Which of the following sentences is correct?
A
Did he went yesterday?
B
Had he went yesterday?
C
Did he go yesterday?
D
Has he go yesterday?
উত্তরের বিবরণ
Correct Answer: Did he go yesterday?
-
প্রদত্ত বাক্যে "yesterday" শব্দটি Past Indefinite Tense নির্দেশ করে।
-
Past Indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হলো:
Did + subject + present form of the verb + অন্যান্য প্রয়োজনীয় word(s) + ? -
সুতরাং বাক্যে Auxiliary verb হিসেবে did ব্যবহার হবে এবং Main verb এর base form (go) বসবে, এরপর yesterday।
-
ভুল অপশন বিশ্লেষণ:
ক) Did he went yesterday? → ভুল। কারণ 'did'-এর পরে base form (go) বসে, past form (went) নয়।
খ) Had he went yesterday? → ভুল। Past Perfect tense-এ had + past participle (gone) ব্যবহার হয়।
ঘ) Has he go yesterday? → ভুল। Present Perfect tense-এ yesterday ব্যবহার করা যায় না।
0
Updated: 1 month ago
Which one is the correct sentence?
Created: 2 months ago
A
paper is made of wood
B
paper is made from wood
C
paper is made by wood
D
paper is made on wood
সঠিক উত্তর হচ্ছে - paper is made from wood.
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood.
- The ring is made of gold.
- এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে।
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।
0
Updated: 2 months ago
Identify the correct passive form of 'He is going to open a shop.'
Created: 3 months ago
A
He is being gone to open a shop
B
A shop is being gone opened by him
C
A shop will be opened by him
D
A shop is going to be opened by him
✅ সঠিক উত্তর
-
Active: He is going to open a shop.
-
Passive: A shop is going to be opened by him.
ব্যাখ্যা
‘Be going to’ একটি modal রূপ, তাই এটি passive voice-এ গেলেও going এর কোনো পরিবর্তন হয় না।
Passive voice করার নিয়ম:
যখন ‘going to’ যুক্ত বাক্য passive করতে হয়, তখন গঠনের নিয়ম হয়:
be going to + be + মূল verb-এর past participle (V3)
Active থেকে Passive করার সহজ নিয়ম
-
Active-এর object → Passive-এর subject হয়।
-
বাক্যের tense অনুযায়ী auxiliary verb বসে।
-
তারপর মূল verb-এর past participle (V3) বসে।
-
Active-এর subject → Passive-এর object হয়।
-
তার আগে by, with, at, to, in এর মতো প্রিপজিশন বসে।
উদাহরণটি দিয়ে মনে রাখুন:
He is going to open a shop. → A shop is going to be opened by him.
এখানে "a shop" হলো object → subject
"going to open" → "going to be opened"
"he" → "by him"
0
Updated: 3 months ago
Identify the correct sentence?
Created: 2 months ago
A
Yesterday, he has gone home
B
Yesterday, he did gone home
C
Yesterday, he had gone home
D
Yesterday, he went home
সঠিক উত্তর হবে Yesterday, he went home
• বাক্যের শেষে 'yesterday' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে।
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
• Past Indefinite Tense এর structure হবে:
- Subject + did + V1 + extension +?
0
Updated: 2 months ago