Who is the author of "Isabella"?
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
Lord Byron
D
William Wordsworth
উত্তরের বিবরণ
John Keats ও "Isabella"
-
"Isabella; or, The Pot of Basil" হলো John Keats রচিত একটি narrative poem।
-
লেখা হয় ১৮১৮ সালে এবং প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতাটি Giovanni Boccaccio-এর Decameron থেকে অনুপ্রাণিত।
কবিতার সারসংক্ষেপ:
-
Isabella একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আর Lorenzo হলো সেই পরিবারের একজন কর্মচারী।
-
Isabella ও Lorenzo প্রেমে পড়ে, কিন্তু Isabella-র ভাইরা Lorenzo-কে নিচু শ্রেণির মনে করে এবং সম্পর্ক মেনে নিতে চায় না।
-
তারা ষড়যন্ত্র করে Lorenzo-কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।
-
Isabella স্বপ্নে Lorenzo-র আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে।
-
পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে, তার মাথা কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয় এবং সেই গাছটি যত্ন করে লালন করে।
-
Isabella ধীরে ধীরে দুঃখ ও যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং মারা যায়।
John Keats (1795–1821):
-
একজন British Poet এবং Romantic period-এর কবি।
-
স্বল্পজীবনে কবিতা নিখুঁত করার চেষ্টা করেছেন, vivid imagery, sensuous appeal এবং classical legend-এর মাধ্যমে দর্শন প্রকাশে বিশেষজ্ঞ।
উপাধি:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
বিশেষ উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
0
Updated: 1 month ago
What is the speaker's attitude towards death in the sixth stanza of "Ode to a Nightingale"?
Created: 1 month ago
A
He is terrified of it and begs the nightingale to save him
B
He sees it as an alluring and peaceful escape, calling it "easeful."
C
He is angry that death is inevitable
D
He sees death as a punishment for his sadness.
এই অংশে কবি মৃত্যুর প্রতি ভয় নয়, বরং এক ধরনের আকর্ষণ বা মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি বোঝাতে চান যে মৃত্যুকে তিনি কষ্টকর বা ভীতিকর কিছু হিসেবে দেখেন না, বরং একে gentle এবং welcome release হিসেবে কল্পনা করেন।
বিশেষ করে যখন তিনি নাইটিঙ্গেলের গানে বিমোহিত, তখন তার কাছে মৃত্যুর ধারণা হয়ে ওঠে এক ধরনের luxurious ও easeful অনুভূতি।
-
"Half in love with easeful Death": এখানে কবি স্বীকার করছেন যে তিনি মৃত্যুর প্রতি আংশিকভাবে প্রেমে পড়েছেন—অর্থাৎ মৃত্যুকে আরামদায়ক ও শান্তিপূর্ণ ভেবে ভালো লাগছে।
-
"Soft names": কবি মৃত্যুকে নরম ও স্নেহপূর্ণ নামে ডেকেছেন, যা তার ভয়হীনতার প্রতীক।
-
"Rich to die": এই বাক্যাংশে মৃত্যু যেন এক luxurious release বা সম্পদপূর্ণ আরাম হয়ে দাঁড়িয়েছে।
-
"No pain": মৃত্যু হবে without suffering, কোনো যন্ত্রণা ছাড়া এক শান্তিপূর্ণ প্রস্থান।
-
নাইটিঙ্গেলের গানের ecstasy-তে কবির কাছে মৃত্যুর ভাবনা হয়ে উঠেছে এক আকর্ষণীয়, এমনকি কাম্য চিন্তা—যেন এই মুহূর্তেই নিঃশব্দে মিলিয়ে যাওয়া সবচেয়ে বড়ো শান্তি।
1
Updated: 1 month ago
What famous line concludes the ode?
Created: 2 months ago
A
“Love is eternal, life is fleeting”
B
“Truth is power, and beauty is glory”
C
“Beauty is truth, truth beauty,—that is all”
D
“Time shall destroy, but art shall remain”
শেষ লাইনে কিটস শিল্প ও জীবনের মূল দর্শন প্রকাশ করেছেন। সৌন্দর্যই সত্য, সত্যই সৌন্দর্য—এই দ্বৈততা মানুষকে শান্তি দেয়। এটি রোমান্টিক যুগের এক অমর উক্তি, যা আর্ন ও শিল্পের চিরন্তন বার্তা।
0
Updated: 2 months ago
John Keats wrote _____
Created: 3 months ago
A
Ode to the West Wind
B
Ode on a Grecian Urn
C
Tintern Abbey
D
The Ancient Mariner
The correct answer is: খ) Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn
-
এটি ইংরেজি Romantic period-এর বিখ্যাত কবি John Keats (1795-1821) রচিত একটি বিখ্যাত কবিতা।
-
১৮২০ সালে প্রকাশিত এই কবিতায় কবি একটি গ্রীক মৃৎপাত্র (urn)-এর চিত্রকল্পের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের চিরন্তন সম্পর্ক তুলে ধরেছেন।
-
কবিতাটি মোট ৫টি স্তবক (stanza) নিয়ে গঠিত।
-
বিখ্যাত সমাপ্তি দুটি পঙক্তি:
“Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know.”
Other Options বিশ্লেষণ:
ক) Ode to the West Wind — Percy Bysshe Shelley-রচিত।
গ) Tintern Abbey — William Wordsworth-রচিত।
ঘ) The Ancient Mariner — Samuel Taylor Coleridge-রচিত।
John Keats পরিচিতি:
-
তিনি “Poet of Beauty” নামে পরিচিত।
-
তার কবিতায় জীবনের সংক্ষিপ্ততা, সৌন্দর্যের চিরস্থায়িত্ব এবং কল্পনার জগৎ ফুটে ওঠে।
-
Keats-এর বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
La Belle Dame Sans Merci
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
(Source: Britannica)
0
Updated: 3 months ago