'যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয় কোথায়?
A
ঢাকায়
B
ময়মনসিংহ
C
কিশোরগঞ্জ
D
টাঙ্গাইল
উত্তরের বিবরণ
যুক্তফ্রন্ট গঠনের পটভূমি
-
১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল।
-
এছাড়া পূর্ব বাংলার প্রাদেশিক সরকার পরিচালনা করত মুসলিম লীগ।
-
ফলে ১৯৫৪ সালের নির্বাচনে সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়।
-
এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালের ১৪ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

0
Updated: 1 day ago
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন কে?
Created: 3 weeks ago
A
অধ্যাপক আবদুল মতিন
B
অধ্যাপক আবুল কাসেম
C
অধ্যাপক আবদুস সালাম
D
অধ্যাপক কামরুদ্দিন মতিন
ভাষা আন্দোলন
-
১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন।
-
একই বছর, ১৫ সেপ্টেম্বর, সংগঠনটি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একটি পুস্তিকা প্রকাশ করে।
-
প্রকাশিত পুস্তিকার নাম ছিল: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’।
-
তমদ্দুন মজলিশ ছাত্র ও শিক্ষক মহলে বাংলাভাষার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে।
-
১৯৪৭ সালের মধ্যেই বহু লেখক বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সমর্থন জানান।
-
পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে এবং নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাদ দেওয়া হয়।
-
গণপরিষদের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ও উর্দু নির্বাচিত হওয়ায় বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 weeks ago
১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
Created: 3 weeks ago
A
ধানের শীষ
B
নৌকা
C
লাঙল
D
বাইসাইকেল
যুক্তফ্রন্টের নির্বাচনি সাফল্য (১৯৫৪)
পূর্ব বাংলায় প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচনের আয়োজন হয়েছিল ৮-১২ মার্চ ১৯৫৪ তারিখে। এই নির্বাচনে মোট ৩০৯টি আসন ছিল। এর মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন জিতে প্রচলিত মুসলিম লীগের উপর বড় একটি জয়লাভ করে, যা মাত্র ৯টি আসনের মধ্যে সীমাবদ্ধ ছিল।
যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক ছিল নৌকা, এবং তারা নির্বাচনকে কেন্দ্র করে ২১ দফার নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছিল।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 3 weeks ago
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
---|---|
কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
বাতেন বাহিনী | টাঙ্গাইল |
হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
হালিম বাহিনী | মানিকগঞ্জ |
আকবর বাহিনী | মাগুরা |
লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
জিয়া বাহিনী | সুন্দরবন |
ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি

0
Updated: 3 weeks ago