Choose the correct sentence.
A
While they played outside, it suddenly started to rain.
B
While they were playing outside, it suddenly started to rain.
C
While they playing outside, it suddenly started to rain.
D
While they play outside, it suddenly started to rain.
উত্তরের বিবরণ
এই নিয়মে বোঝানো হয়েছে While ব্যবহারের সময় verb এবং tense এর সঠিক গঠন কীভাবে করতে হয়। নিচে বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হলো—
-
While এর ঠিক পরেই যদি verb থাকে, তাহলে সেই verb এর সাথে ing যোগ হয়।
Example: While walking in the garden, a snake bit him. -
While এর পরে যদি subject থাকে, তবে While-এর অংশটি Past Continuous Tense হয়।
Example: While he was walking in the garden, a snake bit him. -
সঠিক উত্তর: While they were playing outside, it suddenly started to rain.
-
ভুল অপশন বিশ্লেষণ:
ক) While they played outside, it suddenly started to rain → ভুল। এখানে "started" হঠাৎ ঘটে যাওয়া কাজ বোঝাচ্ছে। তাই প্রথম অংশে Past Continuous হওয়া উচিত।
গ) While they playing outside, it suddenly started to rain → ভুল। "they playing" কোনো সঠিক tense structure নয়, এখানে auxiliary verb "were" অনুপস্থিত।
ঘ) While they play outside, it suddenly started to rain → ভুল। "it suddenly started" অতীত বোঝাচ্ছে, কিন্তু প্রথম অংশ Present Tense-এ আছে। ফলে tense mismatch হয়েছে।

0
Updated: 1 day ago
Error Detection:
One of my friend is going abroad next month.
Created: 2 days ago
A
One
B
of
C
my friend
D
No error
সঠিক উত্তর হলো গ) my friend। বাক্যটির ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
বাক্যে বলা হয়েছে “One of my friend”, যেখানে friend একবচন ব্যবহার করা হয়েছে।
-
সঠিক ব্যবহার: “One of my friends” কারণ “One of” এর পরে সর্বদা plural noun ব্যবহার করা হয়।
-
উদাহরণস্বরূপ:
-
Correct: One of my friends is coming to the party.
-
এখানে is singular verb, কারণ মূল বিষয় One singular।
-
-
Bangla অর্থ: বাক্যটি সঠিকভাবে হবে: “আমার বন্ধুদের মধ্যে একজন আসছেন।”

0
Updated: 2 days ago
Choose the correct alternative to complete the sentence?
‘He —- to see us if he had been able to.’
Created: 1 month ago
A
may come
B
may have come
C
might come
D
would have come
সাধারণত If যু clause past perfect হলে অন্য clause would have + V3 হয়। • He would have come to see us if he had been able to do.

0
Updated: 1 month ago
Question No. 70-72 are incomplete sentence. Fill in the gaps by choosing one word from the choices given. 70) To stay healthy, we must plan to have a balanced____.
Created: 2 months ago
A
food
B
diet
C
outlook
D
figure
• Complete sentence: To stay healthy, we must plan to have a balanced diet.
- Bangla meaning: সুস্থ থাকতে হলে আমাদের সুষম খাদ্য খাওয়ার পরিকল্পনা করতে হবে।
• balanced diet - সুষম পথ্য/ খাদ্য।
• বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে।
- diet এবং food - এর মধ্যে balanced food -এ জাতীয় phrase -এর ব্যবহার দেখা যায় না।
- তাছাড়া food -এর আগে a বসানো যায় না, diet -এর আগে বসে।
• সুতরাং, উত্তর হবে diet।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

0
Updated: 2 months ago