Who is the author of "Isabella"?
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
Lord Byron
D
William Wordsworth
উত্তরের বিবরণ
John Keats ও "Isabella"
-
"Isabella; or, The Pot of Basil" হলো John Keats রচিত একটি narrative poem।
-
লেখা হয় ১৮১৮ সালে এবং প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতাটি Giovanni Boccaccio-এর Decameron থেকে অনুপ্রাণিত।
কবিতার সারসংক্ষেপ:
-
Isabella একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা, আর Lorenzo হলো সেই পরিবারের একজন কর্মচারী।
-
Isabella ও Lorenzo প্রেমে পড়ে, কিন্তু Isabella-র ভাইরা Lorenzo-কে নিচু শ্রেণির মনে করে এবং সম্পর্ক মেনে নিতে চায় না।
-
তারা ষড়যন্ত্র করে Lorenzo-কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।
-
Isabella স্বপ্নে Lorenzo-র আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে।
-
পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে, তার মাথা কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয় এবং সেই গাছটি যত্ন করে লালন করে।
-
Isabella ধীরে ধীরে দুঃখ ও যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং মারা যায়।
John Keats (1795–1821):
-
একজন British Poet এবং Romantic period-এর কবি।
-
স্বল্পজীবনে কবিতা নিখুঁত করার চেষ্টা করেছেন, vivid imagery, sensuous appeal এবং classical legend-এর মাধ্যমে দর্শন প্রকাশে বিশেষজ্ঞ।
উপাধি:
-
Poet of Beauty
-
Poet of Sensuousness
-
A Death-Hunted Poet
বিশেষ উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia

0
Updated: 1 day ago
In the second stanza of “To Autumn?, Autumn is personified as—
Created: 3 weeks ago
A
A farmer sleeping on the floor
B
A woman sitting carelessly
C
A hunter chasing birds
D
A child playing in the field
কিটস শরৎকে এক নারীর রূপে কল্পনা করেন—যে গুদামে বসে আছে, কখনও কাস্তে হাতে, কখনও অলসভাবে হেলে বসে। এই personification ঋতুকে মানবীয় রূপ দেয়, যা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য।

1
Updated: 3 weeks ago
What is the central paradox of the poem?
Created: 3 weeks ago
A
Joy is stronger than death
B
Melancholy lives in beauty and pleasure
C
Life is endless and eternal
D
Death is a form of love
কিটস দেখান যে আনন্দ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী। ফুল ঝরে যায়, প্রেম ভেঙে যায়, রঙ ফিকে হয়ে যায়। এই ক্ষণস্থায়ীত্বই বিষণ্ণতার জন্ম দেয়। তাই দুঃখ আসলে সৌন্দর্য ও আনন্দের সঙ্গী। এটাই কবিতার মূল বৈপরীত্য বা paradox।

0
Updated: 3 weeks ago
Why are the lovers on the urn “happy”?
Created: 3 weeks ago
A
Because they will soon marry
B
Because they have conquered a kingdom
C
Because they will never fade or die
D
Because they are blessed by gods
কিটস বলেন, আর্নের প্রেমিক-প্রেমিকা চিরকাল প্রেমের মুহূর্তে থেমে থাকবে। তারা বুড়ো হবে না, সৌন্দর্য ম্লান হবে না। যদিও তারা কখনও একত্র হবে না, তবুও তাদের প্রেম অমর।

0
Updated: 3 weeks ago