যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সময়কাল ছিল কত দিন?
A
৬০ দিন
B
৫৬ দিন
C
৫০ দিন
D
৬৫ দিন
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট
-
শেরেবাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ১৪ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
-
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করলে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়।
-
অবশেষে কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ৯২(ক) ধারা অনুযায়ী ১৯৫৪ সালের ৩০শে মে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে এবং পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে।
-
এই শাসন ১৯৫৫ সালের ২রা জুন পর্যন্ত বহাল থাকে।
-
মাত্র ৫৬ দিনের শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান ঘটে।
-
মাত্র চার বছরের মধ্যে সাত মন্ত্রিসভার পতন ঘটে।
-
কেন্দ্রীয় সরকার তিনবার গভর্নরের শাসন জারি করে।
-
যুক্তফ্রন্টের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারে নি।
0
Updated: 1 month ago
যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া প্রণয়ন করেন কে?
Created: 1 month ago
A
আবুল মনসুর আহমেদ
B
এ. কে. ফজলুল হক
C
মওলানা ভাসানী
D
শামসুল হক খান
যুক্তফ্রন্টের ২১ দফা নির্বাচনী প্রতিশ্রুতি
-
নির্বাচনের আগে বিভিন্ন দল ও জোট নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করত।
-
যুক্তফ্রন্ট ২১ দফা নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করেছিল।
-
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরোধী যুক্তফ্রন্টের প্রেরণাশক্তি ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
-
তাই যুক্তফ্রন্টের নির্বাচনী ম্যানিফেস্টোতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি স্মরণীয় করতে ২১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।
-
আবুল মনসুর আহমেদ ২১ দফার খসড়া প্রণয়ন করেন।
-
২১ দফার দাবিগুলো ভোটারদের মন জয় করে।
0
Updated: 1 month ago
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন রাজনৈতিক জোট বিপুলভাবে জয়লাভ করে?
Created: 1 month ago
A
যুক্তফ্রন্ট
B
কংগ্রেস
C
মুসলিম লীগ
D
নেজামে ইসলাম
যুক্তফ্রন্ট সম্পর্কে তথ্য:
-
যুক্তফ্রন্ট হলো ১৯৫৪ সালে পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দলসমূহের নির্বাচনী মোর্চা।
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে, যেখানে মোট আসন ছিলো ৩০৯টি।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
নির্বাচনী ইশতেহার ২১ দফা ঘোষণা করা হয়, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের মূলমন্ত্র ছিলো প্রাদেশিক স্বায়ত্তশাসন।
-
নির্বাচনের পর শেরে বাংলা এ কে ফজলুল হক যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
-
১৯৫৪ সালের ৩ এপ্রিল পূর্ব বাংলার গভর্নর সরকার গঠনের জন্য একে ফজলুল হককে আমন্ত্রণ জানান।
সূত্র:
0
Updated: 1 month ago
২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন কে?
Created: 2 months ago
A
আবুল মনসুর আহমদ
B
আবুল কালাম শামসুদ্দিন
C
মাওলানা আতাহার আলী
D
আবুল কাশেম
বাংলাদেশ বিষয়াবলি
২১ দফা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
যুক্তফ্রন্ট
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
যুক্তফ্রন্ট ও ২১ দফা কর্মসূচি
-
গঠন: ১৯৫৩ সালে।
-
নির্বাচনী প্রতীক: নৌকা।
-
ইশতেহার: ২১ দফা কর্মসূচি, মুখ্য রচয়িতা: আবুল মনসুর আহমদ।
-
উদ্দেশ্য: গণমানুষের অধিকার নিশ্চিত করা ও পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক উন্নতি।
২১ দফার সংক্ষিপ্ত বিবরণ:
১. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি।
২. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ ও ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বিতরণ।
৩. পাটের ব্যবসায় জাতীয়করণ।
৪. সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন।
৫. পূর্ব পাকিস্তানে লবণ শিল্প প্রতিষ্ঠা।
৬. কারিগর মুহাজিরদের কাজের ব্যবস্থা।
৭. বন্যা ও দুর্ভিক্ষ রোধে খাল খনন ও সেচের ব্যবস্থা।
৮. শিল্প ও খাদ্যে স্বাবলম্বিতা।
৯. অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা।
১০. শিক্ষা ব্যবস্থার সংস্কার।
১১. ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত করা।
১২. শাসন ব্যয় হ্রাস ও মন্ত্রীদের বেতন সীমিত করা।
১৩. দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধের কার্যকর ব্যবস্থা।
১৪. জন নিরাপত্তা আইন ও অর্ডিন্যান্স বাতিল।
১৫. বিচার ও প্রশাসন বিভাগ পৃথকীকরণ।
১৬. মুখ্যমন্ত্রীর বাসভবন ‘বর্ধমান হাউস’কে বাংলা ভাষা গবেষণাগারে পরিণত।
১৭. শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনার নির্মাণ।
১৮. একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা ও সরকারি ছুটি।
১৯. লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন।
২০. আইন পরিষদের মেয়াদ বৃদ্ধি না করা।
২১. শূন্য আসন পূরণের জন্য তিন মাসের মধ্যে উপনির্বাচন।
তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago