Virtual Memory কোন সমস্যার সমাধান করে?
A
RAM এর সীমিত আকার
B
CPU এর ধীর গতি
C
Hard Disk এর কম স্পেস
D
Network এর Speed
উত্তরের বিবরণ
ভার্চুয়াল মেমরি (Virtual Memory)
-
ভার্চুয়াল মেমরি হলো এমন একটি প্রযুক্তি যা RAM-এর সীমাবদ্ধতা অতিক্রম করতে হার্ড ডিস্কের একটি অংশকে অস্থায়ীভাবে ব্যবহার করে।
-
যখন RAM পূর্ণ হয়ে যায়, অপারেটিং সিস্টেম (যেমন Windows, Linux) paging বা swapping প্রক্রিয়ার মাধ্যমে কম ব্যবহৃত ডেটাকে হার্ড ডিস্কে সরিয়ে রাখে।
-
প্রয়োজনে সেই ডেটা আবার RAM-এ পুনঃস্থাপন করা হয়, যা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর অজান্তে ঘটে।
-
এর ফলে একসাথে বেশি প্রোগ্রাম চালানো সম্ভব হয় এবং সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
-
ভার্চুয়াল মেমরির জন্য সাধারণত হার্ড ড্রাইভে একটি নির্দিষ্ট অংশ রাখা হয়, যা page file বা swap space নামে পরিচিত।
0
Updated: 1 month ago
নিচের কোন মেমোরীটি Non-volatile?
Created: 2 months ago
A
SRAM
B
DRAM
C
ROM
D
উপরের সবগুলোই
নন-ভোলাটাইল মেমরি
-
যে ধরনের মেমোরি থেকে বিদ্যুৎ চলে গেলেও তথ্য মুছে যায় না, তাকে নন-ভোলাটাইল মেমোরি বলে।
-
উদাহরণ: ROM (Read Only Memory)।
ভোলাটাইল মেমরি
-
যে মেমোরিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত ডেটা মুছে যায়, তাকে ভোলাটাইল মেমোরি বলে।
-
উদাহরণ: RAM (Random Access Memory)।
SRAM (Static Random Access Memory)
-
SRAM হলো এক ধরনের RAM, যার পূর্ণরূপ Static Random Access Memory।
-
এই মেমোরি ফ্লিপ-ফ্লপ সার্কিট দ্বারা তৈরি হয়।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ একটি বিট (0 বা 1) ধরে রাখে।
-
যতক্ষণ বিদ্যুৎ থাকে, ততক্ষণ ডেটা এতে সংরক্ষিত থাকে।
DRAM (Dynamic Random Access Memory)
-
DRAM এর পূর্ণরূপ হলো Dynamic Random Access Memory।
-
এটি তৈরি হয় MOSFET ট্রানজিস্টর ও ক্যাপাসিটর দিয়ে।
-
ডেটা সংরক্ষণের জন্য ক্যাপাসিটরের চার্জ বারবার রিফ্রেশ করতে হয়, নইলে ডেটা মুছে যায়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার?
Created: 1 month ago
A
10
B
11
C
12
D
14
মেমোরি অ্যাড্রেসিং সংক্রান্ত বিষয়টি বোঝার জন্য মূল বিষয় হলো address lines এবং memory size এর সম্পর্ক। আমরা জানি, যদি কোনো memory bus এ n সংখ্যক address line থাকে, তাহলে সেই লাইন দিয়ে 2ⁿ টি address access করা সম্ভব, অর্থাৎ ডেটা read ও write করা যায়।
-
১ কিলোবাইট = 1024 বাইট = 2¹⁰ বাইট।
-
২ কিলোবাইট = 2 × 2¹⁰ = 2¹¹ বাইট।
এখান থেকে দেখা যায়, ২ কিলোবাইট memory access করার জন্য ১১টি address line প্রয়োজন, কারণ 2¹¹ address line ঠিকমতো ২ কিলোবাইট ডেটা ঠিকমতো read/write করতে সক্ষম।
0
Updated: 1 month ago
EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
Created: 2 months ago
A
RAM
B
ROM
C
Mercury Delay Lines
D
Registors
EDSAC
-
EDSAC হলো Electronic Delay Storage Automatic Calculator এর সংক্ষিপ্ত রূপ।
-
এটি নির্মাণ করা হয় ১৯৪৭ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মরিস উইলকস (Maurice Wilkes) এর নেতৃত্বে।
-
১৯৪৯ সালে EDSAC-এ প্রথম প্রোগ্রাম চালানো হয়।
-
কম্পিউটারে ডেটা ইনপুট করার জন্য punched tape ব্যবহার করা হতো।
-
মেমরি হিসেবে ব্যবহার করা হতো Mercury Delay Line Tubes।
-
EDSAC ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার।
উৎস: Encyclopaedia Britannica
0
Updated: 2 months ago