Who wrote the poem "She Walks in Beauty"?
A
William Wordsworth
B
John Keats
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
উত্তরের বিবরণ
Lord Byron ও "She Walks in Beauty"
-
"She Walks in Beauty" হলো Lord Byron রচিত একটি lyric poem।
-
লেখা হয় ১৮১৪ সালে।
-
কবিতার speaker এক মহিলার সৌন্দর্য নিয়ে চিন্তাভাবনা করেন।
-
কবিতার প্রারম্ভিক লাইন:
She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies.
Lord Byron (1788–1824):
-
একজন British Romantic Poet এবং Satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব Europe-এর কল্পনাকে আলোড়িত করেছিল।
-
তিনি বহু বিতর্কিত বিষয়ে জড়িত ছিলেন, বিশেষ করে illegal love affairs।
-
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি: Don Juan (1824), যা একটি Epic Satire।
-
উপাধি: "Rebel Poet"।
-
মৃত্যু হয়েছে Greece-এ।
বিশেষ উল্লেখযোগ্য কাজসমূহ:
-
The Vision of Judgment (1822)
-
Childe Harold’s Pilgrimage (Autobiographical poem; তার সবচেয়ে জনপ্রিয় কাজ)
-
Hours of Idleness (Poetry Volume)
-
Lara
-
English Bards and Scotch Reviewers
-
Giaour
-
Manfred
-
Sardanapalus
-
The Bride of Abydos
-
The Two Foscari
-
The Corsair
-
Robert Southee
0
Updated: 1 month ago
Childe Harold's Pilgrimage was written by -
Created: 1 month ago
A
William Blake
B
John Keats
C
Jane Austen
D
Lord Byron
Childe Harold’s Pilgrimage ও Lord Byron
-
Childe Harold's Pilgrimage হলো Lord Byron-এর autobiographical poem।
-
এটি একটি দীর্ঘ narrative poem, যা মোট চারটি Canto-তে প্রকাশিত হয়।
-
Harold-এর চরিত্রে মূলত Lord Byron-এর নিজের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।
-
এই কবিতার মাধ্যমে Lord Byron-এর কবি খ্যাতি ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ে।
Lord Byron (1788–1824):
-
British Romantic Poet এবং Satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপের সাহিত্য জগৎকে প্রভাবিত করেছে।
-
বিতর্কিত ব্যক্তিত্বের জন্য পরিচিত, বিশেষ করে illegal love affairs-এর কারণে।
-
প্রধান সৃষ্টিঃ Don Juan (1824), যা একটি Epic Satire।
-
উপাধিঃ Rebel Poet।
-
মৃত্যুস্থানঃ Greece।
Lord Byron-এর উল্লেখযোগ্য রচনা:
-
Poems: The Vision of Judgment (1822), Childe Harold’s Pilgrimage, Hours of Idleness, Lara, English Bards and Scotch Reviewers, Giaour, Manfred, Sardanapalus, The Bride of Abydos, The Two Foscari, The Corsair, Robert Southee.
0
Updated: 1 month ago
‘Man’s love is of man’s life a thing apart, Tis woman’s whole existence.’ -This is taken from the poem of -
Created: 2 months ago
A
P. B. Shelley
B
Lord Byron
C
John Keats
D
Edmund Spenser
Lord Byron এবং Don Juan
-
উক্তিটি Lord Byron এর Don Juan কবিতা থেকে নেওয়া হয়েছে:
"Man's love is of man's life a thing apart,
'Tis woman's whole existence." -
Don Juan:
-
এটি Romantic যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গকবি Lord Byron এর লেখা একটি satirical picaresque verse কবিতা।
-
কাহিনীর কেন্দ্রীয় চরিত্র Don Juan, যাকে একজন womanizer এবং সহজেই নারীদের প্রলোভনে পড়ে এমন চরিত্র হিসেবে চিত্রিত করা হয়েছে।
-
নামটি স্প্যানিশ কিংবদন্তি Don Juan থেকে নেওয়া হয়েছে, তবে কাহিনী সম্পূর্ণ ভিন্ন।
-
কবিতার আকার প্রায় পাঁচ হাজার লাইন।
-
কবিতার কিছু জনপ্রিয় উক্তি:
-
"Sweet is revenge—especially to women."
-
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
-
-
গুরুত্বপূর্ণ চরিত্র: Don Juan, Donna Inez, Donna Julia, Don Alfonso ইত্যাদি।
-
-
Lord Byron (George Gordon Byron, 6th Baron Byron):
-
জন্ম: ২২ জানুয়ারি, ১৭৮৮, লন্ডন, ইংল্যান্ড
-
মৃত্যু: ১৯ এপ্রিল, ১৮২৪, মিসোলঙ্গি, গ্রীস
-
তিনি একজন ব্রিটিশ Romantic কবি ও ব্যঙ্গকার, যিনি তার কবিতা এবং ব্যক্তিত্বের মাধ্যমে ইউরোপের কল্পনাশক্তি আকর্ষণ করেছেন।
-
জন্মগত একটি অসুবিধা (clubfoot) তাকে জীবনের বেশিরভাগ সময় তার শারীরিক চেহারার জন্য সংবেদনশীল করে তোলে।
-
-
Lord Byron এর উল্লেখযোগ্য কাব্যকর্ম:
-
Beppo, Childe Harold’s Pilgrimage, Don Juan, English Bards and Scotch Reviewers, Giaour, Hours of Idleness, Lara, Manfred, Sardanapalus, The Bride of Abydos, The Corsair, The Prisoner of Chillon, The Two Foscari ইত্যাদি।
-
উৎস: Britannica, Enotes
0
Updated: 2 months ago
The Vision of Judgement is written by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Samuel Taylor Coleridge
C
Percy Bysshe Shelley
D
William Wordsworth
The Vision of Judgement হলো Lord Byron-এর রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যা মূলত Poet Laureate Robert Southey-এর A Vision of Judgement-এর জবাবে লেখা। কবিতায় irony, hyperbole, এবং sarcasm ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র ও সমাজব্যবস্থার ব্যঙ্গ করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron), একজন British Romantic Poet এবং Satirist।
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
উল্লেখযোগ্য কবিতা:
-
She walks in Beauty
-
The Vision of Judgement
উৎস:
0
Updated: 1 month ago