Choose the correct sentence.
A
The meeting had started before the guests arrived.
B
The meeting started before the guests arrived.
C
The meeting will start before the guests arrived.
D
The meeting is starting before the guests arrived.
উত্তরের বিবরণ
Correct Answer: The meeting had started before the guests arrived.
-
অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past Perfect Tense হয় এবং পরেরটি Past Indefinite Tense হয়।
-
Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য সাধারণত Past Perfect Tense হয়।
-
Before এর আগের বাক্যে Past Perfect Tense হলে, পরের বাক্যে Past Indefinite Tense ব্যবহার করা হয়।
-
Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
Example: I shall have done the sum before he comes. -
ভুল অপশন বিশ্লেষণ:
খ) The meeting started before the guests arrived → ভুল। Simple past tense, কিন্তু prior action বোঝাতে Past Perfect ব্যবহার করা উচিত।
গ) The meeting will start before the guests arrived → ভুল। "Will start" future tense বোঝায়, কিন্তু বাক্যের context অতীত।
ঘ) The meeting is starting before the guests arrived → ভুল। "Is starting" present continuous tense, যা context এর সাথে মিলে না।
0
Updated: 1 month ago
Choose the incorrect one.
Created: 2 months ago
A
The ewe calmly fed her lamb.
B
The stag shook his antlers, and the hind bent down to feed her young ones.
C
The ram stamped his feet loudly.
D
The roebuck lifted his head proudly, while the doe protected his fawn.
সঠিক উত্তর:
ঘ) The roebuck lifted his head proudly, while the doe protected his fawn. → সঠিক হওয়া উচিত: …while the doe protected her fawn.
বিষয়টি বোঝার নিয়ম:
Doe = স্ত্রী হরিণ (female deer)
Female animal এর জন্য her ব্যবহার করতে হবে, his নয়।
বাকি বাক্যগুলো সঠিক কারণ:
ক) The ewe calmly fed her lamb.
Ewe = স্ত্রী ভেড়া (female sheep), তাই her ঠিক।
খ) The stag shook his antlers, and the hind bent down to feed her young ones.
Stag = পুরুষ হরিণ (male deer), Hind = স্ত্রী হরিণ, তাই his/hers মিলেছে।
গ) The ram stamped his feet loudly.
Ram = পুরুষ ভেড়া (male sheep), তাই his ঠিক।
মূল শিক্ষা:
প্রাণীর লিঙ্গ অনুযায়ী pronoun ব্যবহার করতে হবে।
Female animal → her
Male animal → his
0
Updated: 2 months ago
What does the idiom "take someone to task" mean?
Created: 3 months ago
A
To give someone a task to do
B
To praise someone for his task
C
To rebuke someone
D
To appoint someone
সঠিক উত্তর: গ) কাউকে তিরস্কার করা।
Take someone to task
English Meaning: কারো কোনো ভুল কাজের জন্য তাকে কঠোরভাবে সমালোচনা করা বা রাগভরে কথা বলা।
Bangla Meaning: তিরস্কার করা বা কড়া ভাষায় ভর্ৎসনা করা।
উদাহরণ:
English: He was taken to task for negligence of duty.
Bangla: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।
অপশন বিশ্লেষণ:
-
ক) কাউকে কোনো কাজ দেওয়া → To give someone a task.
-
খ) কাউকে তার কাজের জন্য প্রশংসা করা → To praise someone for his task.
-
গ) কাউকে তিরস্কার করা → To rebuke someone. ✅
-
ঘ) কাউকে নিয়োগ দেওয়া → To appoint someone.
সবগুলো অপশন ও অর্থ বিবেচনায় দেখা যায়, ‘Take someone to task’-এর অর্থ সবচেয়ে ভালোভাবে বোঝায় → গ) কাউকে তিরস্কার করা।
তথ্যসূত্র: Cambridge Dictionary
0
Updated: 3 months ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Genuflect
B
Genoflect
C
Ginuflect
D
Genufluct
Genuflect শব্দের অর্থ হলো কোনো পবিত্র বা ধর্মীয় সম্মান প্রদর্শনের জন্য নতজানু হওয়া, বিশেষ করে ক্যাথলিক চার্চে প্রবেশ বা প্রস্থান করার সময়।
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া
Example Sentence:
-
People were genuflecting in front of the altar.
উৎস:
0
Updated: 1 month ago