Question No. (65-69) are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence. 65) Government has been entrusted ____ elected politicians.
A
with
B
for
C
to
D
at
উত্তরের বিবরণ
Entrust শব্দের অর্থ হলো—কোনো দায়িত্ব বা বস্তু কাউকে দেওয়া, যাতে সে তা সঠিকভাবে পালন বা রক্ষণাবেক্ষণ করে।
Entrust Subject with Something (কারো উপর কোনো দায়িত্ব বা বস্তু অর্পণ করা):
-
অনেকেই কোম্পানির ওপর আস্থা রেখে তাদের অবসরকালীন সঞ্চয় অর্থ বিনিয়োগ করেছিলেন।
-
Be entrusted with something/somebody: আমি অর্থ দেখভালের দায়িত্বে নিযুক্ত ছিলাম।
Entrust Something to Subject (কোনো কিছু কাউকে অর্পণ করা):
-
সে একটি স্থানীয় আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে বন্ধক ব্যবস্থা করানোর দায়িত্ব অর্পণ করেছিল।
-
দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা নিলাম আয়োজনের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।
আমরা এডিনবরার শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ীকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছি।
Entrusted with something: মানে হলো কোনো কিছুর দায়িত্ব পাওয়ায় তার প্রতি আস্থা স্থাপন করা হয়েছে।
-
Entrusted to someone: এখানে বোঝানো হয়, কোনো দায়িত্ব বা কাজ কাউকে অর্পণ করা হয়েছে—এক্ষেত্রে যেহেতু politicians একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তাই সঠিক হবে Entrusted to।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 weeks ago
Select the right word. He ran fast lest he _______ miss the train.
Created: 1 day ago
A
can
B
should
C
could
D
has
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - should.
- Complete sentence: He ran fast lest he should miss the train.
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not/never বসে না
- Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.
• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.

0
Updated: 1 day ago
He advised me __ smoking.
Created: 1 week ago
A
giving up
B
to give up
C
in giving up
D
from giving up
🔹 To-Infinitive ব্যবহারের নিয়ম:
👉 কিছু কিছু verb আছে যেগুলোর পরে যদি কোনো object ব্যবহৃত হয়, তাহলে এরপরে to-infinitive (to + verb) ব্যবহার করতে হয়।
এই ধরনের verb হলো:
-
advise
-
remind
-
allow
-
permit
-
recommend
-
encourage
-
forbid ইত্যাদি।
উদাহরণ:
-
She advised me to give up smoking.
-
Rahim reminded me to take medicine.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones.
-
The park permits visitors to bring food.
-
She encouraged her friend to pursue her dreams.
🔹 কিন্তু যদি উপরের verb-গুলোর পর object না থাকে, অর্থাৎ verb-এর পরে সরাসরি আরেকটি verb আসে, তাহলে সেই ক্ষেত্রে gerund (verb + ing) ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
🔹 অনুশীলন:
-
Complete the sentence:
He advised me __ smoking.
✅ Correct Answer: to give up

0
Updated: 1 week ago
She is beautiful but she is ____ her mother.
Created: 1 week ago
A
most beautiful
B
less beautiful
C
as beautiful
D
not so beautiful as
সঠিক উত্তর হবে: not so beautiful as
-
পূর্ণ বাক্যটি হবে: She is beautiful but she is not so beautiful as her mother.
• ইংরেজি ব্যাকরণে কিছু conjunction আছে যেগুলোর দুটি অংশ থাকে এবং এদের একত্রে correlative conjunction বলা হয়। এই ধরনের সংযুক্তি বাক্যে ভারসাম্য বজায় রাখে এবং দুটি শব্দ, বাক্যাংশ বা clause-কে যুক্ত করে।
-
সাধারণ correlative conjunction-এর কিছু উদাহরণ:
as…as, so…as, such…that, not only…but also, hardly…before/when, no sooner…than, neither…nor, either…or, both…and, the same…as ইত্যাদি।
• যখন বাক্যে but ব্যবহৃত হয়, তখন সাধারণত পরবর্তী adjective বা phrase-টি নেতিবাচক রূপ ধারণ করে।
-
তাই এই ক্ষেত্রে ‘not as beautiful as’ অথবা ‘not so beautiful as’ ব্যবহার করাটাই সঠিক হবে।
Reference: A Passage to the English Language – S.M Zakir Hussain

0
Updated: 1 week ago