The meaning of the word "Medieval" is -
A
Related to the Middle Ages
B
Modern or contemporary
C
Futuristic
D
Ancient but pre-Middle Ages
উত্তরের বিবরণ
Medieval (Adjective & Noun)
-
English Meaning: Relating to the Middle Ages; having passed its time of use or usefulness
-
Bangla Meaning: মধ্যযুগীয় (খ্রিষ্টীয় ১১০০-১৫০০ অব্দ; উপমহাদেশে ১২০০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দে)
-
Synonyms:
-
Archaic: প্রাচীন; সেকেলে
-
Rusty: পুরনো হওয়ার দরুন রং ওঠা; রং-চটা; নোংরা; মলিন
-
Antiquated: অপ্রচলিত; সেকেলে; পুরনো ধ্যানধারণা ও চালচলনবিশিষ্ট
-
-
Antonyms:
-
Contemporary: সমকালীন; সমসাময়িক
-
Modern: বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক
-
Recent: সাম্প্রতিক; অধুনাতন; ইদানীন্তন
-
-
Other Forms:
-
Medievalism (Noun): মধ্যযুগীয় ধ্যান-ধারণা বা রীতিনীতি
-
Medievalist (Noun): মধ্যযুগ অধ্যয়নকারী ব্যক্তি
-
-
Example Sentences:
-
The castle is a fine example of medieval architecture.
-
Some of his ideas seem almost medieval in today's world.
-

0
Updated: 1 day ago
'To get along with' means-
Created: 1 month ago
A
to adjust
B
to accompany
C
to interest
D
to walk
Get along with মানে হলো কারো সাথে বন্ধুত্বপূর্ণ বা ভালো সম্পর্ক বজায় রাখা। সহজভাবে বললে, এটি বোঝায় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, মানিয়ে চলা বা খাপ খাওয়ানো।
উদাহরণস্বরূপ:
They seem to get along pretty well.
বাংলা অর্থ: মনে হচ্ছে, তারা একে অপরের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে চলে।
এখানে “get along with” বলতে বোঝানো হয়েছে কাউকে বুঝে চলা বা সুসম্পর্কে থাকা। এটি বিশেষ করে বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে ব্যবহৃত হয়।
তবে খেয়াল রাখতে হবে,
-
“to accompany” মানে সঙ্গী হওয়া,
-
“to walk” মানে হাঁটা,
-
“to interest” মানে মনোযোগ আকর্ষণ করা।
এই শব্দগুলোর অর্থ “get along with” থেকে আলাদা। তাই সঠিক অর্থ বুঝে ব্যবহার করাটাই গুরুত্বপূর্ণ।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
The antonym of 'Truculence' is:
Created: 4 days ago
A
Belligerence
B
Irascible
C
Irresolute
D
Submission
Truculence একটি Noun। এটি বোঝায় ঝগড়া বা লড়াই করার প্রবণতা, এছাড়াও এমন আচরণ যা অপ্রিয় এবং প্রায়ই বিতর্ক সৃষ্টি করে।
-
বাংলা অর্থ: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ
-
সমার্থক শব্দ: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)
-
বিপরীতার্থক শব্দ: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ), Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)
-
অন্য রূপ:
-
Truculent (Adjective): যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী
-
Truculently (Adverb): যুযুৎসুভাবে
-
-
উদাহরণ বাক্য:
১. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
২. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

0
Updated: 4 days ago
Sometimes convoluted word structures just aren't appropriate.
Here, the underlined word means:
Created: 4 days ago
A
Not ordinary
B
Difficult to understand
C
Understood without being expressed directly
D
To remove a difficulty
Convoluted একটি Participial Adjective। এটি বোঝায় কোনো কথা, লেখা বা কাঠামো যেটি জটিলভাবে গঠিত এবং তাই বোঝা বা অনুসরণ করা কঠিন।
-
বাংলা অর্থ:
-
(জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং)
-
(লাক্ষণিক) জটিল এবং দুরূহ
-
-
সমার্থক শব্দ: Complex (জটিল; দুর্বোধ্য), Puzzling (হতবুদ্ধিকর), Perplexing (জটিল), Intricate (বিভ্রান্তিকর), Sophisticated (সুক্ষ্ম)
-
বিপরীতার্থক শব্দ: Simple (সরল), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Plain (স্পষ্ট, জটিলতাহীন), Unvaried (বৈচিত্র্যহীন), Uniform (অভিন্ন)
-
অন্য রূপ: Convolution (Noun)
-
উদাহরণ বাক্য:
১. Sometimes convoluted word structures just aren't appropriate.
২. A convoluted explanation that left the listeners even more confused than they were before.

0
Updated: 4 days ago