18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণে স্পর্শ করে, খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙ্গে ছিল?
A
3 ফুট
B
9 ফুট
C
6 ফুট
D
12 ফুট
উত্তরের বিবরণ
প্রশ্ন: 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণে স্পর্শ করে, খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙ্গে ছিল?
সমাধান: 
মনে করি,
খুঁটিটি মাটি হতে h ফুট উঁচুতে ভেঙ্গে ছিল।
∴ ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (18 - h) ফুট
এখন,
Sinθ = লম্ব/অতিভুজ
বা, Sin30° = h/(18 - h)
বা, 1/2 = h/(18 - h)
বা, 18 - h = 2h
বা, 2h + h = 18
বা, 3h = 18
বা, h = 18/3
∴ h = 6
∴ খুঁটিটি মাটি হতে 6 ফুট উঁচুতে ভেঙ্গে ছিল।
0
Updated: 1 month ago
একটি সংখ্যা ১০% বৃদ্ধি পাওয়ার পর পুনরায় ২০% বৃদ্ধি পেয়ে ৬৬০ হলে প্রাথমিক সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
৪০০
B
৪৮০
C
৫০০
D
৫৫০
সমাধান:
ধরি,
প্রাথমিক সংখ্যাটি = ক
এখন,
১০% বৃদ্ধি পাওয়ায় সংখ্যাটি হয়,
= ক + ক এর ১০%
= ক + (১০ক/১০০)
= ক + (ক/১০)
= ১১ক/১০
প্রশ্নমতে,
(১১ক/১০) + (১১ক/১০) এর ২০% = ৬৬০
⇒ (১১ক/১০) + (১১ক/১০) × (২০/১০০) = ৬৬০
⇒ (১১ক/১০) + (১১ক/৫০) = ৬৬০
⇒ (৫৫ক + ১১ক)/৫০ = ৬৬০
⇒ ৬৬ক = ৬৬০ × ৫০
⇒ ক = (৬৬০ × ৫০)/৬৬
⇒ ক = ৫০০
শর্টকাট:
সংখ্যাটি = ৬৬০ × {১০০/(১০০ + ১০)}{১০০/(১০০ + ২০)}
= ৬৬০ × (১০০/১১০) × (১০০/১২০)
= ৬ × (১০০) × (৫/৬)
= ৫০০
0
Updated: 1 month ago
tanθ.cosecθ = কত?
Created: 2 months ago
A
secθ
B
sinθ
C
cosθ
D
cosecθ
সমাধান:
আমরা জানি,
tanθ = sinθ/cosθ
এবং cosecθ = 1/sinθ
∴ tanθ.cosecθ
= (sinθ/cosθ) × (1/sinθ)
= sinθ/(cosθ.sinθ)
= 1/cosθ
= secθ
0
Updated: 2 months ago
sinθ এর সর্বোচ্চ মান কত?
Created: 1 month ago
A
- 1
B
2
C
1
D
0
প্রশ্ন: sinθ এর সর্বোচ্চ মান কত?
সমাধান:
sinθ এর সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 1
0
Updated: 1 month ago