Parcel
A
quarrel
B
piece of land
C
postage
D
unobstructed view
উত্তরের বিবরণ
Parcel শব্দটির অর্থ সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ জমি বোঝাতে ব্যবহৃত হয়।
• The word Parcel means - a piece of land.
-
Parcel
-
ইংরেজি অর্থ: একটি নির্দিষ্ট এলাকা বা জমির অংশ; পাশাপাশি এমন কোনো বস্তু বা বস্তুসমষ্টি যা কাগজে মোড়ানো হয়, সাধারণত ডাকযোগে পাঠানোর উদ্দেশ্যে।
-
বাংলা অর্থ: বহনের উপযোগী কিংবা ডাকযোগে পাঠানোর জন্য মোড়ানো সামগ্রী; পারসেল; কোনো জমির নির্দিষ্ট খণ্ড, যা সাধারণত কোনো তালুক বা সম্পত্তির অংশ হিসেবে বিবেচিত হয়।
-
এছাড়াও কিছু প্রাসঙ্গিক শব্দের অর্থ:
-
Quarrel: বিবাদ, কলহ বা ঝগড়া।
-
Postage: ডাকখরচ বা ডাকমাশুল।
-
Unobstructed view: বাধাবিহীন বা নিরবিচারে দৃশ্য।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি
২. ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 3 months ago
The word "Kudos" means -
Created: 3 weeks ago
A
Criticism
B
Neglect
C
Disgrace
D
Praise
Kudos (Noun) হলো সেই পাবলিক প্রশংসা বা সম্মান যা কেউ কোনো বিশেষ কৃতিত্ব বা সামাজিক অবস্থানের কারণে পায়।
Bangla Meaning: কথ্যভাবে সম্মান ও গৌরব, অভিনন্দন বা প্রশংসা করা।
-
Synonyms:
-
Applause – সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক করতালি বা তুমুল হর্ষধ্বনি
-
Fame – খ্যাতি
-
Credit – কৃতিত্ব
-
Acclaim – প্রশংসা
-
Accolade – জয়ধ্বনি
-
-
Antonyms:
-
Dishonor – অমর্যাদা
-
Condemnation – নিন্দা
-
Disrespect – অসম্মান করা
-
Blame – দোষারোপ করা
-
Denunciation – অভিশাপ বা ভীতিপ্রদর্শন
-
-
উল্লিখিত অপশনগুলো:
-
Criticism – খুঁতসন্ধান
-
Neglect – অযত্ন/অবহেলা/অবজ্ঞা/অনাদর করা
-
Disgrace – সম্মানহানি বা খ্যাতিনাশ
-
Praise – প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা
-
-
Example Sentences:
-
Being an actor has a certain amount of kudos attached to it.
-
Kudos to everyone who helped.
-
0
Updated: 3 weeks ago
The word 'officialese' means-
Created: 2 months ago
A
plural number of official
B
language used in offices
C
plural number of office
D
vague expressions
Officialese
English meaning: the type of language, often used in government documents, that is formal and often difficult to understand/ language used in official documents that is thought by many people to be too complicated and difficult to understand.
Bangla meaning: আমলাদের লেখায় ব্যবহৃত (অতিরিক্ত কেতাবি বা দুর্বোধ্য) ভাষা।
Example:
- The pompous impersonality of officialese also, of course, allows the civil servant to hide behind the monolithic structure of his organisation.
Correct answer: The word 'officialese' means - language used in offices.
Source: Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
The expression 'take into account' means-
Created: 2 months ago
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago