“Computer Virus” এর আনুষ্ঠানিক সংজ্ঞা প্রথম প্রদান করেন কে?
A
অ্যালান টুরিং
B
ফ্রেড কোহেন
C
জন ম্যাক্যাফি
D
জন ভন নিউম্যান
উত্তরের বিবরণ
কম্পিউটার ভাইরাস (Computer Virus)
-
১৯৮০ সালে ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসকে আনুষ্ঠানিকভাবে সংজ্ঞায়িত করেন। তিনি ভাইরাসকে এমন একটি প্রোগ্রাম হিসেবে বর্ণনা করেছেন যা অন্য প্রোগ্রামকে সংক্রমিত করতে পারে এবং নিজেকে অনুলিপি করতে সক্ষম।
-
ভাইরাস হলো একটি প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় এবং তথ্য ও উপাত্তকে আক্রমণ করে ক্ষতি করতে পারে।
-
ভাইরাসের সংক্ষিপ্ত রূপ হলো “Vital Information Resources Under Seize”।
-
কম্পিউটার ভাইরাস ধীরে ধীরে সংক্রমণ ছড়ায় এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করতে পারে।
-
ভাইরাস থেকে সুরক্ষার জন্য অ্যান্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয়।
কম্পিউটার ভাইরাসের ধরন:
-
বুট সেক্টর ভাইরাস
-
ট্রোজান হর্স ভাইরাস
-
ফাইল সংক্রামক ভাইরাস
-
ম্যাক্রো ভাইরাস
-
ওভাররাইটিং ভাইরাস
-
মেমোরি রেসিডেন্ট ভাইরাস
-
মিউটেটিং ভাইরাস
-
স্টোন ভাইরাস
-
ভিয়েনা ভাইরাস
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম ভাইরাস তত্ত্বের ধারণা দেন → জন ভন নিউম্যান
-
ভাইরাসের সংজ্ঞা দেন → ফ্রেড কোহেন
-
অ্যান্টিভাইরাস তৈরি করেন → জন ম্যাক্যাফি

0
Updated: 1 day ago
কম্পিউটার ভাইরাস কি?
Created: 1 month ago
A
একটি ক্ষতিকারক জীবাণু
B
একটি ক্ষতিকারক সার্কিট
C
একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
D
একটি ক্ষতিকারক প্রোগ্রাম
কম্পিউটার ভাইরাস
-
কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের মেমরিতে প্রবেশ করে গোপনে ছড়ায়। এটি মূল্যবান তথ্য বা প্রোগ্রাম নষ্ট করতে পারে এবং অনেক সময় পুরো কম্পিউটারকে অচল করে দিতে পারে।
-
CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। ভাইরাসটির নামও তার নামের আদ্যক্ষর থেকে এসেছে – CIH।
-
এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller নামেও ডাকা হয়।
-
২৬ এপ্রিল ১৯৯৯ সালে, এই ভাইরাসের আক্রমণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কম্পিউটার বিপর্যয়ের মুখোমুখি হয়।
কিছু পরিচিত কম্পিউটার ভাইরাসের উদাহরণ:
-
ভিবিএস/হেল্পার
-
ওয়ার্ম
-
ভিবিএস/আকুই
-
ট্রোজান হর্স
-
এক্স ৯৭এম/হপার.আর
-
মাইক্রো ভাইরাস
-
বুট সেক্টর ভাইরাস
-
জেরুজালেম
-
স্টোন
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা
-
সিআইএইচ
উৎসঃমাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
Polymorphic Virus-এর প্রধান বৈশিষ্ট্য কী?
Created: 1 day ago
A
এটি একসাথে একাধিক ফাইলে আক্রমণ করে
B
এটি নিজের কোড পরিবর্তন করে অ্যান্টিভাইরাস শনাক্তকরণ এড়ায়
C
এটি কেবল ইন্টারনেটের মাধ্যমে ছড়ায়
D
এটি শুধু .exe ফাইল আক্রমণ করে
Polymorphic Virus
-
Polymorphic Virus হলো এমন একটি উন্নত কম্পিউটার ভাইরাস যা প্রতিবার নিজেকে কপি বা নতুন ফাইলে ছড়ানোর সময় নিজের কোড বা এনক্রিপশন পদ্ধতি পরিবর্তন করে।
-
ফলে একই ভাইরাস প্রতিবার ভিন্ন রূপে উপস্থিত হয়।
-
প্রচলিত সিগনেচার-ভিত্তিক অ্যান্টিভাইরাস এটি সহজে শনাক্ত করতে পারে না।
Malware (ম্যালওয়ার)
-
Malware-এর পূর্ণরূপ হলো Malicious Software।
-
ভাইরাস ছাড়া আরও কিছু সফটওয়্যারও ম্যালওয়ারের মধ্যে অন্তর্ভুক্ত, যেমন:
-
Adware (বিজ্ঞাপন সফটওয়্যার)
-
Spyware (গোপন তথ্য চুরি করা সফটওয়্যার)
-
Trojan Horse (প্রলোভন দেখিয়ে ক্ষতি করা প্রোগ্রাম)
-
Ransomware (ফাইল বা সিস্টেমকে আটকে রাখে এবং মুক্তির জন্য মুক্তিপণ চায়)
-
Worms (নিজেকে নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া সফটওয়্যার)
-
Polymorphic Malware-এর মূল বৈশিষ্ট্য:
-
প্রতিবার চালানোর সময় নিজের signature বা code pattern পরিবর্তন করে।
-
সাধারণ সিগনেচার-ভিত্তিক অ্যান্টিভাইরাস সহজে শনাক্ত করতে পারে না।
-
নিজেকে encrypt এবং decrypt করে বিভিন্ন রূপ নিতে সক্ষম।

0
Updated: 1 day ago
কম্পিউটার ভাইরাস নয় কোনটি ?
Created: 2 weeks ago
A
ওয়ার্ম
B
ট্রোজান হর্স
C
জেরুজালেম
D
অ্যাভাস্ট
অ্যাভাস্ট – একটি এন্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস আক্রমণের পূর্বেই সমস্যা শনাক্ত করে রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
-
এভিজি (AVG)
-
অ্যাভাস্ট (Avast)
-
নরটন (Norton)
-
এভিরা (Avira)
-
পান্ডা (Panda) ইত্যাদি
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে ধীরে ধীরে পুরো সিস্টেমকে সংক্রমিত করে এবং অচল করে দিতে পারে।
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস:
-
ভিবিএস/হেল্পার (VBS/Helper)
-
ওয়ার্ম (Worm)
-
ভিবিএস/আকুই (VBS/Aqui)
-
ট্রোজান হর্স (Trojan Horse)
-
এক্স ৯৭এম/হপার (X97M/Hopper)
-
বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
-
জেরুজালেম (Jerusalem)
-
স্টোন (Stone)
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা (Vienna)
-
সিআইএইচ (CIH) ইত্যাদি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago