John Keats, whose death is mourned in Shelley’s "Adonais", died from which cause?
A
Drowning
B
Tuberculosis
C
Duel
D
Suicide
উত্তরের বিবরণ
Adonais ও Percy Bysshe Shelley
-
"Adonais" হলো একটি pastoral elegy, যেখানে মূলত মৃত্যু ও গ্রামীণ পরিবেশের বর্ণনা দেখা যায়।
-
কবিতাটি John Keats-এর মৃত্যুতে Percy Bysshe Shelley লিখেছিলেন, শোক প্রকাশের জন্য।
-
এই কবিতায় প্রকৃতি ও দেবতাদের শোক প্রকাশের আহ্বান লক্ষ্য করা যায়।
-
John Keats-এর মৃত্যু Tuberculosis-এর কারণে ঘটে।
-
গ্রীক পুরাণ অনুযায়ী, Adonais একজন তরুণ বীরের নাম।
Percy Bysshe Shelley (1792–1822)
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড।
-
শিক্ষা: Oxford University, কিন্তু ১৮১১ সালে বহিষ্কার হন “The Necessity of Atheism” লেখার কারণে।
-
Shelley-কে গণ্য করা হয় Revolutionary Poet ও “Poet of Hope and Regeneration” হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, যিনি একজন লেখিকা।
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
0
Updated: 1 month ago
In “To Autumn,” what activity is described in the first stanza?
Created: 2 months ago
A
Harvesting and ripening of fruits
B
Singing of birds at dawn
C
Children playing in fields
D
Priests offering sacrifice
প্রথম স্তবকে কিটস দেখান কিভাবে শরৎ সূর্যের সঙ্গে মিলে ফল পাকায়, লাউ বড় করে তোলে, ফুলে মৌমাছির গুঞ্জন ভরে ওঠে। এটি ঋতুর প্রাচুর্য ও পূর্ণতার প্রতীক।
0
Updated: 2 months ago
According to the poem, where should one seek melancholy?
Created: 2 months ago
A
In temples of gods
B
In flowers, beauty, and joy
C
In the battlefield
D
In deep caves and tombs
কিটস বলেন, প্রকৃত বিষণ্ণতা অনুভব করতে হলে জীবনের সৌন্দর্যের দিকে তাকাতে হবে। গোলাপ, রং, প্রেম, সৌন্দর্য—সব জায়গায়ই দুঃখ লুকিয়ে আছে। তাই আনন্দ ও সৌন্দর্যের মধ্য দিয়েই মানুষ বিষণ্ণতাকে চিনতে পারে।
1
Updated: 2 months ago
What is the central theme of "Ode on a Grecian Urn"?
Created: 1 month ago
A
The triumph of love over hate
B
The celebration of a military victory
C
The contrast between the perfection of art and the imperfection of human life
D
The beauty of a simple, rural existence
এই কবিতার মূল দ্বন্দ্ব বা central tension পুরো কবিতাকে চালিত করে। Keats এই বিষয়টি অন্বেষণ করেছেন প্রাচীন urn-এ চিত্রিত দৃশ্যগুলো বিশ্লেষণ করে।
-
কালের অচল শিল্পের সৌন্দর্য (Perfection of Art): Urn-এর জগৎ একটি নিখুঁত মুহূর্তে স্থির, যেখানে সৌন্দর্য ও আনন্দ চিরন্তন।
-
যুবক প্রেমিকেরা কখনও বুড়ো হবে না, এবং তাদের প্রেম কখনও ফিকে হবে না ("For ever panting, and for ever young")।
-
সঙ্গীতজ্ঞের গান চিরকাল বাজবে, যদিও তা "sensual ear"-এর দ্বারা শোনা সম্ভব নয়।
-
বসন্তের দিন কখনও শেষ হবে না, এবং গাছ কখনও তাদের পাতা হারাবে না।
-
এই জগৎ স্থায়ী, অপরিবর্তনীয়, এবং নিখুঁত।
-
-
মানব জীবনের অসম্পূর্ণতা (Imperfection of Human Life): বক্তা, একজন সাধারণ মানুষ হিসেবে, এই শিল্পের নিখুঁত সৌন্দর্যকে মানব জীবনের বাস্তবতার সঙ্গে তুলনা করেন।
-
বাস্তব, "breathing human passion" অস্থায়ী এবং শেষ পর্যন্ত দুঃখ ও অসন্তোষ সৃষ্টি করে ("leaves a heart high-sorrowful and cloy'd, / A burning forehead, and a parching tongue")।
-
Urn-এর চিত্রগুলোর মতো নয়, মানুষ সময়, ক্ষয়, বয়স এবং মৃত্যুর অধীনে থাকে।
-
-
এই কবিতা মূলত এই বিরোধ নিয়ে গভীর চিন্তাভাবনা। এটি শিল্পের ক্ষমতাকে উদযাপন করে যা নিখুঁত সৌন্দর্যের একটি মুহূর্ত ধারণ করতে এবং চিরন্তন করে রাখতে পারে,
কিন্তু সেই একই সময়ে এই নিখুঁততার "শীতলতা" ও প্রাণহীনতা স্বীকার করে, যা মানব জীবনের উষ্ণ, জটিল এবং অস্থায়ী বাস্তবতার সঙ্গে তুলনা করলে বোঝা যায়।
0
Updated: 1 month ago