ভ্যাকুয়াম টিউবের স্থলে ট্রানজিস্টরের পথচলা শুরু হয় কোন প্রজন্মের কম্পিউটারে?
A
দ্বিতীয় প্রজন্ম
B
তৃতীয় প্রজন্ম
C
চতুর্থ প্রজন্ম
D
পঞ্চম প্রজন্ম
উত্তরের বিবরণ
প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল উপাদান ছিল ভ্যাকুয়াম টিউব, যা আকারে বড়, বিদ্যুৎ খরচ বেশি এবং সহজেই নষ্ট হয়ে যেত। এসব সীমাবদ্ধতা কাটানোর জন্য দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়। ট্রানজিস্টর আকারে ছোট, কম শক্তি খরচ করে, দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য। এর ফলে কম্পিউটারগুলো দ্রুততর, ছোট এবং তুলনামূলকভাবে সস্তা হয়ে ওঠে। এই পরিবর্তন কম্পিউটার প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি হিসেবে ধরা হয়। তাই ভ্যাকুয়াম টিউবের স্থলে ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার থেকে।
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার:
-
সময়কাল: ১৯৬০ থেকে ১৯৬৪
-
বাংলাদেশে ব্যবহার শুরু: ১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটার দিয়ে
উদাহরণসমূহ:
-
IBM 1401, CDC 1604, RCA 301, RCA 501, BCR 300, GE 200, Honeywell 200, IBM 1620
বৈশিষ্ট্যসমূহ:
-
ম্যাগনেটিক কোর মেমরির ব্যবহার
-
ট্রানজিস্টরের ব্যবহার, ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে
-
আকারে সংকুচিত এবং বেশি নির্ভরযোগ্য
-
উন্নত ইনপুট-আউটপুট ব্যবস্থা
-
অপেক্ষাকৃত বেশি তথ্য ধারণক্ষমতা
পরবর্তী প্রজন্মের সংক্ষিপ্ত তথ্য:
-
তৃতীয় প্রজন্ম: সিলিকন চিপ ভিত্তিক ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহার
-
চতুর্থ প্রজন্ম: মাইক্রোপ্রসেসর ব্যবহার
-
পঞ্চম প্রজন্ম: কৃত্রিম বুদ্ধিমত্তা ও অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর ব্যবহার
উৎস:
0
Updated: 1 month ago
CPU-এর মূল তিনটি অংশ কী কী?
Created: 1 month ago
A
RAM, ROM, Hard Disk
B
Input, Output, Storage unit
C
Mouse, Keyboard, Monitor
D
ALU, CU, Memory Unit
CPU (Central Processing Unit) হলো কম্পিউটারের প্রধান উপাদান, যা ডেটা প্রক্রিয়াকরণের মূল কাজ সম্পন্ন করে। এটিকে প্রায়ই কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, কারণ সমস্ত গণনা, নির্দেশনা বাস্তবায়ন এবং তথ্য নিয়ন্ত্রণ মূলত সিপিইউ-এর মাধ্যমেই সম্পন্ন হয়। একটি কম্পিউটারের কাজ করার গতি ও সামগ্রিক ক্ষমতা প্রধানত সিপিইউ-এর উপর নির্ভর করে।
সিপিইউ সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে গঠিত—
-
গাণিতিক যুক্তি ইউনিট (Arithmetic Logic Unit - ALU): এটি সকল প্রকার গাণিতিক (যোগ, বিয়োগ, গুণ, ভাগ) এবং যৌক্তিক (তুলনা, সিদ্ধান্ত গ্রহণ) কাজ সম্পন্ন করে।
-
নিয়ন্ত্রণ ইউনিট (Control Unit - CU): এটি কম্পিউটারের অন্যান্য অংশের কাজ সমন্বয় ও নিয়ন্ত্রণ করে, নির্দেশনা কোথা থেকে আসবে এবং কিভাবে কার্যকর হবে তা নির্ধারণ করে।
-
রেজিস্টার বা মেমোরি ইউনিট (Registers/Memory Unit): এটি অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে, যাতে প্রসেসিং চলাকালীন ডেটা দ্রুত ব্যবহার করা যায়।
উৎস:
0
Updated: 1 month ago
বাইনারি সংখ্যা (110101)2 এর দশমিক মান কত?
Created: 1 month ago
A
53
B
54
C
55
D
56
বাইনারি সংখ্যা 110101-এর দশমিক মান হলো 53। বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য প্রতিটি অংককে ২ এর উপযুক্ত ঘাতের সাথে গুণ করতে হয় এবং প্রাপ্ত মানগুলোকে যোগ করতে হয়।
বাইনারি থেকে দশমিক রূপান্তর করার ধাপ:
-
প্রতিটি বাইনারি অংককে তার স্থানীয় মান অনুযায়ী ২ এর ঘাত দিয়ে গুণ করা হয়, ঘাত শুরু হয় ০ থেকে ডান দিক থেকে বাম দিকে।
-
সব গুণফলকে যোগ করলে সংখ্যার দশমিক মান পাওয়া যায়।
উদাহরণ:
বাইনারি সংখ্যা: 110101
উৎস:
0
Updated: 1 month ago
মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে গ্রাহকদের জন্য প্রিপেইড পদ্ধতি চালু হয়?
Created: 1 month ago
A
দ্বিতীয় প্রজন্ম
B
তৃতীয় প্রজন্ম
C
চতুর্থ প্রজন্ম
D
কোনোটিই নয়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য (Information)
তথ্য প্রযুক্তি
দ্বিতীয় প্রজন্ম Second Generation (১৯৬০-১৯৬৪ খ্রি.)
দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোন হলো এমন একটি প্রযুক্তি যা ডিজিটাল রেডিও সিগন্যাল ব্যবহার করে এবং প্রিপেইড পদ্ধতির সূচনা করে। এটি প্রথম প্রজন্মের অ্যানালগ প্রযুক্তির তুলনায় অনেক উন্নত সুবিধা প্রদান করে।
-
দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য:
-
ডিজিটাল সিগন্যাল: প্রথম প্রজন্মের অ্যানালগ সিগন্যালের তুলনায় উন্নতমানের ডিজিটাল রেডিও সিগন্যাল ব্যবহৃত।
-
ডিজিটাল ডেটা ট্রান্সমিশন: সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে সম্ভব হয়েছে।
-
উন্নত অডিও: ডিজিটাল মডুলেশন ব্যবহৃত।
-
সিগন্যাল এনকোডিং: FDMA, TDMA এবং CDMA পদ্ধতি ব্যবহৃত।
-
প্রিপেইড পদ্ধতি: সর্বপ্রথম এই প্রজন্মে চালু হয়।
-
আন্তর্জাতিক রোমিং: সীমিতমাত্রায় উপলব্ধ।
-
নেটওয়ার্ক প্রকার: শুরুর দিকে সার্কিট-সুইচড নেটওয়ার্ক ব্যবহৃত, পরে GPRS (2.5G) প্রযুক্তির মাধ্যমে ডেটার জন্য প্যাকেট-সুইচড নেটওয়ার্ক যুক্ত করা হয়।
-
মেসেজিং সেবা: এমএমএস এবং এসএমএস কার্যক্রম চালু হয়।
-
ডেটা ও ভয়েস: GSM পদ্ধতিতে উভয়ই প্রেরণ সম্ভব।
-
উৎস:
0
Updated: 1 month ago