১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসনে যুক্তফ্রন্ট মোট কয়টি আসন লাভ করে?
A
২২৩টি
B
২২৫টি
C
২২৭টি
D
২২০টি
উত্তরের বিবরণ
নির্বাচনী ফলাফল
-
মুসলিম আসনে মোট ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট জয়লাভ করে ২২৩টি আসন (মৌলিক ২১৫টি + ৮টি স্বতন্ত্র সদস্য যোগদান)।
-
মুসলিম লীগ জয়লাভ করে ৯টি আসন, খেলাফতে রব্বানী পার্টি ১টি, এবং স্বতন্ত্র ১২টি আসন।
-
মুসলিম আসনে স্বতন্ত্র সদস্যদের মধ্যে ৮ জন যুক্তফ্রন্টে এবং ১ জন মুসলিম লীগে যোগদান করেন।
-
যুক্তফ্রন্টের শরিকদলগুলোর মধ্যে আসনসংখ্যা:
-
আওয়ামী লীগ: ১৪২
-
কৃষক-শ্রমিক পার্টি: ৪৮
-
নেজামে ইসলামী: ১৯
-
গণতন্ত্রী দল: ১৩ (১টি আসনে দলীয় পরিচয় অস্পষ্ট)
-
-
অমুসলিম আসনের ৭২টি আসনে জয়লাভ:
-
জাতীয় কংগ্রেস: ২৪
-
তফশিলি ফেডারেশন (রসরাজ মন্ডল গ্রুপ): ২৭
-
সংখ্যালঘু যুক্তফ্রন্ট: ১৩ (এর মধ্যে গণতন্ত্রী দল ৩টি)
-
-
কমিউনিস্ট পার্টি: ৪টি
-
বৌদ্ধ: ২টি
-
খ্রিস্টান: ১টি
-
স্বতন্ত্র: ১টি আসনে জয়লাভ।
0
Updated: 1 month ago
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন রাজনৈতিক জোট বিপুলভাবে জয়লাভ করে?
Created: 1 month ago
A
যুক্তফ্রন্ট
B
কংগ্রেস
C
মুসলিম লীগ
D
নেজামে ইসলাম
যুক্তফ্রন্ট সম্পর্কে তথ্য:
-
যুক্তফ্রন্ট হলো ১৯৫৪ সালে পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দলসমূহের নির্বাচনী মোর্চা।
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে, যেখানে মোট আসন ছিলো ৩০৯টি।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
নির্বাচনী ইশতেহার ২১ দফা ঘোষণা করা হয়, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের মূলমন্ত্র ছিলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।
-
নির্বাচনের পর শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
-
১৯৫৪ সালের ৩ এপ্রিল পূর্ব বাংলার গভর্নর সরকার গঠনের জন্য একে ফজলুল হককে আমন্ত্রণ জানান।
সূত্র:
0
Updated: 1 month ago
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে কত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
Created: 2 months ago
A
১ দফা
B
৬ দফা
C
১১ দফা
D
২১ দফা
বাংলাদেশ বিষয়াবলি
গণভোট ও নির্বাচন
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
যুক্তফ্রন্ট
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
তারা ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
-
যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
-
নির্বাচনের ফলে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খণ্ড) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)
0
Updated: 2 months ago
যুক্তফ্রন্টের ২১ দফা ইশতেহার প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন কে?
Created: 1 month ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
এ কে ফজলুল হক
C
আবুল মনসুর আহমেদ
D
মাওলানা আতাহার আলী
যুক্তফ্রন্ট
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
প্রধান তথ্যসমূহ:
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক: নৌকা
-
নির্বাচনী ইশতেহার: ২১ দফা, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন
-
মোট আসন সংখ্যা: ৩০৯টি
-
নির্বাচনে যুক্তফ্রন্ট লাভ করে ২২৩টি আসন
-
শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago