Question No. (65-69) are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence. 65) Government has been entrusted ____ elected politicians.
A
with
B
for
C
to
D
at
উত্তরের বিবরণ
Entrust শব্দের অর্থ হলো—কোনো দায়িত্ব বা বস্তু কাউকে দেওয়া, যাতে সে তা সঠিকভাবে পালন বা রক্ষণাবেক্ষণ করে।
Entrust Subject with Something (কারো উপর কোনো দায়িত্ব বা বস্তু অর্পণ করা):
-
অনেকেই কোম্পানির ওপর আস্থা রেখে তাদের অবসরকালীন সঞ্চয় অর্থ বিনিয়োগ করেছিলেন।
-
Be entrusted with something/somebody: আমি অর্থ দেখভালের দায়িত্বে নিযুক্ত ছিলাম।
Entrust Something to Subject (কোনো কিছু কাউকে অর্পণ করা):
-
সে একটি স্থানীয় আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে বন্ধক ব্যবস্থা করানোর দায়িত্ব অর্পণ করেছিল।
-
দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা নিলাম আয়োজনের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।
আমরা এডিনবরার শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ীকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছি।
Entrusted with something: মানে হলো কোনো কিছুর দায়িত্ব পাওয়ায় তার প্রতি আস্থা স্থাপন করা হয়েছে।
-
Entrusted to someone: এখানে বোঝানো হয়, কোনো দায়িত্ব বা কাজ কাউকে অর্পণ করা হয়েছে—এক্ষেত্রে যেহেতু politicians একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তাই সঠিক হবে Entrusted to।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি
0
Updated: 3 months ago
The teacher will check the copies after the students _____ writing.
Created: 2 months ago
A
have finished
B
finishes
C
finished
D
will finish
The correct answer is - ক) have finished.
-
Complete sentence: The teacher will check the copies after the students have finished writing.
-
Explanation:
-
যখন after দ্বারা দুটি clause যুক্ত হয় এবং আগের clause-এর verb present বা future tense-এ থাকে, তখন পরের clause-এর verb হবে present perfect tense ([have/has + V (p.p.)])।
-
-
Examples:
-
Rezina will swim after she has changed her dress.
-
বাংলা অর্থ: পোশাক পরিবর্তন করার পর রেজিনা সাঁতরাবে।
-
-
I shall go to the cinema after I have completed my work.
-
বাংলা অর্থ: কাজ শেষ করার পর আমি সিনেমায় যাব।
-
-
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 month ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture
0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, ___ has written four novels.
Created: 3 months ago
A
usually
B
presently
C
already
D
formerly
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) usually: সচরাচর/সাধারণত।
খ) presently: অচিরে/এক্ষুনি।
গ) already: এই সমইয়ের বা এই সময়ের মধ্যে।
ঘ) formerly: আগেরকার দিনে/পূর্বকালে।
• উক্ত প্রশ্নের sentence টি perfect tense এ আছে।
- তাই, উত্তর হবে already.
- Complete sentence: Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, already has written four novels.
- Bangla Meaning: জনাব চৌধুরী, যিনি একজন শিক্ষক ছিলেন, অবসর গ্রহণের পর থেকে, ইতিমধ্যে চারটি উপন্যাস লিখেছেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago