Who wrote the poetry collection titled "Songs of Innocence"?
A
Jane Austen
B
Lord Byron
C
William Wordsworth
D
William Blake
উত্তরের বিবরণ
William Blake ও "Songs of Innocence"
-
"Songs of Innocence" হলো William Blake রচিত একটি বিখ্যাত poetry collection।
-
প্রকাশিত হয় 1789 সালে।
-
Blake-এর দুটি প্রধান কাব্যগ্রন্থ হলো: Songs of Innocence (1789) এবং Songs of Experience (1794)।
-
Songs of Innocence-এ ১৯টি কবিতা রয়েছে, যা শিশুদের সরলতা, নিষ্পাপতা ও ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা।
-
কবিতাগুলিতে পৃথিবীকে কোমল, নির্মল ও আত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হয়েছে।
-
Blake 1794 সালে Songs of Innocence এবং Songs of Experience-এর সংযুক্ত সংস্করণ প্রকাশ করেন।
-
Songs of Experience-এ ২৬টি কবিতা আছে, যা Songs of Innocence-এর প্রত্যুত্তর হিসেবে বিবেচিত।
William Blake (1757–1827):
-
একজন ইংরেজ কবি, চিত্রশিল্পী ও দার্শনিক।
-
ইংরেজ সাহিত্যের প্রারম্ভিক Romantic যুগের অন্যতম মহাপ্রতিভা হিসেবে বিবেচিত।
-
Blake-এর মূল পেশা ছিল engraver এবং watercolor painter।
-
কল্পনাশক্তি, ধর্মীয় চিন্তা এবং প্রতীকী ভাষার জন্য বিখ্যাত।
-
জীবদ্দশায় তেমন জনপ্রিয় ছিলেন না, তবে মৃত্যুর পর ইংরেজ সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি হিসেবে স্বীকৃতি পান।
বিশেষ উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Marriage of Heaven and Hell
-
Milton, a Poem
-
The Divine Image
-
A Vision of the Last Judgment
-
Jerusalem
-
London
-
The Tyger
-
The Lamb
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
Visions of the Daughters of Albion
0
Updated: 1 month ago
___ was both a poet and a painter.
Created: 3 months ago
A
John Keats
B
Spenser
C
William Blake
D
John Donne
William Blake ছিলেন একাধারে কবি (Poet), যাজক (Priest) ও চিত্রকর (Painter)। তাঁকে কখনও স্বপ্নচারী কবি (Visionary Poet), কখনও বাইবেলের কবি (Poet of Bible) বলা হয়। তিনি ছিলেন রোমান্টিসিজম এর অগ্রদূত (The Precursor of Romanticism)। অনেক ইতিহাসবিদ তাকে রোমান্টিক যুগের লেখক বলেও আখ্যায়িত করে থাকেন। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মসমূহ নিম্নরূপ-
Poems: 1. Songs of Innocence 3. Vala, or The Four Zoas 2. Songs of Experience 4. Milton: A poem
Famous Book: Marriage of Hell and Heaven
0
Updated: 3 months ago
William Blake was both -
Created: 1 month ago
A
poet and dramatist
B
poet and dramatist
C
dramatist and painter
D
poet and cartoonist
William Blake ছিলেন একজন বহুমুখী ইংরেজ শিল্পী, খোদাইকর্মী, কবি এবং দার্শনিক চিন্তাবিদ। তিনি একসাথে engraver, artist, poet এবং author হিসেবে পরিচিত। Blake মূলত Songs of Innocence (১৭৮৯) এবং Songs of Experience (১৭৯৪)-এ প্রকাশিত গীতিকবিতার জন্য এবং গভীর, প্রায়শই ভবিষ্যদ্বাণীমূলক রচনার জন্য সুপরিচিত।
-
লেখক ও শিল্পী: William Blake
-
ধরণ: Poet, Painter, Engraver, Author
-
প্রসঙ্গ: মানবিক অনুভূতি, সৌন্দর্য, সমাজ ও দর্শনীয় চিন্তাভাবনা
William Blake-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
Songs of Experience
-
Songs of Innocence
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion
0
Updated: 1 month ago
The Prelude is written by -
Created: 1 month ago
A
William Wordsworth
B
P.B. Shelley
C
John Keats
D
Lord Byron
The Prelude রচিত হয়েছে William Wordsworth দ্বারা।
The Prelude:
-
পূর্ণ শিরোনাম: The Prelude, or Growth of a Poet’s Mind। এটি autobiographical poem হিসেবে পরিচিত।
-
কবি ১৭৯৮ সালে লেখা শুরু করেন এবং ১৮৫০ সালে প্রকাশিত হয়।
-
কবির শৈশবের অভিজ্ঞতা এবং কবিসত্তার বিকাশের ইতিহাস নিয়ে দীর্ঘ কবিতাটি রচিত।
-
কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে (blank verse) লেখা হয়েছে এবং ১৪টি অংশ বা books-এ বিন্যস্ত।
William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
পরিচিতি: ‘Poet of Nature’
-
তাকে Lake Poet বলা হয়, কারণ তিনি Northern England-এর Lake District-এ জন্মগ্রহণ করেন।
বিখ্যাত কবিতাসমূহ:
-
The Solitary Reaper
-
Tintern Abbey
-
Rainbow
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
নাটক:
-
The Borderers (William Wordsworth-এর একমাত্র নাটক)
উল্লেখযোগ্য বিভ্রান্তি:
-
ইংরেজি সাহিত্যে Prelude শিরোনামসহ বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে:
-
Preludes - কবিতা, T. S. Eliot
-
Prelude - ছোটগল্প, Katherine Mansfield
-
A Prelude - উপন্যাস, D. H. Lawrence
-
Source:
0
Updated: 1 month ago