যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সময়কাল ছিল কত দিন?
A
৬০ দিন
B
৫৬ দিন
C
৫০ দিন
D
৬৫ দিন
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট
-
শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
-
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করলে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়।
-
অবশেষে কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ৯২(ক) ধারা অনুযায়ী ১৯৫৪ সালের ৩০শে মে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে এবং পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে।
-
এই শাসন ১৯৫৫ সালের ২রা জুন পর্যন্ত বহাল থাকে।
-
মাত্র ৫৬ দিনের শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান ঘটে।
-
মাত্র চার বছরের মধ্যে সাত মন্ত্রিসভার পতন ঘটে।
-
কেন্দ্রীয় সরকার তিনবার গভর্নরের শাসন জারি করে।
-
যুক্তফ্রন্টের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারে নি।

0
Updated: 1 day ago
কোন নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
Created: 3 weeks ago
A
চাকমা
B
ত্রিপুরা
C
লুসাই
D
গারো
গারো জনগোষ্ঠী
-
গারো বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-
এরা দেশের টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর জেলায় বসবাস করে।
-
বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয় রাজ্যে গারো জনগোষ্ঠী বসবাস করে।
-
নৃ-বিজ্ঞানীদের মতে, গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতীবর্মণ শাখার বোড়ো উপশাখার অন্তর্ভুক্ত।
-
আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন-কিয়াং প্রদেশ, যেখান থেকে তারা দেশত্যাগ করে পরবর্তীকালে তিব্বতে দীর্ঘদিন বসবাস করেছিল।
-
পরে ভারতের উত্তর-পূর্ব পার্বত্য এলাকা এবং বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এরা বসতি গড়ে।
-
গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
-
পরিবারে মা কর্তা ও সম্পত্তির অধিকারী, পিতা পরিবারের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
-
সন্তানরা মায়ের পদবি অনুযায়ী পরিচিত হয়।
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago
যুক্তফ্রন্ট কত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিল?
Created: 1 week ago
A
১০ দফা
B
১৫ দফা
C
২১ দফা
D
২৩ দফা
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে সদ্য প্রতিষ্ঠিত কিছু রাজনৈতিক দল যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের ঘটনাপ্রবাহ ও গঠন নিম্নরূপ:
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
-
যুক্তফ্রন্ট মূলত পাঁচটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়, যা হলো:
১. মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ
২. শেরেবাংলা এ. কে. ফজলুল হকের কৃষক-শ্রমিক পার্টি
৩. মওলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি
৪. হাজী দানেশের বামপন্থি গণতন্ত্রী দল
৫. খিলাফত-ই-রাব্বানি -
নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা।
-
যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
-
এই ২১ দফা কর্মসূচির মূল রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।

0
Updated: 1 week ago
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসনে যুক্তফ্রন্ট মোট কয়টি আসন লাভ করে?
Created: 1 day ago
A
২২৩টি
B
২২৫টি
C
২২৭টি
D
২২০টি
নির্বাচনী ফলাফল
-
মুসলিম আসনে মোট ২৩৭টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট জয়লাভ করে ২২৩টি আসন (মৌলিক ২১৫টি + ৮টি স্বতন্ত্র সদস্য যোগদান)।
-
মুসলিম লীগ জয়লাভ করে ৯টি আসন, খেলাফতে রব্বানী পার্টি ১টি, এবং স্বতন্ত্র ১২টি আসন।
-
মুসলিম আসনে স্বতন্ত্র সদস্যদের মধ্যে ৮ জন যুক্তফ্রন্টে এবং ১ জন মুসলিম লীগে যোগদান করেন।
-
যুক্তফ্রন্টের শরিকদলগুলোর মধ্যে আসনসংখ্যা:
-
আওয়ামী লীগ: ১৪২
-
কৃষক-শ্রমিক পার্টি: ৪৮
-
নেজামে ইসলামী: ১৯
-
গণতন্ত্রী দল: ১৩ (১টি আসনে দলীয় পরিচয় অস্পষ্ট)
-
-
অমুসলিম আসনের ৭২টি আসনে জয়লাভ:
-
জাতীয় কংগ্রেস: ২৪
-
তফশিলি ফেডারেশন (রসরাজ মন্ডল গ্রুপ): ২৭
-
সংখ্যালঘু যুক্তফ্রন্ট: ১৩ (এর মধ্যে গণতন্ত্রী দল ৩টি)
-
-
কমিউনিস্ট পার্টি: ৪টি
-
বৌদ্ধ: ২টি
-
খ্রিস্টান: ১টি
-
স্বতন্ত্র: ১টি আসনে জয়লাভ।

0
Updated: 1 day ago