The children studied in a class room ____ windows were never opened.
A
that
B
which
C
where
D
whose
উত্তরের বিবরণ
সম্পূর্ণ বাক্য:
The children studied in a classroom whose windows were never opened.
বাংলা অর্থ:
শিশুরা এমন একটি ক্লাসরুমে পড়াশোনা করেছিল, যার জানালা কখনোই খোলা হয়নি।
Relative Pronoun ব্যাখ্যা:
-
দুটি বাক্য একত্রিত করার জন্য relative pronoun যেমন who, which, whose, whom, that ইত্যাদি ব্যবহার করা হয়।
-
এখানে প্রথম বাক্যের অর্থ হলো: শিশুরা একটি ক্লাসরুমে পড়াশোনা করছিল।
-
দ্বিতীয় বাক্যের অর্থ হলো: জানালা কখনোই খোলা হয়নি।
-
যেহেতু জানালা ক্লাসরুমের মালিকানাধীন (possessive relationship), তাই relative pronoun হিসেবে ‘whose’ ব্যবহার করতে হবে।
-
‘whose’ নির্দেশ করে কার/কোন বস্তু বা ব্যক্তির মালিকানা বা সম্পর্ক।
-
তাই ‘whose windows’ দিয়ে বোঝানো হয় সেই ক্লাসরুম যার জানালা খোলা হয়নি।
-
এভাবে দুটি বাক্য যুক্ত হয়ে অর্থবোধক ও প্রাঞ্জল একটি বাক্য রচিত হয়।

0
Updated: 2 months ago
Choose the right word to fill the blank : Two of the children have to sleep in one bed, but the other three have ______ ones.
Created: 1 month ago
A
different
B
separate
C
complete
D
lonely
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো—
ক) Different: মানে ভিন্ন বা অন্য রকম।
খ) Separate: মানে আলাদা, পৃথক, বিভক্ত।
গ) Complete: মানে সম্পূর্ণ বা শেষ হওয়া।
ঘ) Lonely: মানে একা বা নিঃসঙ্গ।
এখন বাক্যটি দেখি:
"Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones."
এই বাক্যে যদি separate শব্দটি বসানো হয়, তাহলে বাক্যের অর্থ হয়:
“দুইজন শিশুকে এক বিছানায় ঘুমাতে হয়, কিন্তু বাকি তিনজনের আলাদা বিছানা আছে।”
এখানে "আলাদা বিছানা" বোঝাতে separate শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ বাক্যে বিছানাগুলোর আলাদা হওয়া বোঝানো হয়েছে।
তাই সঠিক উত্তর: separate।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 month ago
A rocket flying to the moon does not need wings because-
Created: 1 month ago
A
it has no engine
B
space has too much dust
C
it has no fuel
D
space is airless
চাঁদে উড়ে যাওয়া রকেটের ডানার প্রয়োজন হয় না কারণ স্থান বায়ুহীন।
রকেটের ডানা বা উইং মাধ্যাকর্ষণ শক্তি বা বাতাসের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়, কিন্তু মহাকাশে কোনো বায়ু বা বায়ুচাপ নেই, তাই ডানার প্রয়োজন হয় না।
Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
So rocket does not need wings because space is airless.

0
Updated: 1 month ago
He insisted _____ there. (Fill in the gap)
Created: 3 weeks ago
A
on my going
B
is to go
C
over going
D
to go
Complete Sentence Example:
-
He insisted on my going there.
ব্যাখ্যা: Insist on / Insist upon / Insist on doing something
-
অর্থ: কোনো কিছুতে জোর দেওয়া বা কড়া দাবী করা, এমনকি যদি অন্যরা বিরক্ত হয় বা মনে করে সেটা আপনার জন্য ঠিক নয়।
-
ব্যবহার: insist on / upon এর পরে verb-এর -ing ফর্ম লাগে।
উদাহরণ:
-
He insisted on my going there.
-
She insists on doing everything her own way.
-
He insisted on seeing her.
উৎস: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 3 weeks ago