"Lyrical Ballads" was jointly published by Wordsworth and -
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Blake
D
Samuel Taylor Coleridge
উত্তরের বিবরণ
Lyrical Ballads ও Romantic যুগ
-
"Lyrical Ballads" রচনা ও প্রকাশ করেন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে।
-
এটি ১৭৯৮ সালে প্রকাশিত হয় এবং ইংরেজি সাহিত্যে Romantic যুগ শুরু করার পথপ্রদর্শক হিসেবে গণ্য হয়।
-
কবিতার সংগ্রহে মোট ২৩টি কবিতা রয়েছে: ১৯টি রচিত William Wordsworth এবং ৪টি রচিত S. T. Coleridge-এর।
-
এই গ্রন্থ English Literature-এ বিষয়বস্তু ও ধারা (Subject and Style)-তে উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
-
কবিতাগুলি সরল ভাষায় লেখা, অলংকার ও কৃত্রিমতা বিহীন, এবং সাধারণ মানুষের কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে।
-
Lyrical Ballads-এ প্রকাশিত কবিতাগুলো মূলত Romantic poetry-এর নিদর্শন।
0
Updated: 1 month ago
What specific element from his friend's dream particularly captivated Coleridge and served as a foundational image for the poem?
Created: 2 months ago
A
A ship sailing through a storm
B
A skeleton ship with figures on board
C
A lonely albatross following a ship
D
A man telling a long, sorrowful tale
Dream Inspiration in The Rime of the Ancient Mariner
-
এই স্বপ্নটি, যা Coleridge-এর পরিচিত John Cruikshank দ্বারা বলা হয়েছে, The Rime of the Ancient Mariner-এর সবচেয়ে ভয়ঙ্কর এবং আইকনিক supernatural দৃশ্যের ধারণা তৈরি করে।
-
এটি ghost ship বা ভূতিয় জাহাজের ছবি উদ্ভাবনের অনুপ্রেরণা দেয়, যেখানে Death এবং Life-in-Death একসাথে Mariner-এর আত্মার জন্য gamble করে।
-
স্বপ্নের এই ধারণা কবিতার মিষ্টির ভীতিকর ও অতিপ্রাকৃত উপাদানকে শক্তিশালী করেছে, যা পাঠকের মনে গভীর ছাপ ফেলে।
-
এখানে supernatural elements এবং মানুষের জীবন ও মৃত্যুর মধ্যকার dramatic tension স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
0
Updated: 1 month ago
The “sunless sea” symbolizes in Kubla Khan-
Created: 2 months ago
A
Fertility and growth
B
Eternal light
C
Joy and peace
D
Death and the unknown
“Sunless sea” বা সূর্যহীন সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু, শূন্যতা এবং অজানাকে নির্দেশ করে। Alph নদী প্রবাহিত হয়ে গিয়ে সেই সাগরে মিশে যায়। অর্থাৎ জীবনের সমস্ত প্রবাহ এক সময় মৃত্যুতে মিলিয়ে যায়। কোলরিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ঙ্কর সমাপ্তিকে পাশাপাশি স্থাপন করেছেন। এটি কবিতার দার্শনিক মাত্রা বাড়ায়।
1
Updated: 2 months ago
What is the main theme of Kubla Khan?
Created: 3 months ago
A
Imagination and creativity
B
Death
C
War
D
Love
0
Updated: 3 months ago