Choose the correct sentence.
A
Victims of the crash will be compensated to their injuries.
B
Victims of the crash will be compensated with their injuries.
C
Victims of the crash will be compensated at their injuries.
D
Victims of the crash will be compensated for their injuries.
উত্তরের বিবরণ
Correct Sentence: Victims of the crash will be compensated for their injuries.
-
Compensate for something
-
English Meaning: To pay someone money in exchange for something that has been lost or damaged, or for some problem
-
Bangla Meaning: ক্ষতিপূরণ করা; খেসারত দেওয়া
-
অর্থাৎ কোনো কিছুর ক্ষতিপূরণ বা খেসারত দেওয়ার জন্য compensate এর সাথে for ব্যবহৃত হয়।
-
-
More Examples:
-
The fund is designed to compensate people for loss of income.
-
She was not compensated for the damage done to her car.
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence using "died in":
Created: 1 month ago
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:
0
Updated: 1 month ago
Which word is correct?
Created: 1 month ago
A
Furnitures
B
Informations
C
Sceneries
D
Proceeds
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুধুমাত্র Proceeds শব্দটিই সঠিক। এটি একটি noun, যার ব্যবহার বিশেষভাবে আয় বা মুনাফার ক্ষেত্রে করা হয়।
-
Proceeds (noun):
-
English Meaning: the amount of money received from a particular event or activity or when something is sold.
-
Bengali Meaning: কোনো উদ্যোগ থেকে অর্জিত আয়; অর্জিত মুনাফা বা আয়।
-
অন্যান্য শব্দগুলো শুদ্ধ নয়, কারণ এদের প্রকৃত রূপে plural form থাকে না।
-
Furnitures: ভুল, কারণ Furniture (আসবাবপত্র) শব্দটির কোনো plural form নেই।
-
Informations: ভুল, কারণ Information (তথ্য) শব্দটিরও কোনো plural form নেই।
-
Sceneries: ভুল, কারণ Scenery (দৃশ্য) শব্দটির plural form নেই।
Furniture, Information, Scenery প্রভৃতি শব্দ সবসময় singular রূপে ব্যবহৃত হয়, যদিও এরা একাধিক জিনিসকে বোঝাতে পারে।
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
The news are true.
B
The news is true.
C
The news have been true.
D
The news were true.
সঠিক উত্তর হলো খ) The news is true। "News" শব্দটি দেখতে বহুবচন মনে হলেও এটি একটি singular (uncountable) noun। তাই এর সঙ্গে is (singular verb) ব্যবহার করা হয়; are বা have ব্যবহার করা যাবে না। বাক্যটির অর্থ হলো "সংবাদটি সত্য।" The news are বা The news have বলা grammaticalভাবে ভুল।
-
ক) The news are true
-
ভুল, কারণ "news" singular noun হলেও "are" বহুবচন verb ব্যবহার করা হয়েছে।
-
-
গ) The news have been true
-
ভুল, কারণ "have" plural verb, যা "news" এর সঙ্গে ব্যবহার করা যায় না।
-
-
ঘ) The news were true
-
ভুল, কারণ "were" plural বা past plural verb, যা "news" এর জন্য উপযুক্ত নয়।
-
0
Updated: 1 month ago