Identify the correct sentence.
A
A pair of gloves is on the chair.
B
Twenty miles are a long way.
C
Swimming are a good excercise.
D
Either John or his friend are coming to the party.
উত্তরের বিবরণ
Correct Sentence: A pair of gloves is on the chair.
-
কিছু noun যেমন: Brace, Gross, Dozen, Pair, Hundred, Thousand, Score, Fathom, Head ইত্যাদির আগে নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ থাকলে verb singular হয়।
-
Other Rules / Examples:
-
একক দৈর্ঘ্য, পরিমাপ বা স্থান বোঝালে, subject plural হলেও verb singular হয়।
-
Example: Twenty miles is a long way.
-
-
কোন Infinitive, Gerund, Verbal Noun, Clause বা Phrase sentence-এর subject হলে, verb singular হয়।
-
Example: Swimming is a good exercise.
-
-
Either --- or, Neither --- nor দ্বারা singular subject যুক্ত হলে, verb singular হয়।
-
Example: Either John or his friend is coming to the party.
-
-
0
Updated: 1 month ago
Which word is correct?
Created: 1 month ago
A
Furnitures
B
Informations
C
Sceneries
D
Proceeds
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র Proceeds শব্দটিই সঠিক। এটি একটি noun, যার ব্যবহার বিশেষভাবে আয় বা মুনাফার ক্ষেত্রে করা হয়।
-
Proceeds (noun):
-
English Meaning: the amount of money received from a particular event or activity or when something is sold.
-
Bengali Meaning: কোনো উদ্যোগ থেকে অর্জিত আয়; অর্জিত মুনাফা বা আয়।
-
অন্যান্য শব্দগুলো শুদ্ধ নয়, কারণ এদের প্রকৃত রূপে plural form থাকে না।
-
Furnitures: ভুল, কারণ Furniture (আসবাবপত্র) শব্দটির কোনো plural form নেই।
-
Informations: ভুল, কারণ Information (তথ্য) শব্দটিরও কোনো plural form নেই।
-
Sceneries: ভুল, কারণ Scenery (দৃশ্য) শব্দটির plural form নেই।
Furniture, Information, Scenery প্রভৃতি শব্দ সবসময় singular রূপে ব্যবহৃত হয়, যদিও এরা একাধিক জিনিসকে বোঝাতে পারে।
0
Updated: 1 month ago
What does the idiom "take someone to task" mean?
Created: 3 months ago
A
To give someone a task to do
B
To praise someone for his task
C
To rebuke someone
D
To appoint someone
সঠিক উত্তর: গ) কাউকে তিরস্কার করা।
Take someone to task
English Meaning: কারো কোনো ভুল কাজের জন্য তাকে কঠোরভাবে সমালোচনা করা বা রাগভরে কথা বলা।
Bangla Meaning: তিরস্কার করা বা কড়া ভাষায় ভর্ৎসনা করা।
উদাহরণ:
English: He was taken to task for negligence of duty.
Bangla: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।
অপশন বিশ্লেষণ:
-
ক) কাউকে কোনো কাজ দেওয়া → To give someone a task.
-
খ) কাউকে তার কাজের জন্য প্রশংসা করা → To praise someone for his task.
-
গ) কাউকে তিরস্কার করা → To rebuke someone. ✅
-
ঘ) কাউকে নিয়োগ দেওয়া → To appoint someone.
সবগুলো অপশন ও অর্থ বিবেচনায় দেখা যায়, ‘Take someone to task’-এর অর্থ সবচেয়ে ভালোভাবে বোঝায় → গ) কাউকে তিরস্কার করা।
তথ্যসূত্র: Cambridge Dictionary
0
Updated: 3 months ago
Which sentence is correct?
Created: 3 months ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।
0
Updated: 3 months ago