Virtual Memory কোন সমস্যার সমাধান করে?
A
RAM এর সীমিত আকার
B
CPU এর ধীর গতি
C
Hard Disk এর কম স্পেস
D
Network এর Speed
উত্তরের বিবরণ
ভার্চুয়াল মেমরি (Virtual Memory)
-
ভার্চুয়াল মেমরি হলো এমন একটি প্রযুক্তি যা RAM-এর সীমাবদ্ধতা অতিক্রম করতে হার্ড ডিস্কের একটি অংশকে অস্থায়ীভাবে ব্যবহার করে।
-
যখন RAM পূর্ণ হয়ে যায়, অপারেটিং সিস্টেম (যেমন Windows, Linux) paging বা swapping প্রক্রিয়ার মাধ্যমে কম ব্যবহৃত ডেটাকে হার্ড ডিস্কে সরিয়ে রাখে।
-
প্রয়োজনে সেই ডেটা আবার RAM-এ পুনঃস্থাপন করা হয়, যা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর অজান্তে ঘটে।
-
এর ফলে একসাথে বেশি প্রোগ্রাম চালানো সম্ভব হয় এবং সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
-
ভার্চুয়াল মেমরির জন্য সাধারণত হার্ড ড্রাইভে একটি নির্দিষ্ট অংশ রাখা হয়, যা page file বা swap space নামে পরিচিত।

0
Updated: 1 day ago
নিচের কোন মেমোরীটি Non-volatile?
Created: 3 weeks ago
A
SRAM
B
DRAM
C
ROM
D
উপরের সবগুলোই
নন-ভোলাটাইল মেমরি
-
যে ধরনের মেমোরি থেকে বিদ্যুৎ চলে গেলেও তথ্য মুছে যায় না, তাকে নন-ভোলাটাইল মেমোরি বলে।
-
উদাহরণ: ROM (Read Only Memory)।
ভোলাটাইল মেমরি
-
যে মেমোরিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত ডেটা মুছে যায়, তাকে ভোলাটাইল মেমোরি বলে।
-
উদাহরণ: RAM (Random Access Memory)।
SRAM (Static Random Access Memory)
-
SRAM হলো এক ধরনের RAM, যার পূর্ণরূপ Static Random Access Memory।
-
এই মেমোরি ফ্লিপ-ফ্লপ সার্কিট দ্বারা তৈরি হয়।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ একটি বিট (0 বা 1) ধরে রাখে।
-
যতক্ষণ বিদ্যুৎ থাকে, ততক্ষণ ডেটা এতে সংরক্ষিত থাকে।
DRAM (Dynamic Random Access Memory)
-
DRAM এর পূর্ণরূপ হলো Dynamic Random Access Memory।
-
এটি তৈরি হয় MOSFET ট্রানজিস্টর ও ক্যাপাসিটর দিয়ে।
-
ডেটা সংরক্ষণের জন্য ক্যাপাসিটরের চার্জ বারবার রিফ্রেশ করতে হয়, নইলে ডেটা মুছে যায়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 weeks ago
নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
Created: 1 week ago
A
Registers
B
SSD
C
RAM
D
Cache memory
রেজিস্টার মেমোরি কম্পিউটারে সবচেয়ে দ্রুত ডাটা এক্সেসের ব্যবস্থা প্রদান করে। পিরামিড আকারে মেমোরি হায়ারার্কিতে, যেখানে শীর্ষে রেজিস্টার অবস্থান করে, সেখানে গতি সর্বাধিক হলেও ধারণক্ষমতা সীমিত এবং খরচ বেশি।
এর বিপরীতে, পিরামিডের পাদদেশে থাকা অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দাম তুলনামূলকভাবে কম। ক্যাশ মেমোরি CD এবং RAM-এর তুলনায় দ্রুততর ডাটা এক্সেস সক্ষমতা প্রদান করে।
-
রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল বর্তনী।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
-
একটি n-বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n-বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
-
রেজিস্টার মেমোরির এক্সেস সময় সবচেয়ে কম।
-
রেজিস্টার প্রসেসরের নিকটতম অবস্থানে থাকায় এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলকভাবে সর্বাধিক।

0
Updated: 1 week ago
EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?
Created: 3 weeks ago
A
RAM
B
ROM
C
Mercury Delay Lines
D
Registors
EDSAC
-
EDSAC হলো Electronic Delay Storage Automatic Calculator এর সংক্ষিপ্ত রূপ।
-
এটি নির্মাণ করা হয় ১৯৪৭ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মরিস উইলকস (Maurice Wilkes) এর নেতৃত্বে।
-
১৯৪৯ সালে EDSAC-এ প্রথম প্রোগ্রাম চালানো হয়।
-
কম্পিউটারে ডেটা ইনপুট করার জন্য punched tape ব্যবহার করা হতো।
-
মেমরি হিসেবে ব্যবহার করা হতো Mercury Delay Line Tubes।
-
EDSAC ছিল প্রথম প্রজন্মের কম্পিউটার।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 3 weeks ago