"Poetry is the spontaneous overflow of powerful feelings" appears in -
A
Biographia Literaria
B
The Prelude
C
Preface to Lyrical Ballads
D
Don Juan
উত্তরের বিবরণ
Preface to Lyrical Ballads ও William Wordsworth
-
“Poetry is the spontaneous overflow of powerful feelings” উক্তিটি পাওয়া যায় Preface to Lyrical Ballads-এ।
Preface to Lyrical Ballads:
-
এটি রোমান্টিক যুগের একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
-
মূলত কয়েকটি Romantic কবিতার সংকলন বা collection of poems।
-
১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে এটি প্রকাশ করেন।
-
সংকলনে মোট ২৩টি কবিতা আছে, যার মধ্যে ১৯টি কবিতা লেখা Wordsworth এবং ৪টি Coleridge দ্বারা।
William Wordsworth:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England।
-
তার সাহিত্যিক জীবনের প্রাথমিক সময়ে The French Revolution তাকে অনুপ্রাণিত করে এবং এর প্রভাব তার কবিতায় প্রতিফলিত হয়।
-
কবিতা যেমন London, 1802 এবং নাটক The Borderers-এ French Revolution-এর প্রভাব দেখা যায়।
-
তাকে The Father of the Romantic Age বলা হয়।
-
Lake Poet উপাধি প্রাপ্ত, কারণ তার বাল্যকাল Lake District-এ কাটে।
-
১৮৪৩ সালে তিনি Poet Laureate হিসেবে সম্মানিত হন।
প্রখ্যাত কাজসমূহ:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow (Poem)
-
Lucy Poems ইত্যাদি
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet

0
Updated: 1 day ago
Which quality of Romantic poetry shows a strong connection with nature?
Created: 1 month ago
A
Love of Nature
B
Love of Wealth
C
Love of Politics
D
Love of Science
রোমান্টিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতিপ্রেম। এই সময়ের কবিরা প্রকৃতিকে শুধু সৌন্দর্যের উৎস হিসেবে নয়, মানুষের শিক্ষক ও আত্মার নিরাময়কারী হিসেবে দেখেছেন। Wordsworth, Coleridge, Shelley প্রমুখ প্রকৃতির দৃশ্যপটকে কবিতার কেন্দ্রে এনেছেন। তাঁদের মতে, প্রকৃতি মানুষের অন্তরের সাথে কথা বলে এবং নৈতিক শিক্ষা দেয়। তাই প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক রোমান্টিক যুগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago
Who wrote the following lines : "all at once I saw/a crowd, a host of golden daffodils"?
Created: 1 month ago
A
Wordsworth
B
Herrick
C
Shelley
D
Keats
William Wordsworth wrote the following lines:
"All at once I saw
a crowd, a host of golden daffodils"?
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।
• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।
• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন -
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'
• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।
• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.
• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.
• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে,
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন।
- তন্মধ্যে -
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes
Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

0
Updated: 1 month ago
Which poem expresses a longing for the past and innocence?
Created: 1 month ago
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
My Last Duchess
D
Kubla Khan

0
Updated: 1 month ago