Question No. 70-72 are incomplete sentence. Fill in the gaps by choosing one word from the choices given. 70) To stay healthy, we must plan to have a balanced____.
A
food
B
diet
C
outlook
D
figure
উত্তরের বিবরণ
• Complete sentence: To stay healthy, we must plan to have a balanced diet.
- Bangla meaning: সুস্থ থাকতে হলে আমাদের সুষম খাদ্য খাওয়ার পরিকল্পনা করতে হবে।
• balanced diet - সুষম পথ্য/ খাদ্য।
• বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে।
- diet এবং food - এর মধ্যে balanced food -এ জাতীয় phrase -এর ব্যবহার দেখা যায় না।
- তাছাড়া food -এর আগে a বসানো যায় না, diet -এর আগে বসে।
• সুতরাং, উত্তর হবে diet।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
0
Updated: 3 months ago
Choose the correct word/words to fill in the gap: I saw a girl _____ in the pool.
Created: 4 days ago
A
to swing
B
swim
C
swimming
D
to bathe
ব্যাখ্যা:
বাক্যটি হলো — “I saw a girl _____ in the pool.”
এখানে “saw” হলো একটি perception verb (অনুভূতি বা দৃশ্যবোধ প্রকাশকারী ক্রিয়া)। ইংরেজিতে perception verbs (see, hear, watch, notice ইত্যাদি) এর পরে দুটি ধরনের verb ব্যবহার করা যেতে পারে:
-
bare infinitive (base form) → দেখার সম্পূর্ণ কাজ হিসেবে
যেমন — I saw him swim across the river. (আমি দেখলাম সে নদী পার হলো।) -
present participle (-ing form) → ক্রিয়ার চলমান অবস্থা বোঝাতে
যেমন — I saw him swimming in the river. (আমি দেখলাম সে নদীতে সাঁতার কাটছিল।)
বাক্যে “in the pool” উল্লেখ করা হয়েছে, যা ক্রিয়ার চলমান অবস্থা বোঝাচ্ছে। তাই এখানে swimming ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত।
ভুল বিকল্প বিশ্লেষণ:
-
(ক) to swing: ভুল, কারণ এখানে “saw” verb-এর সাথে infinitive “to swing” সাধারণত ব্যবহৃত হয় না এবং pool-এ swing করা যৌক্তিক নয়।
-
(খ) swim: base form ব্যবহার করা যেতো, তবে “in the pool” যোগ করা হলে সাধারণত participle form বেশি প্রাকৃতিক।
-
(ঘ) to bathe: pool-এ স্নানের জন্য বাথ verb ব্যবহার করা সম্ভব, কিন্তু সাধারণ English-এ “saw a girl to bathe” ব্যবহার হয় না।
উদাহরণ:
-
I saw a boy running in the park. → চলমান ক্রিয়া
-
I saw him climb the tree. → সম্পূর্ণ ক্রিয়া (base form)
বাংলা অনুবাদ:
“I saw a girl swimming in the pool.” → আমি দেখতে পেলাম একটি মেয়ে পুলে সাঁতার কাটছে।
অতএব, অর্থ ও ব্যাকরণ অনুযায়ী সঠিক উত্তর হলো
0
Updated: 4 days ago
Choose the correct sentence?
Created: 1 week ago
A
He speaks English like English
B
He speaks the English like English
C
He speaks English like the English
D
He speaks the English like the English
0
Updated: 1 week ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।
0
Updated: 2 months ago