What is the meaning of the word "Itinerary"?
A
A detailed plan of a journey
B
A type of vehicle
C
A place to stay
D
A travel companion
উত্তরের বিবরণ
Itinerary (Noun)
-
English Meaning: A detailed plan or route of a trip
-
Bangla Meaning: (plural itineraries) [countable noun] ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ
-
Synonyms: Journey (ভ্রমণ), Route (পথ; গমনপথ), Schedule (সময়সূচি; সময়তালিকা), Guide (নির্দেশনা), Path (পথ; রাস্তা)
-
Antonyms: Disorganization (গোলযোগ), Disorder (গোলযোগ), Muddle (গোলমাল), Disarrangement (বিশৃঙ্খলা), Indiscipline (অনিয়ম)
-
Other Form:
-
Itinerant [আইটিনারান্ট] (Adjective): স্থান থেকে স্থানান্তরে ভ্রমণশীল; পরিভ্রমী; আটমান; পর্যটনশীল
Example: Itinerant workers
-
-
Example Sentences:
-
We planned our itinerary several weeks before the trip.
-
Choosing the right cruise line and cruise itinerary can be somewhat of a challenge.
-
0
Updated: 1 month ago
'Rage'-
Created: 2 weeks ago
A
Anger
B
Heavy
C
Style
D
Humid
0
Updated: 2 weeks ago
What is the meaning of the idiom 'Leave to chance':
Created: 1 month ago
A
To listen to someone.
B
To say nothing.
C
To not prepare.
D
To allow (someone or something) to.
Leave to chance মূলত ব্যবহৃত হয় যখন কোনো কিছু প্রস্তুতি ছাড়া বা দৈবের উপর ছেড়ে দেওয়া হয়। অর্থাৎ পরিকল্পনা বা নিয়ন্ত্রণ না করে ভাগ্যের উপর নির্ভর করা।
-
English Meaning: To not prepare or plan for something; to leave it up to fate.
-
Bangla Meaning: কোনো প্রস্তুতি না নেওয়া; দৈবের উপর ছেড়ে দেওয়া।
Other options:
-
Lend one’s ear
-
English Meaning: To listen to someone attentively or with sympathy.
-
Bangla Meaning: সহানুভূতি বা মনোযোগের সাথে কারো কথা শোনা।
-
-
Let alone
-
English Meaning: To say nothing of; not to mention — used to emphasize the improbability of something compared with another.
-
Bangla Meaning: দূরের কথা; মোট কথা; তুলনামূলক উদাহরণ বোঝাতে ব্যবহৃত।
-
-
Let loose
-
English Meaning: To allow someone or something to move or act freely.
-
Bangla Meaning: স্বাধীনভাবে চলতে বা কাজ করতে দেওয়া।
-
0
Updated: 1 month ago
'Boot leg' means to-
Created: 5 months ago
A
distribute
B
export
C
import
D
smuggle
• মূল প্রশ্নপত্রে "Boot leg" শব্দটি থাকলেও সঠিক বানান হবে "Bootleg" (এক শব্দে)।
সঠিক উত্তর: Smuggle
শব্দ বিশ্লেষণ:
🔹 Bootleg (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো মদ্যপ পানীয় বা রেকর্ড অবৈধভাবে তৈরি, বিতরণ বা বিক্রি করা।
-
বাংলা অর্থ: শুল্ক ফাঁকি দিয়ে বা বেআইনিভাবে মদ তৈরি, আমদানি, রপ্তানি বা বিক্রি করা।
🔹 Smuggle (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো পণ্যকে অবৈধভাবে দেশের ভিতরে বা বাইরে স্থানান্তর করা।
-
বাংলা অর্থ: কাউকে বা কোনো কিছুকে গোপনে এবং বেআইনিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া।
বিভ্রান্তিকর অপশনসমূহ:
🔸 Distribute: বিতরণ করা বা ভাগ করে দেওয়া।
🔸 Export: রপ্তানি করা।
🔸 Import: আমদানি করা।
তথ্যসূত্র:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 5 months ago