১৯৫২ সালের ভাষা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে পূর্ব পাকিস্তানের মূখ্যমন্ত্রী ছিলেন-
A
নূরুল আমীন
B
খাজা নাজিমুদ্দিন
C
লিয়াকত আলী খান
D
গোলাম মাহবুব
উত্তরের বিবরণ
একুশে ফেব্রুয়ারির চূড়ান্ত আন্দোলন
-
খাজা নাজিমুদ্দীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
-
কেন্দ্রীয় প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ১৯৫২ সালের ২৬ জানুয়ারি ঢাকা সফরে আসেন।
-
১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে জনসভা হয়।
-
তিনিও সেখানে জিন্নাহর মতো ঘোষণা করেন, “উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।”
-
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের ৩০ জানুয়ারি সভা ও ছাত্র ধর্মঘট আহ্বান করে।
-
৩১ জানুয়ারি, আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে, বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
-
কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠন করা হয়।
-
পূর্ব পাকিস্তানের তৎকালীন মূখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমীন।
0
Updated: 1 month ago
লুসাইদের শস্য কাটার উৎসব কোনটি?
Created: 2 months ago
A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
বাংলাদেশ বিষয়াবলি
উৎসব
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
পাকিস্তানের সংবিধানে উর্দু ও বাংলাকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে অনুমোদন করা হয় কখন?
Created: 1 month ago
A
১৯৫৫ সালে
B
১৯৫৬ সালে
C
১৯৫৪ সালে
D
১৯৫৭ সালে
ভাষা আন্দোলন
-
একুশে ফেব্রুয়ারির পর সরকার জেল-জুলুমের নীতি অবলম্বন করে।
-
চারজন গণপরিষদ সদস্যকে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককেও, যেমন প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, অধ্যাপক মুনীর চৌধুরী, ড. বি.সি. চক্রবর্তী, অজিত কুমার গুহ প্রমুখকে গ্রেপ্তার করা হয়।
-
১৯৫২ সালের পর প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হতে থাকে।
-
১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে উর্দু ও বাংলাকে পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে অনুমোদন করা হয়।
0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনের মাধ্যমে সূচনা হয়-
Created: 1 month ago
A
ধর্মীয় বিভেদ
B
অসাম্প্রদায়িক রাজনীতি
C
রাজনৈতিক দ্বন্দ্ব
D
সাম্প্রদায়িক উত্তেজনা
অসাম্প্রদায়িক রাজনীতির সূচনা
-
ভাষা আন্দোলনের মাধ্যমে অসাম্প্রদায়িক রাজনীতির সূচনা ঘটে।
-
ভাষা আন্দোলনের সময় পার্লামেন্টে কংগ্রেস দলীয় হিন্দু নেতৃবৃন্দ ভাষার দাবিতে বক্তব্য রাখেন।
-
রাজপথে অকংগ্রেসীয়রা ধর্মীয় ভাঁওতাবাজির বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রাখেন।
-
এর ফলে পূর্ববাংলায় হিন্দু-মুসলমান সম্প্রীতি বৃদ্ধি পায়।
-
১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ দলটির নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে দলটির নাম করা হয় আওয়ামী লীগ।
-
এই পরিবর্তনের ফলে ভূখণ্ডে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাজনীতির সূত্রপাত ঘটে।
0
Updated: 1 month ago