Question No. 70-72 are incomplete sentence. Fill in the gaps by choosing one word from the choices given. 70) To stay healthy, we must plan to have a balanced____.
A
food
B
diet
C
outlook
D
figure
উত্তরের বিবরণ
• Complete sentence: To stay healthy, we must plan to have a balanced diet.
- Bangla meaning: সুস্থ থাকতে হলে আমাদের সুষম খাদ্য খাওয়ার পরিকল্পনা করতে হবে।
• balanced diet - সুষম পথ্য/ খাদ্য।
• বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে।
- diet এবং food - এর মধ্যে balanced food -এ জাতীয় phrase -এর ব্যবহার দেখা যায় না।
- তাছাড়া food -এর আগে a বসানো যায় না, diet -এর আগে বসে।
• সুতরাং, উত্তর হবে diet।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
0
Updated: 3 months ago
Choose the correctly spelled word.
Created: 2 months ago
A
Recommandation
B
Recomandation
C
Recommendation
D
Reccomandation
Correct Answer: গ) Recommendation
Recommendation (Noun)
-
Bangla Meaning: সুপারিশ, পরামর্শ
-
English Meaning: the act of recommending
Examples:
-
The best way to find a builder is by personal recommendation.
-
Any recommendation will then go forward to the district council's full meeting in May.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।
0
Updated: 2 months ago
Choose the correct sentence?
Created: 4 days ago
A
I informed the matter to the police
B
I informed the matter of the police
C
I informed the to the police of the matter
D
I informed the police of the matter
ব্যাখ্যা:
‘Inform’ শব্দটি একটি transitive verb। ইংরেজিতে “inform someone of something” বা “inform someone about something” গঠনটি সাধারণ ও ব্যাকরণগতভাবে সঠিক। অর্থাৎ কাকে জানান হচ্ছে (someone) এবং কিসের সম্পর্কে জানানো হচ্ছে (something) স্পষ্টভাবে উল্লেখ করতে হয়।
সঠিক বাক্য বিশ্লেষণ:
-
Subject: I
-
Verb: informed
-
Indirect object (কাকে জানানো হয়েছে): the police
-
Direct object (কিসের বিষয়ে জানানো হয়েছে): of the matter
→ অর্থ: আমি পুলিশকে বিষয়টি জানালাম।
ভুল বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
(ক) I informed the matter to the police: ভুল, কারণ “inform” verb-এর সঙ্গে “to” preposition ব্যবহৃত হয় না। এখানে “the matter” কে subject হিসেবে ভুলভাবে রেখেছে।
-
(খ) I informed the matter of the police: ভুল, কারণ এটি অর্থগতভাবে অসঙ্গত; মনে হচ্ছে “the matter” পুলিশ সম্পর্কে জানানো হয়েছে, যা অযৌক্তিক।
-
(গ) I informed the to the police of the matter: ভুল, অতিরিক্ত “the” ব্যবহৃত হয়েছে এবং structure ব্যাকরণগতভাবে ভাঙা।
Grammar tip:
-
Inform someone of/about something → সঠিক গঠন
-
Inform someone to something → ভুল
-
Inform the matter to someone → ভুল
উদাহরণ:
-
She informed the manager of the delay.
-
He informed us about the meeting.
-
They informed the authorities of the problem.
বাংলা অনুবাদ:
“I informed the police of the matter.” → আমি পুলিশকে বিষয়টি জানালাম।
অতএব, অর্থ, ব্যাকরণ ও ব্যবহারের দিক থেকে সঠিক বাক্য হলো
0
Updated: 4 days ago