রতি ভয় নয়, বরং এক ধরনের আকর্ষণ বা মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চান যে মৃত্যুকে তিনি কষ্টকর বা ভীতিকর কিছু হিসেবে দেখেন না, বরং একে gentle এবং welcome release হিসেবে কল্পনা করেন।
বিশেষ করে যখন তিনি নাইটিঙ্গেলের গানে বিমোহিত, তখন তার কাছে মৃত্যুর ধারণা হয়ে ওঠে এক ধরনের luxurious ও easeful অনুভূতি।
-
"Half in love with easeful Death": এখানে কবি স্বীকার করছেন যে তিনি মৃত্যুর প্রতি আংশিকভাবে প্রেমে পড়েছেন—অর্থাৎ মৃত্যুকে আরামদায়ক ও শান্তিপূর্ণ ভেবে ভালো লাগছে।
-
"Soft names": কবি মৃত্যুকে নরম ও স্নেহপূর্ণ নামে ডেকেছেন, যা তার ভয়হীনতার প্রতীক।
-
"Rich to die": এই বাক্যাংশে মৃত্যু যেন এক luxurious release বা সম্পদপূর্ণ আরাম হয়ে দাঁড়িয়েছে।
-
"No pain": মৃত্যু হবে without suffering, কোনো যন্ত্রণা ছাড়া এক শান্তিপূর্ণ প্রস্থান।
-
নাইটিঙ্গেলের গানের ecstasy-তে কবির কাছে মৃত্যুর ভাবনা হয়ে উঠেছে এক আকর্ষণীয়, এমনকি কাম্য চিন্তা—যেন এই মুহূর্তেই নিঃশব্দে মিলিয়ে যাওয়া সবচেয়ে বড়ো শান্তি।
1
Updated: 1 month ago
Keats's choice to abandon a secure, practical career for the uncertain and impoverished life of a poet is a classic example of:
Created: 1 month ago
A
A cynical worldview
B
A commitment to Enlightenment rationalism
C
The Romantic ideal of prioritising individual passion and imagination over societal convention
D
A desire for social and political advancement
Keats তার মেডিকেল ট্রেনিং Guy's Hospital-এ সম্পন্ন করেছিলেন এবং Society of Apothecaries-এর পরীক্ষায় পাস করে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করেছিলেন। এই যোগ্যতা তাকে general practitioner হিসেবে কাজ করার, রোগ নির্ণয় এবং ওষুধ প্রেস্ক্রাইব করার সুযোগ দিত।
কিন্তু তিনি একজন romantic ছিলেন এবং Romantic movement-এর মূলমন্ত্র ছিল individual feeling-এর গুরুত্ব, imagination-এর শক্তি এবং শিল্পের মাধ্যমে higher truth-এর সন্ধান।
Keats-এর জীবন পরিবর্তনকারী সিদ্ধান্তটি এই ধারণাকে পুরোপুরি প্রতিফলিত করে, কারণ তিনি practical এবং financial risk থাকা সত্ত্বেও তার অন্তরের শিল্পী কলাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন।
-
Keats completed medical training at Guy's Hospital.
-
He qualified as a licentiate of the Society of Apothecaries, enabling him to practice medicine.
-
Despite having a secure career path, he chose the life of a poet.
-
This choice reflects the Romantic ideal of prioritizing passion and imagination over societal convention.
-
His decision illustrates commitment to art and inner calling despite practical risks.
0
Updated: 1 month ago