John Keats, whose death is mourned in Shelley’s "Adonais", died from which cause?
A
Drowning
B
Tuberculosis
C
Duel
D
Suicide
উত্তরের বিবরণ
Adonais ও Percy Bysshe Shelley
-
"Adonais" হলো একটি pastoral elegy, যেখানে মূলত মৃত্যু ও গ্রামীণ পরিবেশের বর্ণনা দেখা যায়।
-
কবিতাটি John Keats-এর মৃত্যুতে Percy Bysshe Shelley লিখেছিলেন, শোক প্রকাশের জন্য।
-
এই কবিতায় প্রকৃতি ও দেবতাদের শোক প্রকাশের আহ্বান লক্ষ্য করা যায়।
-
John Keats-এর মৃত্যু Tuberculosis-এর কারণে ঘটে।
-
গ্রীক পুরাণ অনুযায়ী, Adonais একজন তরুণ বীরের নাম।
Percy Bysshe Shelley (1792–1822)
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড।
-
শিক্ষা: Oxford University, কিন্তু ১৮১১ সালে বহিষ্কার হন “The Necessity of Atheism” লেখার কারণে।
-
Shelley-কে গণ্য করা হয় Revolutionary Poet ও “Poet of Hope and Regeneration” হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, যিনি একজন লেখিকা।
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci

0
Updated: 1 day ago
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" — Who quoted it?
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
Ode on a Grecian Urn
-
লেখক: John Keats
-
ধরন: English Romantic Lyric Poem
-
মূল বিষয়: একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের সম্পর্ক অনুসন্ধান।
-
বিখ্যাত উদ্ধৃতি:
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" -
অন্য উল্লেখযোগ্য উদ্ধৃতি:
-
"Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on" -
"She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!"
-
John Keats
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
বিশেষণ: Poet of Beauty
-
বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Source: Britannica

0
Updated: 2 weeks ago
Endymion is written by -
Created: 2 weeks ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion

0
Updated: 2 weeks ago
The urn is a “Sylvan historian” because—
Created: 3 weeks ago
A
It sings songs of the forest
B
It records the king’s laws
C
It tells silent stories through pictures
D
It describes gods and myths in words
কিটস আর্নকে “Sylvan historian” বলেছেন কারণ এর ছবিগুলো প্রকৃতির মতোই নীরব, কিন্তু শক্তিশালী ইতিহাস বলে। শব্দ নেই, তবুও চিত্রকলাই গল্প বলে যায়।

0
Updated: 3 weeks ago