Choose the correct sentence.
A
Victims of the crash will be compensated to their injuries.
B
Victims of the crash will be compensated with their injuries.
C
Victims of the crash will be compensated at their injuries.
D
Victims of the crash will be compensated for their injuries.
উত্তরের বিবরণ
Correct Sentence: Victims of the crash will be compensated for their injuries.
-
Compensate for something
-
English Meaning: To pay someone money in exchange for something that has been lost or damaged, or for some problem
-
Bangla Meaning: ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া
-
অর্থাৎ কোনো কিছুর ক্ষতিপূরণ বা খেসারত দেওয়ার জন্য compensate এর সাথে for ব্যবহৃত হয়।
-
-
More Examples:
-
The fund is designed to compensate people for loss of income.
-
She was not compensated for the damage done to her car.
-

0
Updated: 1 day ago
Identify the correct sentence
Created: 3 days ago
A
One-fourth of the students are absent today.
B
One-fourths of the students are absent today.
C
One-fourth of the student are absent today.
D
One-fourth of the students were absent today.
Correct Sentence: One-fourth of the students are absent today।
বিশ্লেষণ:
-
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যা One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথম সংখ্যা One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject যদি singular হয়, তাহলে verb singular হবে।
-
subject যদি plural হয়, তাহলে verb plural হবে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) One-fourths of the students are absent today।
-
ভুল। "One-fourths" নয়, সঠিক হবে "One-fourth"।
-
-
গ) One-fourth of the student are absent today।
-
ভুল। "the student" একবচন, তাই verb হবে is।
-
-
ঘ) One-fourth of the students were absent today।
-
ভুল। এখানে "today" শব্দ থাকায় present tense ব্যবহার করা উচিত। Verb "were" past tense নির্দেশ করে, তাই ভুল।
-
Source:

0
Updated: 3 days ago
Which of the following is correct:
Created: 1 week ago
A
Bread and butter are my favourite breakfast.
B
He and I am well.
C
Rice and curry is a popular dish.
D
Honesty and hard work brings success.
Correct sentence: Rice and curry is a popular dish.
Explanation:
-
সাধারণত "and" দিয়ে দুটি আলাদা subject যুক্ত হলে plural verb (বহুবচন ক্রিয়া) লাগে।
-
কিন্তু যদি দুটি subject মিলে একটি ধারণা বা একক বস্তু বোঝায়, তখন singular verb (একবচন ক্রিয়া) ব্যবহার হয়।
-
এখানে "Rice and curry" একসাথে একটি খাবার বোঝাচ্ছে → তাই singular verb "is" সঠিক।
অন্যান্য উদাহরণ:
-
"Bread and butter is my favourite breakfast."
-
"Fish and chips is a typical British dish."
ভুল বিকল্পগুলো:
-
Bread and butter are my favourite breakfast – একক খাবার বোঝায়, তাই "is" হবে।
-
He and I am well – দুইজন বোঝাচ্ছে, তাই "am" হবে না, "are" সঠিক।
-
Honesty and hard work brings success – দুইটি ভিন্ন গুণ, তাই verb হবে "bring" (plural)।

0
Updated: 1 week ago
He as well as his parents _____________ spending vacation abroad.
Created: 1 month ago
A
are
B
is
C
will
D
can
শূন্যস্থানে সঠিক উত্তর হবে “is”। সম্পূর্ণ বাক্য হবে:
He as well as his parents is spending vacation abroad.
As well as দ্বারা দুটি subject যুক্ত হলে verb, as well as-এর পূর্বের subject অনুযায়ী নির্ধারিত হয়। প্রশ্নে as well as-এর আগে subject “He” (singular) থাকায় verb-ও singular হবে। তাই শূন্যস্থানে “is” বসবে।
Structure:
He (singular) + as well as + his parents (plural) + singular verb (is)।
Verb শুধু “He” অনুসরণ করবে, পরে থাকা “his parents” অনুসরণ করবে না। তাই “is” সঠিক উত্তর।
Other Options বিশ্লেষণ:
ক) are — এটি plural verb, কিন্তু subject “He” হওয়ায় ভুল।
গ) will — Modal verb, কিন্তু এখানে Present Continuous tense দরকার।
ঘ) can — Modal verb হলেও sentence-এর সাথে অর্থগত ও কাঠামোগতভাবে মিলছে না।
তাই উত্তর: is.

0
Updated: 1 month ago