Who wrote the poem "She Walks in Beauty"?
A
William Wordsworth
B
John Keats
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
উত্তরের বিবরণ
Lord Byron ও "She Walks in Beauty"
-
"She Walks in Beauty" হলো Lord Byron রচিত একটি lyric poem।
-
লেখা হয় ১৮১৪ সালে।
-
কবিতার speaker এক মহিলার সৌন্দর্য নিয়ে চিন্তাভাবনা করেন।
-
কবিতার প্রারম্ভিক লাইন:
She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies.
Lord Byron (1788–1824):
-
একজন British Romantic Poet এবং Satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব Europe-এর কল্পনাকে আলোড়িত করেছিল।
-
তিনি বহু বিতর্কিত বিষয়ে জড়িত ছিলেন, বিশেষ করে illegal love affairs।
-
সর্বশ্রেষ্ঠ সৃষ্টি: Don Juan (1824), যা একটি Epic Satire।
-
উপাধি: "Rebel Poet"।
-
মৃত্যু হয়েছে Greece-এ।
বিশেষ উল্লেখযোগ্য কাজসমূহ:
-
The Vision of Judgment (1822)
-
Childe Harold’s Pilgrimage (Autobiographical poem; তার সবচেয়ে জনপ্রিয় কাজ)
-
Hours of Idleness (Poetry Volume)
-
Lara
-
English Bards and Scotch Reviewers
-
Giaour
-
Manfred
-
Sardanapalus
-
The Bride of Abydos
-
The Two Foscari
-
The Corsair
-
Robert Southee
0
Updated: 1 month ago
The Vision of Judgement, written by Byron, is considered a/an –
Created: 1 month ago
A
Satirical poem
B
Epic
C
Play
D
Elegy
The Vision of Judgement একটি ব্যঙ্গাত্মক কবিতা যা লর্ড বায়রন রচনা করেছেন, যেখানে তিনি ইংরেজি সাহিত্য ও ধর্মীয় তত্ত্বের প্রতি বিদ্রুপমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এই কবিতায় বিচার ও ধর্মীয় ধ্যান-ধারার প্রতি ব্যঙ্গ ফুটে উঠেছে, বিশেষ করে স্যামুয়েল জনসনের মূল The Vision of Judgment কাব্যের প্রতিক্রিয়া হিসেবে। আঙ্গিকগতভাবে এটি সম্পূর্ণভাবে satirical এবং সমালোচনামূলক, যা লর্ড বায়রনের রসবোধ ও সমাজ-ধর্ম সমালোচনার প্রতিফলন ঘটায়। এটি কোনও মহাকাব্য, নাটক বা শোককাব্য নয়।
-
The Vision of Judgement:
-
এটি Lord Byron রচিত।
-
এটি একটি satirical poem।
-
কবিতায় আকাশে সংঘটিত এক বিতর্কের বর্ণনা রয়েছে, যেখানে জর্জ III-এর আত্মার ভাগ্য নিয়ে আলোচনা হয়।
-
-
Lord Byron:
-
পুরো নাম: George Gordon Byron।
-
তিনি একজন British Romantic poet এবং satirist।
-
তার কবিতা এবং ব্যক্তিত্ব ইউরোপীয় কল্পনাশক্তি এবং সাহিত্যিক চেতনার উপর গভীর প্রভাব ফেলেছিল।
-
-
Notable Works:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred
-
0
Updated: 1 month ago
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." - This is quoted by -
Created: 2 months ago
A
Lord Byron
B
Alexander Pope
C
Francis Bacon
D
Robert Browning
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure." – Lord Byron
Don Juan:
-
জন্ম: স্পেনের সেভিল শহরে।
-
বাবা-মা সুখী ছিলেন না, বাবার মৃত্যু হলে মা তাকে বড় করেন।
-
কৈশোরে এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক গড়ে ওঠে।
-
স্পেন ত্যাগের পথে জাহাজডুবি থেকে কোনোমতে বেঁচে যান।
-
জলদস্যুরা তাকে দাস হিসেবে বিক্রি করে; পরে তুরস্কে এক মহিলার হাতে পড়েন।
-
তিনি পালিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেন এবং আবারও এক বিবাহিতা মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেন।
বিখ্যাত উক্তি:
-
"Sweet is revenge — especially to women."
-
"Pleasure's a sin, and sometimes sin's a pleasure."
-
"Man's love is of man's life a thing apart, 'Tis woman's whole existence."
Lord Byron:
-
পূর্ণ নাম: George Gordon Byron।
-
British Romantic poet ও satirist।
-
তার কবিতা ও ব্যক্তিত্ব ইউরোপে আলোড়ন তোলে।
Notable Works:
-
Beppo
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
Giaour
-
Lara
-
Manfred
0
Updated: 2 months ago
The Vision of Judgement is written by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Samuel Taylor Coleridge
C
Percy Bysshe Shelley
D
William Wordsworth
The Vision of Judgement হলো Lord Byron-এর রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যা মূলত Poet Laureate Robert Southey-এর A Vision of Judgement-এর জবাবে লেখা। কবিতায় irony, hyperbole, এবং sarcasm ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র ও সমাজব্যবস্থার ব্যঙ্গ করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron), একজন British Romantic Poet এবং Satirist।
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
উল্লেখযোগ্য কবিতা:
-
She walks in Beauty
-
The Vision of Judgement
উৎস:
0
Updated: 1 month ago