Ruminant
A
Cud-chewing animal
B
Soup
C
Gossip
D
Noise-maker
উত্তরের বিবরণ
The word 'Ruminant' means - Cud-chewing animal.
• ‘Ruminant’ শব্দটির অর্থ — জাবর কাটা প্রাণী।
• Ruminant (noun):
-
ইংরেজি অর্থ: এমন একধরনের প্রাণী যারা তাদের খাদ্য গিলে ফেলার পর পুনরায় তা মুখে তুলে চিবিয়ে খায়; যেমন গরু, ছাগল, ভেড়া কিংবা হরিণ।
-
বাংলা অর্থ: রোমন্থনকারী বা জাবর কাটা প্রাণী।
• অপরদিকে:
-
Soup: তরল খাদ্যবিশেষ; ঝোল বা স্যুপ।
-
Gossip: গালগল্প বা ভিত্তিহীন আলোচনা; জল্পনা।
-
Noise-maker: যিনি বা যা গোলমাল সৃষ্টি করে।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।
২. কেমব্রিজ ডিকশনারি।
0
Updated: 3 months ago
Camouflage means -
Created: 15 hours ago
A
disappear
B
undercover
C
disguise
D
none
এই দুটি ইংরেজি শব্দের অর্থ কাছাকাছি হলেও প্রয়োগে পার্থক্য রয়েছে। Camouflage মূলত পরিবেশের সঙ্গে মিশে গিয়ে দৃষ্টিকে ধোঁকা দেওয়ার কৌশল বোঝায়, আর Disguise বোঝায় নিজের আসল পরিচয় গোপন রাখার জন্য ছদ্মবেশ ধারণ করা। নিচে বিশ্লেষণ দেওয়া হলো—
-
Camouflage: এমন এক রকম সাজ বা রঙ ব্যবহার, যাতে কেউ বা কিছু চারপাশের পরিবেশের সঙ্গে মিশে গিয়ে চোখে না পড়ে। সাধারণত প্রাণীজগৎ ও সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন— সৈন্যরা শত্রুর চোখে ধোঁকা দিতে পোশাকের রঙে পরিবেশের সঙ্গে মিল রাখে।
-
Disguise: নিজের আসল রূপ, পরিচয় বা উদ্দেশ্য গোপন করার জন্য ছদ্মবেশ ধারণ করা। এটি পোশাক, মুখোশ বা আচরণের মাধ্যমে হতে পারে। যেমন— কেউ অপরাধ এড়াতে নিজের চেহারা ও পোশাক পরিবর্তন করে।
দুই ক্ষেত্রেই উদ্দেশ্য একই— দৃষ্টিকে বিভ্রান্ত করা, তবে Camouflage প্রকৃতির বা পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য, আর Disguise ব্যক্তি বা পরিচয় গোপন রাখার জন্য ব্যবহৃত হয়।
0
Updated: 15 hours ago
'Venerate' Means-
Created: 3 months ago
A
defame
B
abuse
C
respect
D
accuse
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 3 months ago
What is the primary English meaning of the adjective "Irksome"?
Created: 2 months ago
A
Causing joy and excitement
B
Promoting relaxation and ease
C
Causing irritation or annoyance
D
Encouraging creativity and focus
0
Updated: 2 months ago