In spite of my requests, he did not _____ .
A
give in
B
fall in
C
get off
D
give forth
উত্তরের বিবরণ
পূর্ণ বাক্য:
Despite my repeated requests, he refused to give in.
বাংলা অর্থ:
আমার অনুরোধ সত্ত্বেও সে হাল না দিয়ে সম্মতি দেয়নি।
Give in [phrasal verb — give এর সাথে]:
-
ইংরেজি অর্থ: To admit defeat and agree to stop resisting or fighting.
-
বাংলা অর্থ: পরাজিত স্বীকার করে আত্মসমর্পণ করা।
অন্যান্য বিকল্প:
-
Fall in — সারিতে দাঁড়ানো বা ভেঙে পড়া।
-
Get forth — নির্গত হওয়া বা প্রকাশ করা।
-
Get off — নেমে আসা, যাত্রা শুরু করা, সরিয়ে ফেলা।
-
Give forth — প্রকাশ করা বা কোনো কিছু উৎপন্ন করা।
বাক্যের প্রেক্ষিতে “give in” সঠিক অর্থবোধক হওয়ায় সঠিক উত্তর হল ‘ক’।
তথ্যের উৎস:
১। বাংলার এক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।
২। ক্যামব্রিজ ডিকশনারি।

0
Updated: 2 months ago
Fill in the blank: As she was talking, he suddenly broke__, saying, ‘That’s a lie!’
Created: 1 week ago
A
off
B
in
C
down
D
into
As she was talking, he suddenly broke ___, saying, ‘That’s a lie!’
সঠিক উত্তর: in
Break in – কথার মধ্যে হঠাৎ বাধা দিয়ে বলার অর্থ। উদাহরণ: কেউ কথা বলার সময় হঠাৎ বলা, “That’s a lie!”
-
Break-in – কোন বাড়িতে জোরপূর্বক প্রবেশ।
-
Break off – কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া।
-
Break down – মানসিকভাবে বা যন্ত্রপাতি ভেঙ্গে পড়া।
-
Break into – জোরপূর্বক প্রবেশ করা বা কোন ক্রিয়ায় হঠাৎ ঢুকে পড়া।
উৎস: Accessible Dictionary, Bangla Academy, Collins English Dictionary

0
Updated: 1 week ago
Fill in the gap with the suitable word: To stay healthy, we must plan to have a balanced_____.
Created: 1 month ago
A
diet
B
food
C
drink
D
environment
• শূন্যস্থান পূরণের সঠিক শব্দটি হচ্ছে diet।
-
সম্পূর্ণ বাক্য: To stay healthy, we must plan to have a balanced diet.
অর্থাৎ, সুস্থ থাকতে হলে আমাদের একটি সুষম খাদ্য গ্রহণের পরিকল্পনা করা উচিত।
• Diet শব্দটির অর্থ হলো নিজেকে বা কাউকে একটি নির্দিষ্ট খাদ্য তালিকার মধ্যে সীমাবদ্ধ রাখা।
-
শরীরের সুস্থতা বজায় রাখার জন্য সুষম আহারের প্রয়োজনীয়তা অপরিহার্য।
• অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দগুলোর অর্থ হলো –
খ) Food: ভক্ষণযোগ্য বস্তু; যা আমরা খাই যেমন—খাবার, আহার, অন্ন ইত্যাদি।
গ) Drink: পান করার যোগ্য তরল পদার্থ; পানীয়।
ঘ) Environment: আমাদের চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিস্থিতি, অর্থাৎ পরিবেশ বা চতুষ্পার্শ্ব।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রণীত Accessible Dictionary।

0
Updated: 1 month ago
He has paid the penalty _____ his crimes ____ five years in prison.
Created: 2 months ago
A
for, with
B
at, by
C
about, at
D
after, in
Complete sentence: He paid for his crimes by serving five years in jail.
-
Bangla meaning: সে তার অপরাধের মূল্য দিয়েছে পাঁচ বছর জেল খেটে।
• Pay for something [phrasal verb with pay verb]
-
English Meaning: To suffer the consequences or punishment due to harming someone or making a mistake.
-
Bangla Meaning: কোনো ভুল বা অন্যায়ের জন্য কষ্ট বা শাস্তি ভোগ করা; ক্ষতিপূরণ করা; মূল্য প্রদান করা।
-
“Five years” এর আগে “with” ব্যবহৃত হয়েছে, কারণ এটি শাস্তির সময়সীমা বোঝাতে ব্যবহৃত হয় — যেমন: “with five years in prison” অর্থ “পাঁচ বছরের কারাদণ্ড সহ।”
Source: Cambridge Dictionary (based explanation).

0
Updated: 2 months ago