"Lamia" by John Keats is a -
A
Narrative poem
B
Satire
C
Short story
D
Novel
উত্তরের বিবরণ
“Lamia” ও John Keats
-
"Lamia" হলো একটি narrative poem, যা ১৮১৯ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতাটি প্রেরণা পেয়েছে Robert Burton-এর Anatomy of Melancholy থেকে।
সংক্ষিপ্ত গল্প:
-
Lamia ছিলেন এক সুন্দরী নারী, যিনি শাস্তির কারণে বিষাক্ত সাপে পরিণত হন।
-
দেবতা Hermes তার সাহায্য করলে Lamia আবার মানুষের রূপ ফিরে পান।
-
Lamia Corinth নগরীতে গিয়ে Lycius নামের এক তরুণের প্রতি প্রেম অনুভব করেন।
-
Lamia তার জাদু দিয়ে Lycius কে মুগ্ধ করেন এবং তারা একসাথে সুখী জীবন শুরু করেন।
-
Lycius তার দার্শনিক শিক্ষক Apollonius এর উপদেশ উপেক্ষা করে Lamia-এর সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
-
বিয়ের অনুষ্ঠানে Apollonius Lamia-এর আসল পরিচয় প্রকাশ করেন এবং জানান যে তিনি এক সময় সাপ ছিলেন।
-
সত্য ফাঁস হবার সঙ্গে সঙ্গেই Lamia রহস্যময়ভাবে অদৃশ্য হয়ে যান এবং Lycius শোকে মারা যান।
John Keats (1795–1821):
-
British Romantic Poet, যিনি ছোট জীবনকালেও কাব্যকলা ও চিত্রভাষায় অনন্য প্রতিভা প্রদর্শন করেন।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness, A Death-Hunted Poet।
বিশিষ্ট রচনা:
-
Poems: Ode to Psyche, Ode to a Nightingale, Ode on a Grecian Urn, To Autumn, Ode on Melancholy, Isabella, Lamia

0
Updated: 1 day ago
In the second stanza of “To Autumn?, Autumn is personified as—
Created: 3 weeks ago
A
A farmer sleeping on the floor
B
A woman sitting carelessly
C
A hunter chasing birds
D
A child playing in the field
কিটস শরৎকে এক নারীর রূপে কল্পনা করেন—যে গুদামে বসে আছে, কখনও কাস্তে হাতে, কখনও অলসভাবে হেলে বসে। এই personification ঋতুকে মানবীয় রূপ দেয়, যা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য।

1
Updated: 3 weeks ago
Which poem ends with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
Created: 1 month ago
A
Ode on a Grecian Urn
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Kubla Khan
• The answer is - Ode on a Grecian Urn
• Ode on a Grecian Urn:
-
Written by John Keats, this poem is one of the most notable works of the Romantic Period.
-
It consists of 5 stanzas and was published in 1820.
-
The poem reflects on the art depicted on a Grecian urn, exploring the relationship between art, beauty, and truth.
• Famous Lines:
-
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know." -
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
• John Keats:
-
A British Romantic lyric poet, devoted to perfecting poetry through vivid imagery, sensuous appeal, and philosophical reflections on classical legends.
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness; also trained as a Physician and Surgeon.
-
Works include Sonnets, Odes, and Epics.
• Famous Poems:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci.
• Other Options:
-
Ode to the West Wind – by P. B. Shelley
-
Ode to a Nightingale – by John Keats
-
Kubla Khan – by Samuel Taylor Coleridge
Source: An ABC of English Literature by M Mofizar Rahman.

0
Updated: 1 month ago
John Keats, whose death is mourned in Shelley’s "Adonais", died from which cause?
Created: 1 day ago
A
Drowning
B
Tuberculosis
C
Duel
D
Suicide
Adonais ও Percy Bysshe Shelley
-
"Adonais" হলো একটি pastoral elegy, যেখানে মূলত মৃত্যু ও গ্রামীণ পরিবেশের বর্ণনা দেখা যায়।
-
কবিতাটি John Keats-এর মৃত্যুতে Percy Bysshe Shelley লিখেছিলেন, শোক প্রকাশের জন্য।
-
এই কবিতায় প্রকৃতি ও দেবতাদের শোক প্রকাশের আহ্বান লক্ষ্য করা যায়।
-
John Keats-এর মৃত্যু Tuberculosis-এর কারণে ঘটে।
-
গ্রীক পুরাণ অনুযায়ী, Adonais একজন তরুণ বীরের নাম।
Percy Bysshe Shelley (1792–1822)
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড।
-
শিক্ষা: Oxford University, কিন্তু ১৮১১ সালে বহিষ্কার হন “The Necessity of Atheism” লেখার কারণে।
-
Shelley-কে গণ্য করা হয় Revolutionary Poet ও “Poet of Hope and Regeneration” হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, যিনি একজন লেখিকা।
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci

0
Updated: 1 day ago